টপিকঃ একটি ফেসবুক স্ট্যাটাস ও মজার যতো কমেন্টস
নেটে লেখা-লেখি এক প্রকার ছেড়েই দিয়েছিলাম। অনেকদিন পর ফেবুতে পরিচিত কয়েকজন সাবেক+বর্তমান ফোরামিকদের নিয়ে একটি রম্য টপিক লিখেছিলাম। নিচে সেটি পোস্ট করলাম। আইডিয়া: ফেবু+ নেট।
=======================================
একদিন একটা ফেক মেয়ে আইডি থেকে স্ট্যাটাস দেয়া হল-
”আজ আমার মনটা খুব খারাপ। বন্ধুরা বলে দাও কিভাবে মনটা ভাল করবো”
202 Like, 133 Coments, 35 Share.
=======================================
* চলুন এবার দেখি কে কি কমেন্ট করলো-
# কমেন্ট১- সীমান্ত ঈগল: আফা গো! আফনের মন খারাপ তো আমি কিতা করুম! কচু গাছে গিয়া ফাঁসি দেন না ক্যারে?
# কমেন্ট২- Syful Islam Syf: আহা! আপুনির আজ মনটা খারাপ। এক কাজ করুন, আমার ২৯ হাজার টাকা দামের সাইকেলটা দেখুন। পছন্দ হলে সোজা আমার বাসায় চলে আসুন। আপনাকে সাইকেল চালানো শিখিয়ে দেব। মনটা ভাল হয়ে যাবে। ঠিকানা লাগলে জানাবেন।
# কমেন্ট৩- Raj Hossain: মারে আগেই কইসিলাম, খালি আমারই মন খারাপ হয় না। আরো অনেকের মন খারাপ থাকে। তাগো কারো লগে আমারে মিলায়া দিলেই হয়ে যায়। সাইফুল তুই একটু সাইডে চাপ, আপা বিশ্বাস করেন, আমি এখনো ব্যাচেলর। আমার সাথে বিয়া হলে সুখেই থাকবেন্।
# কমেন্ট৪- সীমান্ত ঈগল: হ! আমরা জানি রাজ অখনো ব্যাচেলর। সে অখনো বিয়া করে নাই, তার কুনো পুলাপাইন নাই।
# কমেন্ট৫- Raj Hossain: (বিব্রত স্বরে) ধন্যবাদ ঈগল। আমার পক্ষে সাক্ষ্য দেয়ার জন্যে।
# কমেন্ট৬- সীমান্ত ঈগল: হ! তয় খাওন যেন মিস না হয়। (ইতিমধ্যে ঈগল রাজের কাছে ইনবক্সে সাক্ষ্য বাবদ ১প্যাকেট বিরিয়ানী চেয়েছে।)
# কমেন্ট৭- জিয়া চৌধুরী : একটি নুপুর, দুটি নুপুর, কত নুপুর দেখি…. তোমার জন্যে বলো ওগো কোন নুপুরটি রাখি!
# কমেন্ট৮- Reyazul Masud Rihamham: আপু! জাভা, এইচটিএমএল, সিএস নিয়া কিছুক্ষন ঘাটতে পারো, মন ভালো হয়ে যাবে। তয়, কোন কিছু না বুঝলে আমাকে ফোন দিও, আমার ফোন নং- ০১৭১০০০০০০০০০০০০০০০০০০০
# কমেন্ট৯- Md Babu: রিহাম ভাই, সব কিছুর মধ্যে বাম হাত ঢুকান কেন? আপনার ফোন নাম্বার আছে, আমাদের কি নাই? আপু এই যে আমার সুন্দর রবি নাম্বার টি- ০১৮১১১১১১১১১১১১১১. খালি মিসকল দিয়েন, আপন শক্তিতে জ্বলে উঠে ফোন দিমুনে।
# কমেন্ট১০- এই মেঘ এই রোদ্দুর: আপুনি, আমি খুব ভালো ছবি তুলতে পারি, আমার এই ফটোগ্রাফি পেজটা লাইক করো, অনেক ছবি দেখে মন ভালো হয়ে যাবে।
# কমেন্ট১১- Razib Ahsan মন ভালো করার সবচেয়ে সহজ উপায় হলো ফুল। আপনি এক কাজ করুন, প্রথমে কিভাবে ফ্রি ওয়েব সাইট তৈরি করা যায়, তার উপর আমার এই লেখাটি পড়ুন। তারপর সেই সাইটে একটি চমতকার লাল গোলাপের ছবি আপলোড করুন। দেখবেন গোলাপ দেখে মন ভালো হয়ে যাবে। যদি মন ভালো হয়, তাহলে আপনার ভালোলাগা আমার মোবাইলে এস.এম.এস করে জানিয়ে দিবেন। ইনবক্সে আমার নাম্বার দিলাম।
# কমেন্ট১২- Al Zabed Sarkar Robin: পুলাপাইন কি হারে ন্যাকামি করতেসে! আফা চ্যাটে আসেন, দেখবেন কি করে মন ভালো করে দেই।
# কমেন্ট১৩- Asraful Alom: রবিন ভাই, আপনে ইস্টাই বাঁধতে জানেন না, তাহলে এত র্পাট মারেন কেন? আপা আমি কিন্তু রবিনের মত কাট-খোট্টা মানুষ না। ইনবকক্সে আসেন, কৌতুক বলে মন ভালো করে দিবো।
# কমেন্ট১৪- Hasnat Abdullah Shahin: বিদেশে থাকি বলে, নেই বুঝি কোন আশা! আপুনি, আমার তোলা দুবাইয়ের কিছু ফটো দেখেন, আশা রাখি মন অনেক ভালো লাগবো। ও, হ্যা, আমি কিন্তু অবিবাহিত। আমার ইমেইল আইডি হলো- hasnat420@420.com
# কমেন্ট১৫- Saroare Shohen: ইয়ে, এত্ত কমেন্টের ভীড়ে আমার কমেন্ট হারিয়ে যায় কিনা, তাই ভাবছি। যদিও আমি বিবাহিত, তারপরও আমার কাছে মজার সব অংকের ধাঁধাঁ রয়েছে, যা পড়ে আপনার মন ভালো হয়ে যাবে।
# কমেন্ট১৬- রৌদ্র ঝিলমিল: মামি! সরি আপু, আসলে সকলকে মামা-মামি ডাকতে ভাল লাগে। ইয়ে, আমার সীমান্ত মামাও কিন্তু ব্যাচেলর।
# কমেন্ট১৭- Jabed Bhuiyan: আমার লেখা ভয়ংকর ভুতের গল্প পড়ে দেখতে পারেন। ডাওনলোড ১০০% ফ্রি।
# কমেন্ট১৮- রহস্য মানব: ধুর মিয়া জাবেদ ভাই। ভয়ংকর ভুতের গল্প পইড়া কারো মন ভালো হয়। পড়তে হবে রহস্য গল্প। আর তার জন্যে তো আমি নিজেই রহস্য হয়া আছি। আর ঐ ব্যাটা ঈগল, তুমি মিয়া খোঁচা না দিয়ে মন্তব্য করতে পারো না! মেয়েটার মন কত্ত খারাপ, একটু স্বান্তনা না দিয়া তুমি ওরে কচুগাছে ঝুলতে কও কেন? আপু কিছু মনে করবেন না, আমি আবার ঈগলের মত নই, আমি খুব রোমান্টিক….. আসেন চ্যাটে আসেন….
# কমেন্ট১৯- সীমান্ত ঈগল: হ রহস্য ভাই! বুঝি বুঝি…. মাইয়্যা দেইখ্যা অখন মাথা ঠিক নাই… আমাগো অখন দাম নাই।
# কমেন্ট২০- Foyazul Islam: আপু! আমি কক্সবাজারে আছি। এখানে আইসা পড়েন, সী-বিচের হাওয়ায় মন পুরো ভাল হয়ে যাবে।
# কমেন্ট২১- Iqbal Arefin Shaon: ঐ মিয়া! আমরা চট্টগ্রামের পুলাপাইন ভাত পাইনা, আফনে আবার লাইন ধরছেন! সইরা খারান।
# কমেন্ট২২- Taziem Anuwar: আরেফীন রে, আমি তো তুর দোস্ত মানুষ। আমারেও তোর পিছে লাইনে রাহিস…
# কমেন্ট২৩- মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী: ও মনু! এখানে দেখি বিবাহিত-অবিবাহিত দুই দলই আছে। তয় অবিবাহিত পুলাপাইনগুলো দেখি এই গরমে ফালতু এক মাইয়ার স্ট্যাটাস পাগল হয়া গ্যাছে। বিবাহিত ভাইগন, আপনার এই অবিবাহিত গুলারে পানিতে চুবান না ক্যারে।
# কমেন্ট২৪- সীমান্ত ঈগল: হ! নিজেতো বিয়া কইরা সাইরা গ্যাছে! অখন তো আমাগোরে পানিতে চুবাইতে কইবোই।
# কমেন্ট২৫- syful islam syf: সিদ্দিকী মিয়ারে আইজকা থেইক্ক্যা ব্লক দিলাম। দিলে বহুত-খুব চোট লাগছে।
# কমেন্ট২৬- @meraj Hossain: আমি দেখি সবার পরে আইলাম…. বড় ভাইগো ঝগড়া দেইখা কিছু বলার সাহস পাচ্ছি না…..
# কমেন্ট২৮- Easin Bangladesi: আমি তো আপনেরও পরে আইছি মেরাজ ভাই, কিন্তু কবিতার খাতাটা খুজে পাইতাসিনা। ভাবছিলাম ললনার মনটা ভাল করার লাইগ্যা একখান জট্টিল কবিতা পোস্ট করমু… ধুর ছাই।
View 107 more coments…….
ফেসবুকে স্ট্যাটাসটি দেখুন- https://www.facebook.com/bd.simanto.eag … 0663818755