টপিকঃ পিসি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া এবং কিছু কথা...
কম্পিউটার ব্যবহারকারিদের মধ্যে কম-বেশি অনেকেই এই সমস্যায় পড়েছেন- বলা নেই কওয়া নেই হঠাৎ করেই ধুম করে পিসি বন্ধ হয়ে যায়। কারও কারও পিসি হঠাৎ করে কিছুক্ষণ পর পর অটো রিস্টার্ট নেয়। এসব হতে পারে নানান কারণে। তারমধ্যে অন্যতম কারণগুলো হল:-
১. প্রসেসর অতিরিক্ত গরম হয়ে যাওয়া
২. কুলিং ফ্যান ঠিকঠাকভাবে কাজ না করা
৩. পাওয়ার সাপ্লাই সমস্যা
৪. পিসিতে কোনও বাগি অ্যাপ্লিকেশন চালু থাকা
৫. ভাইরাস সমস্যা
৬. র্যাম সমস্যা.... ইত্যাদি ইত্যাদি......
এজন্য এর মোক্ষম ধাওয়াই হিসেবে আমরা যা করে থাকি:-
* কুলিংফ্যান খুলে এটাকে ঝাড়মুছ করে আবার লাগাই।
এটা ভালভাবে চলছে কিনা সেদিকে নজর দেই।
ভালভাবে না চললে, কেউ কেউ এটাকে ভালভাবে চালানোর জন্য তেল মালিশ করাই।
একেবারে কাজ না করলে ফ্যান রিপ্লেস করি।
* তাও না হলে প্রসের খুলে এটাকে ওয়াশ করি।
তারপরও গরম হলে এটার মাথায় থার্মাল জেল দেই।
কাউকে কাউকে টুথপেস্ট লাগাতেও শুনেছি।
* এরপরও না হলে পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে ট্রাই মারি
*এতকিছুর পরও আতলামি করলে র্যাম টেস্ট করি
র্যামের স্লট পরিবর্তন করি
র্যাম খুলে বার-বার লাগিয়ে ট্রাই করি।
* অ্যান্টিভাইরাস দিয়ে পুরো পিসি স্ক্যান করি
* কোনও বাগি অ্যাপ্লিকেশন থাকলে সেটা রিমুভ করি...
ইত্যাদি....... ইত্যাদি..............
এখন আমার কয়েকটা প্রশ্ন:-
আমি যখন একটা পিসি নতুন কিনি তখন পিসিতে কোনও ভারি কাজ করলেও যেমন:- কল অফ ডিউটির মত ভারি গেম, মাঝে মধ্যে ফটোশফ, ডিভিডি বার্ণ ইত্যাদি... তখন পিসির তাপমাত্রা ২% থেকে সবোর্চ্চ ৪৫% পর্যন্ত উঠত। কিন্তু এখন (পিসির বয়স দুই বছর+) গত কয়েকদিন ধরে পিসিতে কোনও ডিভিডি কপি করতে দিলেই তাপমাত্রা একলাফে উঠে যায় ৪০% থেকে ৬০% পর্যন্ত। এমনিতে স্বাভাবিক অবস্থায় যেমন: গান শুনা, মুভি দেখা, রাইটিং ইত্যাদি কাজের বেলায় পিসির তাপমাত্রা ৫% থেকে ২০% এর মধ্যে থাকে। কিন্তু এটাও আমার কাছে বেশি মনে হচ্ছে। কারণ এর আগে অারও কম তাপমাত্রা ছিল। আর কোনও ভারি গেম কিংবা অ্যাপ্লিকেশন চালু করলে ১০ থেকে ১৫ মিনিট পর পিসি হঠাৎ করেই ধুম করে বন্ধ হয়ে যায়। তাপমাত্রা একলাফে উঠে যায় ৯০% ১০০% এরও উপরে!!!
এজন্য সেদিন পিসি খুলে পুরো পরিস্কার করলাম। পাওয়ার সাপ্লাই ৪৫০ ওয়াট থেকে রিপ্লেস করে ৫০০ ওয়াট লাগালাম। খুব বেশি কাজ হল না। কুলি ফ্যান খুলে হিটসিংক পেস্ট লাগালাম। উপকার হল। এখন ভারী অ্যাপ্লিকেশন চালু করলেও তাপমাত্রা থাকে ৬০% থেকে ৭০% এর মধ্যে।
জানার ইচ্ছে আছে:-
* পিসির তাপমাত্রা সবোর্চ্চ কতটুকু উঠলে তাকে স্বাভাবিক ধরে নেওয় যায়?
* ৬০% থেকে ৭০% তাপমাত্রায় পিসি বেশিক্ষণ চললে কোন সমস্যা হতে পারে কি? হলে কি সমস্যা হতে পারে?
* তাপমাত্রা কত পার্সেন্ট উঠলে পিসি তার কার্যক্ষম থামিয়ে দেয়?
* এখন যেভাবে হঠাৎ করে একলাফে পিসির তাপমাত্র্রা ৪০% থেকে ৭০%্এর উপরে উঠে যায়, অাগে এরকম হত না কেন?
* হিটসিংক পেস্ট লাগানোর পর এখন কিছুটা শান্তি পেলেও আগে তো এই পেস্ট ছাড়াই খুব ভাল চলছিল। আগে চলল কিভাবে? এখন সমস্যা কি?
* এই পেস্ট তো বেশিদিন ভাল থাকে না। কিছুদিন পর শুকিয়ে যায়। তারপর আবারো না লাগালে একই অবস্থা হয়। এর স্থায়ী সমাধান কি?
পিসির কনফিগারেশন:
প্রসেসর: ডুয়েল কোর
মাদারবোর্ড: ইন্টেল G41RQ
র্যাম: ২ জিবি
গ্রাফিক্স: এনভিডিয়া জি ফোরস গিগাবাইট ২২০, ডিডিআর৩ ১ জিবি
পিসিইউ: ৫০০ ওয়াট
অভিজ্ঞদের অভিজ্ঞতা শেয়ার করবেন বলে আশা রাখি।