টপিকঃ গেমসংক্রান্ত বিষয়ে হেল্পান প্লিজ!

পিসির কনফিগারেশন:
কোরআই ৩
৪ জিবি র‌্যাম
হার্ডড্রাইভ ১ টিবি
বায়েস্টার মাদারবোর্ড H61MLV (বিল্টইন ২৫৬ এমবি ডিসপ্লে মেমরি। ইন্টেল এইচডি গ্রাফিক্স)

এই পিসিতে কল অফ ডিউটি মডার্ণ ওয়েফারসহ অনেক গেমই খেলা যায় (উল্লেখ্য, পিসিতে কিন্তু গ্রাফিক্স কার্ড নেই)।

কিন্তু বাসার আরেকটি পিসিতে খেলা যায় না। এই পিসির কনফিগারেশন:
ডুয়েল কোর
২জিবি র‌্যাম
৫০০ জিবি হার্ডড্রাইভ
ECS মাদারবোর্ড (ইন্টেল চিপসেট, ২৫৬ এমবি বিল্টইন ডিসপ্লে মেমরি)।

এই পিসিতে কলঅফ ডিউটি ১,২ ভালভাবেই চলে। কিন্তু এর পরের গেমগুলো সেটাপ দিয়ে ওপেন করতে গেলেই বলে- ' আপনার পিসিতে ভিডিওকার্ড নেই, এটা আগে ঠিকঠাক করে নেন।
বুঝতে পারলাম না আমার ঐ মাদারবোর্ডেরও ডিসপ্লে মেমরি ২৫৬, এই মাদারবোর্ডেরও ডিসপ্লে মেমরি ২৫৬, তাহলে এই সমস্যা কেন। এই মাদারবোর্ডে ভিডিওকার্ড চায় কেন?
এরপুরো একটা সমাধান চাই। অভিজ্ঞরা একটু দেখেন প্লিজ..

Re: গেমসংক্রান্ত বিষয়ে হেল্পান প্লিজ!

২য় পিসির রিসোর্স বাড়ানো ছাড়া সমাধান আছে বলে মনে হয় না।

সর্বশেষ সম্পাদনা করেছেন মেরাজ০৭ (১৫-০৫-২০১৪ ২১:২৬)

Re: গেমসংক্রান্ত বিষয়ে হেল্পান প্লিজ!

Re: গেমসংক্রান্ত বিষয়ে হেল্পান প্লিজ!

Re: গেমসংক্রান্ত বিষয়ে হেল্পান প্লিজ!

সোজা করে বললে, ডুয়াল কোর প্রসেসর সিস্টেম গুলোতে যে গ্রাফিক্স চিপ ব্যাবহার করা হত সেগুলো বেশ সীমিত পরিসরের। বিভিন্ন কম্পোনেন্ট বেশ দুর্বল ভাবে দেয়া আছে। প্রত্যেকটা নতুন সিরিজে একটু একটু করে আপডেট হয়।
কোর আই ৩ জেনারেশনে যে গ্রাফিক্স চিপ লাগানো, থার্ড বা ফোর্থ জেনারেশনশে এসে তার থেকে অনেক গুন বেশী পারফর্মেন্স সহ চিপ লাগানো। ক্যাপবিলিটিও ওভাবেই বাড়ছে।

গ্রাফিক্সকার্ডে "মেমোরী" কতটুকু সেটা ব্যাপার না। কত ক্লক স্পিড, শেডার মডেল কতটুকু সাপোর্ট করছে, ট্রানজিস্টার কত, বাস উইডথ কত মেলা ফ্যাক্টরের উপর আপনার গেমিং নির্ভর করে। যে গেমগুলো চলছে না সেগুলার রিক্যোয়ারমেন্টের কোন একটা কম্পোনেন্ট হয়তো আপনার ওই পিসিতে মিনিমাম রিসোর্স পাচ্ছে না।

Re: গেমসংক্রান্ত বিষয়ে হেল্পান প্লিজ!

Re: গেমসংক্রান্ত বিষয়ে হেল্পান প্লিজ!

আপনার বাজেটের উপর নির্ভর করে, কেমন কার্ড কিনবেন। ৫ থেকে শুরু করে বিভিন্ন মডেলেরই মোটামুটি কার্ড আছে।

মাদারবোর্ডের সাথে যেটা দেয় সেটাও গ্রাফিক্স চিপ। জাস্ট মিনিমাল রিক্যোয়ারমেন্ট সাপোর্ট দেয়ার জন্য থাকে। তাই ওটাতে ওরকম ডেডিকেটেড কিছু থাকে না।

গ্রাফিক্সকার্ড গুলোতে আলাদা পাওয়ার, একটিভ কুলিং সিস্টেম, মাল্টিপল আউটপুট ইত্যাদি দেয়া হয়।

আর আলাদা কার্ড লাগালে বিল্ট ইন ডিজ্যাবল হয়ে যাবে। ডিফল্ট ফীচার। আপনি ডেডিকেটেড কোন কিছু লাগালে ব্যাকআপ রিসোর্স নিজেকে আগে অফ করে দিবে। দুইটাই একসাথে প্রসেস করবে না।

Re: গেমসংক্রান্ত বিষয়ে হেল্পান প্লিজ!

সবচেয়ে কমদামি গ্রাফিক্স কার্ড আছে রেডন এইচডি৫৪৫০
এটায় কল অফ ডিউটি মডার্ণ ওয়েফারসহ অনেক গেমই খেলা যায়। তবে নতুন গেমগুলো স্লো চলবে।