টপিকঃ জলের গান
আরে, আমি না আমি না... আমি গান-টান গাই নাই!!
"জলের গান" এটা একটা ব্যান্ড এর নাম!
তাও আমার ব্যান্ড না!
চিন্তা নিয়েন না! আমার এত্ত গুন-বেগুণ হয় নাই যে ব্যান্ড খুলব!
, আমি গান গাইলে সবার আত্মা খাঁচা-ছাড়া হয়ে যাবে! পাখি পানিতে ডুব মারবে! মাছ লাফায় সব গাছে উঠে যাবে!
সেই রিস্কে আর গেলাম না!
গান গুলো আমার বেশ না, অনেক ভাল লাগছে। অনেক মেলোডিয়াস!
।ইন্সট্রুমেন্টাল সাইড গুলো বেশি ভাল লাগছে খুব সিম্পল লিরিক কিন্তু মিউজিক টা আমার বেশ ভাল লাগছে!
কালেকশনে রাখার জন্য "জলের গান" এর "অতল জলের গান" অ্যালবামের; ১১টা লিরিক্স আর গান কালেক্ট করে রাখতেছি! শুনে দেখতে পারেন। আপনাদের কেমন লাগে জানাতেও পারেন!
১)
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ অতল জলের গান
গানঃ রঙের গান
সুরকারঃ রাহুল আনন্দ
গীতিকারঃ কনক আদিত্য
বছরঃ ২০১২লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ।
শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ।
কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥
ভাসতে ভাসতে সবুজ বিলের কুচলা কালো জলে,
সাদা ফুলের হলুদ রেণু মেঘ পাখিদের দলে।
ধূসর ঘুঘুর সাদা ফোটায় একলা দুপুর কাঁদে,
ঝলমলিয়ে রোদের ছায়া পড়লো রঙের ফাঁদে॥ধানের ক্ষেতে সবুজ বাতাস, ধূসর-কালো কাক
নীল আকাশে দুহাত মেলে শঙ্খচিলের ডাক।
রংধনু রঙে খলসে-পুটির ঝাঁক॥
২)
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ অতল জলের গান
গানঃ এমন যদি হত
সুরকারঃ রাহুল আনন্দ
গীতিকারঃ শাওন/ রাহুল
বছরঃ ২০১২এমন যদি হত
আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।|
পালাই বহুদূরে
ক্লান্ত ভবঘুরে
ফিরব ঘরে কোথায় এমন ঘর।
বৃক্ষতলে শুয়ে
তোমার দুঃখ ছুঁয়ে
ঘুম আসেনা ঘুমও স্বার্থপর।হঠাৎ ফিরে দেখি
নিজের মুখোমুখি
শূণ্য ভীষণ শূণ্য মনে হয়।
কী আর এমন হবে
কে পেয়েছে কবে
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়।হতাম যদি রঙিন প্রজাপতি
ফুলে ফুলে মাতামাতি।
দিনের আলো কাটে উড়ে উড়ে
তোমার আমার গানের সুরে।
৩)
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ অতল জলের গান
গানঃ দূরে থাকা মেঘ
সুরকারঃ রাহুল আনন্দ
গীতিকারঃ শাওন আকন্দ
বছরঃ ২০১২দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক
যতটুকু পারা যায় সামলিয়ে রাখ
মন মন সে তো পাল ছেড়া তরী
যতদূরই যাক সে সবটুকু তোরই।
সবটুকু কতটুকু একরত্তির
সবকথা শেষ হলে এক সত্যির।
মুখোমুখি হতে হয় নির্ঘুম রাতে,
তুমি আমি সব্বাই সকলের হাতে।
তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক
ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ।মন মন সে তো কত কথা বলে
তার কথা শুনে কেউ ঝাঁপ দেয় জলে।
উড়ে এসে জুড়ে বসে এক সুখ পাখি
সুখ পাখি গান গায় কেউ শোনো তা কি!
কার গান কোন গান তুমি কিছু জানো?
জানো যদি তবে কেন এত কাছে টানো।
তারপরও ওরে মেঘ দূরে দূরে থাক
ফাগুনের হাওয়া এলে সামলিয়ে রাখ।
শ্রাবনের হাওয়া এলে সামলিয়ে রাখ।
দূরে থাকা মেঘ তুই দূরে দূরে থাক
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে থাক
উড়ে উড়ে উড়ে উড়ে দূরে দূরে দূরে দূরে
৪)
আমি একটা পাতার ছবি আঁকি
পাতাটা গাছ হয়ে যায়।
মাথা ভরা সবুজ কচি পাতা
গাছটাকে ছাতা মনে হয়।
আরিরে আরি রাং
সুরিরে আরি সুরি বাং।আমি একটা ফুলের ছবি আঁকি
ভ্রমর উড়ে আসে তায়।
ফুলে বসে ভ্রমর
ফুলের মধু চুষে খায়।
আরিরে আরি রাং
সুরিরে আরি সুরি বাং।হতভম্ব আর্টিস্টম্যান কিছুই বোঝেনা...
হতভম্ব আর্টস্টম্যান কিছুই জানেনা...
হতভম্ব আর্টিস্টম্যান আঁকতে পারেনা...
৫)
গানঃ কাগজের নৌকা
কথা: শাওন আকন্দ
সুর: রাহুল আনন্দ
এলবামঃ অতল জলের গান
কাগজের নৌকা কেউ বানিয়েছে তা
চুপ চাপ ভাসিয়েছে জলে।
রেলগাড়ি ঝমাঝম, কেউ বেশি কেউ কম
নিজস্ব কথাটুকু বলে।সন্ধ্যের মুখোমুখি কার মুখ দেয় উঁকি
কার কথা আজো বাজে কানে!
কেনো এতো খোঁজাখুঁজি, এতোদিন পরে বুঝি
জননী শব্দটার মানে।সেই ঘর সেই বাড়ি,
দুষ্টুমি বাড়াবাড়ি—
তাঁর কথা কখনো শুনিনি
অবাধ্য ছেলেটাকে স্মৃতি কেনো পিছু ডাকে
ভালোবাসা মানেই জননী।পাগলা ঘোড়া ছুটে ছুটে যায়।
দিনটা কাটে শুধু ব্যাস্ততায়
রাতটা কাটে গানে গানে—
রাতটা কাটুক গানে... পানে.....
৬)
গানঃ বাউলা বাতাস-১
কথা: শাওন আকন্দ
সুর: রাহুল আনন্দ
এলবামঃ অতল জলের গানবাউলা বাতাস আউলা চুলে লাগলো দোলা
গান ধরেছে পথের ধারে আত্মভোলা।
সে গানে সুর থাকেনা লয় থাকেনা
এমন সে গান—
তবু সে মন কেড়ে নেয়, প্রাণ কেড়ে নেয়
এমন সে টান।পারেনা সবাই হতে বিন্দুধারী
পুরুষের উৎস জানি শুধুই নারী।
দেহ আর দেহের সুরে মনের ভাষায়
আপনাকে খুঁজে বেড়াই ভালোবাসায়।নিজেতেই লীন হয়ে যাই দিন সারাটা
সাথী সেই সংগিনী আর দোতারাটা।
আঁধারে মগ্ন প্রেমে চাঁদের সাথে
পেয়েছি তোমার দেখা শুক্লারাতে।
৭)
গানঃ বৃষ্টির গান
কথা: শাওন আকন্দ
সুর: রাহুল আনন্দ
এলবামঃ অতল জলের গানবৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে...
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।ইষ্টি-কুটুম বৃষ্টি এলো সৃষ্টি হলো সুর,
ভালোবাসায় ভাসলো খেয়া— ঐতো পাখিপুর।
ইচ্ছে হলে এখন তুমি নাইতে পারো,
বৃষ্টিজলে নূপুর পড়ে গাইতে পারো,
এখানে সবাই স্বাধীন বাঁধনহারা,
এখানে সবই নতুন— অন্যরকম অন্যধারা।
টিবি ডাব টিবি ডাব টিবি ডিবি ডাববৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান,
বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান।
বন্ধু আইসোরে...
কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।
বৃষ্টি পড়ে— টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর টাপুর টুপুর
টিবি ডাব টিবি ডাব টিবি ডিবি ডাব
৮)
গানঃ আয়না
কথা ও সুর: রাহুল আনন্দ
এলবামঃ অতল জলের গানআয়না আয়না এখানে তুমি আমি
প্রথমবার পরিচয়— এবার কাহিনী।
নিঃশূন্য পৃথিবী একা বসে আঁকি একলার ছবি।আয় আয় আয় আয় চাঁদ—
জোছনা আলোয় মাখা আঁধার কালো রাত।
জোছনা আলোয় ভেজা আঁধার কালো রাত।
চন্দনী আলোয় মাতুক আঁধার কালো রাত।আয়না আয়না হরেক রঙের বায়না—
এটা চাইতো ওটা চাইনা
কোনটা যে ঠিক তাও জানিনা।
মনের ভেতর উড়াল পাখি
গান গায় নাকি শুধু কান্না।
৯)
গানঃ উড়ছি কেন?
কথা: শাওন আকন্দ
সুর: রাহুল আনন্দ
এলবামঃ অতল জলের গানউড়ছি কেন? কেউ জানেনা! যাচ্ছি কতদূর?
আজন্ম এক পাপের বোঝা কাঙ্খিত ভাংচুর।
তোমার ভুবন তোমার মতন
যেমন ভোরের আলো।
আমার বসত অন্ধকারে
নিরব নিঝুম কালো।ভালোবাসার মগ্ন চিতায়
পুড়ছি বছর কুড়ি।
তুমি আকাশ আমি যেন
লাটাইবিহীন ঘুড়ি।এমন কপাল ও মন আমার
ধূসর নীলের দেশে,
দিন যাপনের অষ্টপ্রহর
স্বপ্নগুলো ভাসে।
১০)
গানঃ ঝরা পাতা
ব্যান্ডঃ জলের গান ( Joler Gaan )
এলবামঃ অতল জলের গানও ঝরা পাতা ও ঝরা পাতাগো
তোমার সাথে আমার রাত পোহানো কথাগো
তোমার সাথে আমার দিন কাটানো কথাহলুদ পাতার বুকে দিলো
সবুজ পাতা চুম্। আর…
শুকনো পাতা নূপুর পায়ে
রুমঝুম… রুমঝুম… রুমঝুম।একটা পাতার ইচ্ছে হলো
আকাশটাকে ছোঁবে
পাখির সাথে মেললো ডানা
সূর্য উঠলো পূবে।
আগুনরাঙা সূর্যটার কুসুমরঙা আলোয়
পাখিটারে পাতার আজকে
লাগলো ভীষণ ভালো।
ও ঝরা পাতা…পাতায় পাতায় কাব্য গাঁথা
পাতায় লেখা গান।
শিরায় শিরায় স্বপ্ন আমার
ভীষণ অভিমান।
কোন ছোবলে স্বপ্ন আমার হলো সাদাকালো
আমার বসত অন্ধকারে
তোরা থাকিস ভালো।
১১)
গানঃ বকুল ফুল
ব্যান্ডঃ জলের গান (Joler Gaan)
এলবামঃ অতল জলের গানবকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফুটে।
যার সনে যার ভালোবাসা,
সেইতো মজা লুটে।আমার জামাই ধান বায়
হরিণডাঙার মাঠে।
সোনা দেহে ঘাম ঝরে
দেইখা পরাণ ফাটে।
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।
শাওন ভাদর মাসে
জামাই আদর করে।
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে।
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কানও বান্ধাইলি।