Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
সব হারিয়ে স্পেন ভালো খেলা শুরু করেছে , গতকাল তারা খুব ভালো খেলেছে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
সব হারিয়ে স্পেন ভালো খেলা শুরু করেছে , গতকাল তারা খুব ভালো খেলেছে
কাল ব্রাজিলের মোটামুটি মানের খেলা দেখলাম।
আরো ভালো খেলতে হবে।
তবে ক্যামেরুনের প্লেয়ারদের দেখে মনে হইছে তারা জব্বরের বলি খেলতে নামছে।
ব্রাজিল সমর্থকরা খুব খুশী কারন নেইমার একাই ২টা গোল করেছিলো বলে
আর্জেন্টিনার গ্রুপের গ্রুপ পর্বের শেষ খেলা আজ !! এই দলের প্রাণভোমরা মেসি অনেকেই তাকে মাছি বলে ঢাকে !! সে যাই হোক ছেলে খেলে ভাল কিন্তু গোল পায় কম! ! সে ছাড়া তার দলের সবার খেলা দেখলে মনে কুত কুত খেলে !! সে যদি দলে না থাকতো তাহলে বাছাই পর্ব পের হতে পারতো না বলে আমি মনে করি ! তার দুইখানা গোলের কারনে ১ ম্যাচ আগেই তারা ২য় রাউন্ডে উঠে গিয়েছে এবং সবচেয়ে দুর্বল গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন ও হওয়ার সমুহ সম্ভাবনা রয়েছে !!
একজন ব্রাজিল সাপোর্টার হিসেবে আমি চাই আজকে মেসি গোল না পাক. !!
সে লুলা হোক. !!
শরীরের বিশেষ বিশেষ অঙ্গে ব্যথা হোক !!
ম্যাচে উপহার স্বরুপ লাল কার্ড পাক !!
বি : দ্র : ইহা একটি আর্জেন্টিনা বিরোধী শৈল্পিক পোস্ট . !!
গতি ময় খেলা হচ্ছে চার মিনিটে ২ গোল।
খেলাতে মনে হয় মিনিমাম ৬ গোল হবে
আজ মেসি ও ২ গোল দিয়েছে।
২য় গোলটি দারুন হয়েছে।
আর্জেন্টিনা ২ এবং নাইজেরিয়া ১
গত কাল আর্জেন্টিনা কিছুটা ভালো খেলেছে, নাইজেরিয়ান রাও ২টি গোল আদায় করে নেয়, খেলা শেষ হয় ৩-২ এ
নকআউটে সুইসদের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা
এবারের চার ফেভারিট টিম - ব্রাজিল,আর্জেন্টিনা,জার্মানী, হল্যান্ড - চার জনের কানের পাশ দিয়ে গুলি গেল ২ রাউন্ডে। কেউই ফেবারিটের মতো খেলতে পারে নাই। দেখা যাক কোয়াটার ফাইনাল এরা পার করতে পারে কিনা।
ইউএস হেরে গিয়ে এক দিকে ভালই হয়েছে। নাহলে পরের ম্যাচে চরম ফাপরে পরতে হত
ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল হবে।
কারো দ্বিমত আছে কি?
গতকাল বেলজিয়াম অসাধারণ খেলেছে। ঘানা-জার্মানীর পরে আমার কাছে এখন পর্যন্ত এটাই বিশ্বকাপের সেরা ম্যাচ। তবে ফিনিশিংএ বেলজিয়ামের দূর্বলতা দেখা গেছে। ১৫টা গোল বাঁচিয়ে ইউএসএ এর গোল কিপার টিম হাওয়ার্ড গড়েছেন নতুন রেকর্ড।
আর্জেন্টিনার সেমিতে যাওয়া খুব একটা সহজ হবে না। মেসির একার জাদুতে বেলজিয়ামকে হারাতে পারবে বলে মনে হয় না। গত বিশ্বকাপে জার্মানদের কাউন্টার এটাকের কাছে আর্জেন্টিনা লন্ডভন্ড হয়ে গিয়েছিল। বেলজিয়ামের কাউন্টার এটাক আটকাতে না পারলে এবারও আর্জেন্টিনার কপালে দুঃখ আছে।
ভালো খারাপ যা ই খেলুক বড় দলগুলোই কিন্তু ধীরে ধীরে উপরে যাচ্ছে
আমি খুব করে চাচ্ছি আর্জেন্টিনা-ব্রাজিল ফাইনালটা হোক। অবশ্য সেটা হওয়ার সম্ভাব্যতা নিয়েও যথেষ্ঠ সন্দিহান আমি। কারণ এখনো পর্যন্ত আর্জেন্টিনা ও ব্রাজিল তাদের সেরাটা উপহার দিতে পেরেছে বলে আমার মনে হয় না। উপরন্তু দ্বিতীয় রাউন্ডে বেলজিয়াম যুক্তরাষ্ট্রের সাথে যে খেলাটা খেললো তাতে করে গত বিশ্বকাপে জার্মানীর সাথে আর্জেন্টিনার যে বেহাল দশা হয়েছিলো তেমন কিছু হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যদিও আশার কথা হলো মেসি এবার যথেষ্ঠ ভালো খেলছে।
আর মেক্সিকোর সাথে ড্র করা ব্রাজিলের সামনে সেমিতে কলম্বিয়া। যারা দ্বিতীয় রাউন্ডেই মেক্সিকোকে হারিয়েছে। অতএব যুক্তির বিচারে কলম্বিয়া ব্রাজিলকে ভোগানোর ক্ষমতা রাখে একথা বোধহয় বলা যায়।
ভাই আমি ছোটো মানুস কি কই নিজেই জানিনা যে ভুল না সথিক বলি । তবে আমি আরজেন্টিনা দলের সাপোটার। আমার মতে জারমানি করা থিক না কারোন জারমানি শত্রু আরজেন্টিনার।
১৯৮৬তে পুচকে থাকার দরুন আর্জেন্টিনা - বেলজিয়ামের মহারণ দেখলেও উপভোগ করতে পারি নি। ম্যারাদোনার জয়ধ্বনি ঠিকই ঢুকেছিল ছোট কানের মাঝে। আজ সেই দিনকে পুনরাবৃত্তি করার দিন। আশা করি মেসির জাদুকরী ছোঁয়ায় ৮৬ বিশ্বকাপের মতই এবার তারা জার্মানীকে হারিয়ে সোনার পরীকে হাতে তুলে নেবে।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
০.০৬৩৩২৯৯৩৫০৭৩৮৫৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৬.৮৭৬৬৩৩৫০৯৬৪৭ টি কোয়েরী চলেছে