টপিকঃ মেমরি কার্ড ওপেন হয়না
বিজ্ঞ ভাইয়েরা একটু এইদিকে আসুন আমাকে একটু সাহায্য করুন। আমার মেমরি কার্ডটা মোবাইল থেকে খুলে গান ভরার জন্য লাগিয়ে মেমরি থেকে দুইটা ভিডিও কপি করতে গেলে কার্ট হয়ে চলে আসে ।কয়েকবার এমন হওয়ার পর এখন আর মেমরি ওপেন হয়না । কম্পিউটারে আইকন আসে কিন্তু ফরম্যাট চাই। আমার গুরুত্ব পূর্ণ ডাটা না হারিয়ে মেমরি ভাল হবে। বিজ্ঞ ভাইয়েরা প্লীজ সাহায্য করুন।