টপিকঃ মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

আমাদের মাঝে এমন অনেক পুরুষ আছে, যাদের জীবনে একমাত্র সাধনার বিষয় হল তার স্বপ্নের নারী। এমন অনেক পুরুষ আছেন যারা ভালোবাসার স্বপ্নের নারীকে না পেয়ে আত্মহত্যা করেছেন। আবার কেউবা নারীদের প্রতি আসক্ত হয়ে তার সুন্দর জীবনটাকেই ধ্বংস করে দিয়েছেন।
এ। এমন অনেক পুরুষ আছেন যারা সারাদিন নাওয়া খাওয়া সব কিছু বাদ দিয়ে সারাক্ষন শুধু ভালোবাসার মানুষের ভাবনায় মগ্ন থাকেন।
কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, একটি ছেলে একটি মেয়েকে তার প্রানের চেয়েও বেশী ভালবাসলেও, মেয়েটি কিন্তু সেই ছেলেকে ভালবাসেনা। কারন সেই ছেলে মেয়েটির মন জয় করতে পারেনা।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো, লাভ সল্যুশন বিডি কম হতে এমন ১০ টি উপায়! যা মেনে চললে আপনি খুব সহজেই পেতে পারেন আপনার ভালোবাসার মানুষের মন।

১. ভালবাসার প্রথম শর্ত হল ভালোবাসার মানুষের কাছে কোন কিছু গোপন রাখা যাবেনা। সব সময় তার কাছে সৎ থাকার চেষ্টা করুন।

২. প্রত্যেকটি মানুষেরই ভালো মন্দ দুটি দিক থাকে। আপনার ভালোবাসার মানুষটিরও সেরকম কিছু দূর্বলতার দিক থাকতে পারে।  সেই কথা বলে কখনোই তাকে রাগান যাবেনা।

৩. আত্মবিশ্বাসী হতে হবে। মেয়েরা আত্মবিশ্বাসী ও ব্যক্তিত্ব সম্পন্ন পুরুষদের পছন্দ করে। প্রিয়মানুষের মানসিক ও শারীরিক চাহিদার প্রতি খেয়াল রাখতে হবে।

৪. নিজের অর্থসম্পদের চেয়ে তাকে বেশি ভালবাসতে হবে। প্রত্যেক নারী তার প্রিয়জনের কাছ থেকে সর্বোচ্চ ভালবাসা পেতে চায়। নারী চায় তার প্রিয়মানুষ তার প্রতি যত্মবান হোক। সবকিছুর উর্ধ্বে তাকে দেখুক।

৫. মেয়েরা  হাস্য-রস পছন্দ করে। যেসব ছেলেরা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসি তামাশা করতে পারে, মেয়েরা ঐসব ছেলেদের পছন্দ করে।

৬. মেয়েরা পরিস্কার পরিচ্ছন্নতা ও ফিটফাট থাকতে পছন্দ করে। মেয়েরা চায় তার ভালোবাসার মানুষটি সব সময় ফিটফাট থাকুক।

৭. প্রিয়তমাকে প্রশ্ন করার সুযোগ করে দিতে হবে। সে কি জানতে চায় সেদিকে থেয়াল রাখুন।

৮. নিজের পরিবারের সম্পর্কে তার সামনে খোলামেলা আলোচনা করতে হবে। এতে মেয়েরা নিজেদের অনেকটা নিরাপদ মনে করে।

৯. ফেলে আসা জীবনে যেসব মেয়েদের সঙ্গে আপনার প্রেম ছিল। সেসব গল্প কখনোই প্রিয়তমাকে বলবেন না। যদি সে কখনো জানতে চায় তবেই বলা যেতে পারে। তবে বেশী না।

১০. মেয়েরা কথার ছলে গল্প বলতে ভালোবাসে। আপনার প্রিয় মানুষটির গাল-গল্পে বিরক্ত হবেন না যেন। তাহলে সে আপনার উপরে চটে যাবে।

টিপসটি সর্বপ্রথম লাভ সল্যুশন বিডি কম এ প্রকাশিত

এই ধরনের আর ভালোবাসার টিপস, গল্প, এসএমএস, ভুতের গল্প ইত্যাদি পরার জন্য ভিজিট করুন Lovesolutionbd.com এ

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

কেন বাপু এত ঝামেলা করে উটকো বিপদে পড়া.........

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

এত কিছু শুধু মন পাওয়ার জন্য? মন যাদের প্রয়োজন নেই তারা কি কি করবে? whats_the_matter

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

না রে বাপু আমার মেয়েদের মন পাওয়া লাগবে না। lol2 lol2

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

আর বদের হাড্ডি বেটাগো মন পাইতে কিতা করণ লাগবো  big_smile  big_smile

মেয়েদের মন পেতে বেশী কিছু লাগে না । শুধু ভালবাসা আর ভাল ব্যবহার, কথার গুরুত্ব দেয়া আর সামান্য প্রশংসা ব্যস  big_smile

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

১০

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

১১

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

১২

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

১৩

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

আমি তো শুধু ফোনে কথা বলি এসব দিকে লক্ষ করি না

জীবনের উদ্দেশ্য মইনাস প্রাপ্তি

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

১৪

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

১৫

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

প্রেম ভালবাসা বড্ড ভয়ংকর জিনিশ :3 আমি এখন শত মাইল দূরে আছি  dontsee

১৬

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

এত কিছু শুধু মন পাওয়ার জন্য??????

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন mizvibappa (২২-০৫-২০১৪ ২২:০০)

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

সব কিছু ত্যাগ করে একদিকে অগ্রসর হচ্ছি

লেখাটি CC by-nd 3.0 এর অধীনে প্রকাশিত

১৮

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

মন না পেলেও tongue tongue tongue tongue মেয়েদের নরম হাতে দুই-এক থাবড় খেতে পারবেন!
সেই নরম হাতে এখানা জুতাও থাকিবার পারে wink

এপ্লাই করে দেখতে পারেন!  tongue
সফল হলে এসে জানাতে ভুলবেন না!   thumbs_up

১৯

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়

২০

Re: মেয়েদের মন পাওয়ার ১০ টি উপায়