টপিকঃ লিনাক্স মিন্ট এ ইন্টারনেট কানেকশন করতে পারছি না।
মাল্টি টেক অনলাইন (মোহাম্মদপুর) এর ব্রড ব্যন্ড চালাই। শুধু মাত্র ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে উইন্ডোজ কানেক্ট চেপে নেট কানেকশন অন করি। কিন্তু মিন্ট মায়া তে DSL কানেকশন কনফিগার করেও নেট কানেক্ট করতে পারছি না।
নেটওয়ার্ক মনিটরে লাল ক্রশ দেখায় অথচ আমি উইন্ডোজ নেট করতে পারছি।
২ দিন আগে কোনো উপায় না পেয়ে
টারমিনালে এ কমান্ড দিলাম
sudo-pppoeconf
পরামর্শ দিলে উপকৃত হতাম।