টপিকঃ পিসিতে সাউন্ড সমস্যা...

গত কয়েকদিন ধরে আমার ভাগিনার পিসিতে হঠাৎকরে সাউন্ড সমস্যা দেখা দিয়েছে...

প্রসেসর: ডুয়েল কোর
মাদারবোর্ড: Intel G41
র‌্যাম: ২ জিবি

এজন্য যা ট্রাই করা হয়েছে-

* ভাবলাম অপারেটিং সংক্রান্ত ঝামেলা থাকতে পারে, তাই নতুন করে এক্সপি দিয়ে ড্রাইভার দিলাম। ড্রাইভার সেটাপ হল ভালভাবেই। কিন্তু সাউন্ড আউটপুট হয় না। স্পিকার এবং হেডফোন ঠিক আছে।

* ফ্রন্ট লাইন অডিও পোর্ট চেক করা হয়েছে। এ দিক দিয়ে হালকাভাবে সাউন্ড আউটপুট হয়, যা প্রয়োজনের তুলনায় অনেক অনেক কম।

*অনেক সময় ফ্রন্ট লাইন থাকার কারণে ব্যাকসাউড অডিও পোর্ট ডিজ্যাবল হয়ে যায়। তাই ফ্রন্ট লাইন খুলেও চেক করেছি, কাজ হয় না।

* সেভেন সেটাপ দিয়েও দেখেছি। একই দশা।

   ইউএসবি সাউন্ডকার্ড ব্যবহার করা হচ্ছে এখন। এটা দিয়ে ভালই চলছে। কিন্তু স্যাটিসফাইড না।
   এখন বিষয় হল-
১. কি কারণে এ সমস্যা দেখা দিয়েছে? এটার সমাধান কি?
২. সাউন্ডকার্ড সম্পর্কে অতটা জানি না। এক্সটা সাউন্ডকার্ড কি জন্য ব্যবহার করা হয়? এতে কি লাভ?
৩. পিসিতে সাউন্ডকার্ড লাগালে পিসির বিল্টইন সাউন্ডকার্ড কি ডিজ্যাবল হয়ে যাবে? হলে কেন?
৪. সাউন্ডকার্ড লাগালে সেই কার্ডের ড্রাইভারও কি সেটাপ দিতে হবে? ড্রাইভার সেটাপ না দিলে কি কাজ করবে না?
৫. পরে কখনও সাউন্ডকার্ড রিমুভ করে নিলে নতুন করে কি অপারেটিং সিস্টেম সেটাপ দিতে হবে, না নরম্যালি কাজ করা যাবে?
৬. সাউন্ডকার্ড লাগালে মাদারবোর্ডের সাথে পিছনে যে অডিও পোর্ট থাকে এগুলো কি ডিজ্যাবল হয়ে যাবে?
৭. সামনের অডিও পোর্ট কি কাজ করবে?
৮. সাউন্ডকার্ডের পোর্টগুলো কোনটা কি কাজ করে একটু জানতে পারলে ভাল হয়।

আগাম শুভেচ্ছা।

Re: পিসিতে সাউন্ড সমস্যা...

সমস্যা মেইনবোর্ডে। মডেল চেঞ্জ করেন ঠিক হয়ে যাবে। এই মডেলের দুইটার সমস্যা হতে দেখেছি। ওয়ারেন্টি থাকলে ক্লেইম করেন। পারলে অন্য মডেলের নেন।

আলহামদুলিল্লাহ!

Re: পিসিতে সাউন্ড সমস্যা...

Re: পিসিতে সাউন্ড সমস্যা...

Intel G41 মেইনবোর্ডে সমস্যা আছে, দোকানদার কর্তৃক স্বীকৃত। কিছুদিন ভালমত চলার পর বিভিন্ন সমস্যা করে।

আলহামদুলিল্লাহ!

Re: পিসিতে সাউন্ড সমস্যা...

আমার একটা Intel DG41RQ মডেলের মাদারবোর্ড তো সেই ২০১০ থেকে চলছে। এখন পর্যন্ত কোন সমস্যা পেলাম না।  thinking
বায়োস আপডেটে কোন ফিক্স আছে ?

সর্বশেষ সম্পাদনা করেছেন নির্জন (২১-০৫-২০১৪ ১৫:৫৮)

Re: পিসিতে সাউন্ড সমস্যা...