টপিকঃ ফেসবুকীয় গাধা !!
গাধা পর্যালোচনা!!!
ফেসবুকীয় গাধা !
ফেসবুকে জয়েন করেছেন গতকাল (প্রথম ছবি)।
এ পর্যন্ত দুইখান প্রো পিক আপলোড করেছন। ঝাকানাকা একখান কভার পিক ঝুলিয়েছেন (দ্বীতিয় ছবি)।
আর আজ কমেন্ট করেছেন, মানবিক সাহায্যের আবেদন..(শেষ ছবি)
============================================================
ফ্রেন্ড রিকু পাঠালাম, ৫ সেকেন্ড লাগল একসেপ্ট করতে। ইনবক্সে গিয়ে নক করলাম। সঙ্গে সঙ্গে রিপ্লে আসলো।
আমিঃ আপনি কি হাসপাতালে?
সেঃ হ্যা। আপনি কি আমাকে আর্থিক সাহায্য করতে পারবেন?
আমিঃ কোন হাসপাতালে?
সেঃ বারডেম (সেগুন বাগিচা)
আমিঃ কতদিন আপনার মা হাসপাতালে?
সেঃ ৬ মাস।
আমিঃ আপনি কি গতকাল ফেবু জয়েন করেছেন?
সেঃ হ্যা, আমার আগের আইডিটা বন্ধ হয়ে গেছে।
আমিঃ আপনি কি মোবাইলে ফেবু ইউজ করছেন?
সেঃ না, ডাক্তারের কম্পিউটরে।
আমিঃ ডাক্তার কি আপনার পরিচিত?
সেঃ হ্যা, আমার আব্বুর ফ্রেন্ড।
আরো কিছু লিখতে গিয়ে লিখলাম না। এখন আপনারাই বলেন, ফেবুতে এমন পাবলিক কখনও দেখেছেন?
.