টপিকঃ বাংলায় আফ্টার ইফেক্টস ,থ্রিডিস ম্যাক্স ,মায়া এর টিউটোরিয়াল
VFX বা ভিজুয়াল ইফেক্ট বর্তমানে একটা পরিচিত নাম।
হলিউডের স্পাইডার ম্যানের মাকড়সার মত জাল ছুড়ে উচু উচু বিল্ডিংএর উপর দিয়ে লাফিয়ে চলা , আইরনম্যানের লৌহপোশাক পড়ে চোখ ধাঁধানো একশন ,হাল্ক কিংবা হেলবয় ,হ্যারিপটার এর ম্যাজিকাল দুনিয়া সবকিছুই সত্যের মত পর্দায় স্পষ্ট হয়ে উঠছে এই VFX এর চরম উত্কর্ষতার কারণে।
কিন্তু আমরা সেদিক থেকে শতবছর পিছিয়ে। সারাবিশ্বে যেখানে VFX নির্ভর মুভির জয়জয়কার সেখানে আমাদের দেশে এখনও মান্দাতার সিস্টেমে পিস্তলে ধূয়া ভরে স্পেশাল ইফেক্ট দিয়ে কাজ চালানো হয় এবং একটা ছবিকেও যোগ্য VFX নির্ভর আখ্যা দেয়া যায়না।
আমাদের পার্শবর্তী দেশ ভারত। আমাদের দেশে নির্মিত ছবিগুলোর এডিটিং এমনকি কালার কারেকশনটা পর্যন্ত সেখান থেকে করিয়ে আনা হয়।
এটা কিন্তু ভারত প্রেমের জন্য নয় বরং আমাদের দক্ষ লোকের অভাবেই বাধ্য হয়ে করতে হয়।
ভারতও এদিক থেকে আমাদের চেয়ে অন্তত ৫০বছর এগিয়ে আছে।
যাহোক ,পোস্টের বিষয় থেকে বেরিয়ে গিয়ে লাভ নেই।
আমাদের দেশে আগ্রহী অনেককেই আমার চোখে পড়েছে। কিন্তু কিভাবে শিখবে ,কোথ্থেকে শিখবে ,কে শিখাবে এই চিন্তায়ই আর তাদের এই জগতে আশা হয়না।
তাদের জন্য সমাধান নিয়ে আসার চেষ্টা করছে VFX BD।
ইতিমধ্যেই আমরা আফ্টার ইফেক্টের জন্য বাংলায় অত্যন্ত সহজভাবে ভিডিও টিউটোরিয়াল তৈরী করছি। খুব দ্রুতই দুজন দক্ষ থ্রিডি আর্টিস্ট এর হাত ধরে আসছে থ্রিডি এনিমেশনের দুই নক্ষত্র অটোডেক্স মায়া এবং থ্রিডিস ম্যাক্স এর বাংলা ভিডিও টিউটোরিয়াল।
তাছাড়া থাকছে ভিএফএক্স নির্ভর আলোচনা ,টিপস ট্রিকস ,নিজের কাজ শেয়ার ,সমস্যায় দক্ষদের কাছ থেকে সরাসরি সহযোগীতা নিতে VFX Forum.
তাত্ক্ষনি আপডেট পেতে লাইক করে রাখতে পারেন অফিসিয়াল ফেসবুক ফ্যানপেজঃ VFX BD