Re: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
RIP Spain
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
গতকালকের খেলা দেখে মনে হলো, ৯০ মিনিটের মধ্যে ৬০ মিনিট স্পেন নিজেরা নিজেরা খেললো। আর বাকি ৩০ মিনিটে যে খেলা হলো তাতেই চিলি ২ গোল পেয়েছে আর ৩ টি গোল মিস করেছে।
কিছুক্ষণ আগে ইংল্যান্ডের বিদায় ঘণ্টা বাজলো
তিন বিশ্ব চ্যাম্পিয়নের জন্য ডি গ্রুপ ডেথ গ্রুপে পরিনত হয়ে ছিল। আর সবাই ধরে নিয়ে ছিল কোস্টারিকা গ্রুপে চার নাম্বার হবে। তারাই সবার আগে ডেথ গ্রুপ থেকে রাউন্ড ২ তে উঠলো । আর রেফারী ইতালির পক্ষে সেই রকমের সিদ্ধান্ত নিয়ে ছিল কিন্তু তা কোন কাজে দিল না।
কোস্টারিকা গতকাল খুব ভালো খেলে ইতালীকে হারিয়েছে
আমি আর্জেন্টিনার সাপোর্টার হলেও বলবো জার্মার খুব শক্তিশালী দল , তার পরও ঘানাও খুব শক্ত দল
আর ঘানাতে আছে পেলের ২ পুত্র ...........
নেদারল্যান্ড এই বার অনেক শক্তিশালী,
কেমন হবে নেদারল্যান্ড আর ফ্রান্স হইলে ফাইনালে!??!!
যাক অনেক গুলো রাউন্ড বাকি! দেখি কি হয় সামনে!
অনেকে বলেন আর্জেন্টিনা আর ব্রাজিল ফাইনাল খেলবে,
আমার মনে হয়
জার্মান আর নেদারল্যান্ড
আর্জেন্টিনা তো এইবার অনেক ঠাণ্ডা ভাবে খেলতেছে ওরা অবশ্য আগেই বলছে ওরা এই বার এইভাবেই খেলে যাবে রেজাল্ট যাই হোক!
ব্রাজিল আর আর্জেন্টাইন খেলা হইলে সবার এর চোখ টিভি স্ক্রিনের পর্দায় আটকায় যাবে সুপার গ্লু দিয়ে!
তবে খেলার রেস তো তা বলে না!
বড় বড় দল গুলো কোয়াটার পর্যন্ত খেলে ঝরে যাবে বলে ধারনা! যেমনে ছোট ছোট দল গুলো ল্যাং মারতেছে!
আজকে একই টাইমে দুটি করে খেলা পরছে। যাক রাত দুইটায় সম্ভবত ব্রাজিল-ক্যামেরুন। দেখতে হবে।
আজকে থেকে ২ টা খেলা একসাথে হবে । কোনটা ছেড়ে কোনটা দেখি ।
আমি বসে ছিলাম ১টার খেলা দেখার জন্য কিন্তু এখন দেখি আজ থেকে রাত ২ হতে খেলা শুরু হবে। পুরাই মাথা নষ্ট আমার
। খেলা দেখে মনে হয় না সকাল ৭টার সময় ঘুম থেকে উঠতে পারবো !!
ইংলিশরা বাদ এতো নামী-দামী ক্লাবের দেশ হয়েও এই অবস্থা এদের বিশ্বকাপে। সেই হিসেবে ইউএসএ এবার চরম খেলছে.. জার্মানদের বিট করতে পারলে ৩ দিন পার্টি
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
০.০৪২৬৪২৮৩১৮০২৩৬৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৮.৯১৪৫৪৮৪৪৯৩২ টি কোয়েরী চলেছে