১২১

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

১২২ সর্বশেষ সম্পাদনা করেছেন আরণ্যক (১০-০৭-২০১৪ ১৫:১৮)

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

"সংকোচেরও বিহ্বলতা নিজেরই অপমান। সংকটেরও কল্পনাতে হয়ও না ম্রিয়মাণ।
মুক্ত কর ভয়। আপন মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়॥"

১২৩

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

ব্রাজিলের খেলা ৪০মিঃ দেখে ঘুমিয়ে গিয়েছিলাম। আর গতকাল ৫০মিঃ দেখে!! আর্জেন্টিনা ট্রাইব্রেকারে গোল দিয়েছে। যাক ফাইনাল জার্মানী ও আর্জেন্টিনার মধ্যে। যদিও চেয়েছিলাম আর্জেন্টিনা হারুক এবং ব্রাজিলের সাথে খেলুক তাহলে আরেকটা ফাইনাল খেলা দেখা হয়ে যেত  smile

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (১০-০৭-২০১৪ ১৫:১৬)

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

রোবেন কোনমুখে এত বড় কথা বলে বুঝিনা mad! ওদের ভাগ্য ভালো যে তাও টাইব্রেকারে গিয়ে হারছে hmm তবে নেদারল্যান্ডস মনে হয় ধরেই নিয়েছিল যে টাইব্রেকারে গেলে ওরাই জিতবে thumbs_down

১২৫

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

১২৬

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

Calm... like a bomb.

১২৭

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

মামা জার্মানি সাপোর্ট করি  ।14 তারিখে ফাইনাল খেলব ।

মামা চিন্তায় আর ঘুম আসছে না।

১২৮

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

এখন যে দল জিতে তার সাপোর্ট করুম  sad sad sad

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১২৯

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

অনুমানে নয় বাস্তবে বিশ্বাসী। কে কি করবে তা সবসময় আগে থেকে বলে দেওয়া সম্ভব নয়। তাই অতকিছু না ভেবে সরাসরি ফাইনালের জন্য অপেক্ষা করছি। আর তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচটাও মনে করি খারাপ হবে না। ব্রাজিল চাইবে তাদের ভক্ত-সমর্থক কিছুটা বিশ্বাস অর্জন আর নিজেদের পরাজয় কিছুটা (খুবই সামান্য পরিমান) হলেও ভুলে যেতে অন্যদিকে নেদারল্যান্ড চাইবে ফাইনালে খেলতে না পারার আক্ষেপ ঘোচাতে (অনন্ত বলতে তো পারবে তৃতীয় হইছি)।

কলমে কালি নাই....

১৩০ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (১৩-০৭-২০১৪ ০২:৩১)

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

ব্রাজিল নষ্ট হয়ে গেছে tongue_smile আজকেও খেলা শুরু হতে না হতেই ১৫ মিনিটের ভেতর দুই গোল খেয়ে বসেছে lol

১৩১

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

১৩২

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

ব্রাজিল জার্মানীর সাথে অতিমাত্রায় নার্ভাস হয়ে পড়ায় ৭ টি গোল খেয়েছে, নেদার ল্যান্ডের সাথেও খেয়েছে ৩ টি,
শেষ ২ খেলায় ১০টি গোল হজম করতে হয়েছে

১৩৩ সর্বশেষ সম্পাদনা করেছেন রহস্য মানব (১৩-০৭-২০১৪ ১৪:০৩)

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

১৩৪ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (১৩-০৭-২০১৪ ১৪:৩২)

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

রমা, আপনার মাথা গমা mad
আপনার সাথে তর্ক কইরা লাভ নাই তাই অফ গেলাম hehe

১৩৫ সর্বশেষ সম্পাদনা করেছেন রহস্য মানব (১৩-০৭-২০১৪ ১৫:০৭)

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।

১৩৬

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

আজকে কে জিৎবে ? আর্জেন্টিনা নাকি জার্মান - এটা এখন সবার মুখে মুখে

১৩৭ সর্বশেষ সম্পাদনা করেছেন দ্যা ডেডলক (১৩-০৭-২০১৪ ১৭:৩৭)

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

১৩৮ সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (১৩-০৭-২০১৪ ১৮:১৮)

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

আমার মত আর্জেন্টিনার পাড় সমর্থক ছাড়া আজ কেউ আর্জেন্টিনার পক্ষে নাই। এমনকি সাতগোল খেয়েও ব্রাজিল সাপোর্টাররা আজ জার্মানীর সাপোর্ট করছে! গত তিনদিনে না হলেও গোটা পঞ্চাশেক ফুটবল বিশেষজ্ঞের কলাম পড়েছি। কেউ আর্জেন্টিনাকে ফেলে না দিলেও জার্মানীকে সবাই ধরাছোয়ার বাইরেই রাখছে hmm হায়রে কপাল! এ জগৎ শক্তের ভক্ত আর বড় বেশি সুবিধাবাদি sad
তবুও ব্যাপার না...
আজ আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতলেও সারাটা জীবন এভাবেই ওদের সমর্থন দিয়ে যাব...
আজ আর্জেন্টিনা দশ গোল খেলেও সারাটা জীবন এভাবেই ওদের সমর্থন দিয়ে যাব...
আজ মেসি ভাল না খেলতে পারলেও কখনো ওকে হৃদয় থেকে নামাতে পারব না...
হারুক আর জিতুক কোন ব্যাপার না...শুধু এটুকুই চাওয়া আজকের দিনটাতেও ওরা যেন হৃদয় দিয়ে ফুটবল খেলে...
ভামোস আর্জেন্টিনা...ভামোস মেসি... love

১৩৯

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

গত বিশ্বকাপে একচেয়ে ভালো খেলে ছিল আর্জেন্টিনা। আর এই বারে পুরাই ডিফেন্স মুডে আছে। এদের এবারের খেলা দেখলে পুরা মেজাজ গরম হয়ে যায়।

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৪০

Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা

জার্মানি ফাইনালে এসে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় তাদের ফাইনাল রেকোর্ড খুব একটা ভালো না সেদিক দিয়ে আর্জেন্টিনার জিতার সম্ভাবনা বেশি আমি আর্জেন্টিনাকেই এগিয়ে রাখবো আর্জেন্টিনার জিতার সম্ভাবনা ৫৫%

মানুষ মাত্রই মরন শীল , কিন্ত নশ্বর নয় ।।