গত কালকের খেলা আমি সরাসরি টিভিতে দেখতে পারি নাই। ক্রিক ইনফো চালু রেখেছিলাম। সেখানেই স্কোর দেখেছি। খেলা দেখে আনন্দিত ও পুলকিত হয়েছি কিন্তু আত্মহারা হই নাই। আমারা প্রত্যেক ম্যাচে বাংলাদেশ জিতুক এটা চাই না। কিন্তু প্রতিদন্দিতা মুলক ও গঠন মুলক খেলা খেলুক এটাই কামনা করি । কারণ বর্তমান দলের সামর্থ অনুযায়ী আমদের যথেষ্ঠ ধারণা থাকা উচিৎ। আর এটাও বোঝা উচিৎ পাকিস্তানের সাথে নিয়মিত জেতার মত দল বাংলাদেশ নয়। আবার দুএকজন সেন্চুরীরর কাছাকাছি গেলেও যে পরের ম্যাচে ভাল করবে এমন ধারাবাহিকতা আমাদের খেলোয়াররা এখন পযর্ন্ত অজন করতে পারে না। তাই আনন্দে আটখানা হওয়ার কোন কারণ নাই।
সুমন ভাই তো বলেই দিল
গতকাল নিঃসন্দেহে ভাল খেলেছে। একটু হলেও জয়ের আশা জাগিয়েছিল। তবে আগামী ১০/১৫টা খেলা দেখা যাবে না। অযথা হারার কষ্ট পেতে হবে।
সেভারাস লিখেছেন:mehdiakram লিখেছেন:আসলে জয়ের স্বপ্ন দেখতে দোষ কি?
গত ম্যাচে (১৩-০৪-০৮) জয়ী হলে খুব কি অবাক হতেন?
আমি বাংলাদেশ না জেতায় অবাক হয়েছি--(
অবাক হতাম না। কিন্তু নিশ্চিত প্রত্যাশার কিছুই নেই এখানে। পরের ম্যাচে ১৬০ এ অলআউট হবে না তার কোন গ্যারান্টি দিতে পারবেন? আমি তো এরকম একটা টপিক ওপেন করেছিলাম প্রথম ম্যাচের আগে। আমি ভবিষ্যতবানী করেছিলাম ২০৬-২১১ করবে। কিন্তু কত করেছিল? ১২৯ কি?
কিছু মানুষ এখনও বলবে বাংলাদেশ এ ম্যাচ জিততে পারলো না, তাদের আর খেলাই উচিত না hehe
কিছু লোক বলতে কাদের ইঙ্গিত করছেন? যারা বাংলাদেশ ক্রিকেটের শত্রু তারা নাকি গঠনমুলক সমালোচকদের?
আসলে ক্রিকেট সম্পর্কে যাদের কোন প্র্যাকটিক্যাল ধারণাই নাই তারাই এ ধরনের সামান্য সফলতায় প্রত্যশার চুড়ায় দাঁড়িয়ে চিৎকার করে। আর ব্যার্থ হলেই প্যারাসুট ছাড়াই নিচে লাফ দেয়। টিভি দেখে আর ক্রিকেট বোদ্ধাদের আলোচনা শুনে ক্রিকেট চেনা যায় না। মাঠে নেমে কাঠের বলে গিড়া ফাটান। বুঝবেন ক্রিকেট কারে কয়।.........
আলহামদুলিল্লাহ্ ! আমার বংশে কোন পুলিশ নাই।