টপিকঃ মাউস ও কিবোর্ড অটোমেটিক অফ হয়ে যাচ্ছে

কিছুদিন ধরেই আমার পিসিতে এ সমস্যাটা চলছে।
কাজ করছি ,এমন সময় হঠাত্ করেই দেখি মাউসের কার্সর নড়ছেনা। মাউসের দিকে তাকিয়ে দেখি লাইট অফ ,কিবোর্ডের লাইটও অফ।
এ অবস্থায় রিস্টার্ট না দেয়া পর্যন্ত ঠিক হয়না।
আবার কোন কোন সময় মাউস ও কিবোর্ডে ঠিকই লাইন থাকে কিন্তু মনিটরে লাল নীল সবুজ নানান কালারের ফুটকি ভেসে উঠে। অনেকটা টিভি সিগনাল না পেলে যে ঝিকঝিক করে ওটার মত।
এটি কি কারণে হতে পারে ? এর সমাধান কারও জানা থাকলে দয়া করে জানাবেন।
অগ্রীম ধন্যবাদ রইল।

Re: মাউস ও কিবোর্ড অটোমেটিক অফ হয়ে যাচ্ছে

পোর্টের সমস্যা বা ভাইরাস জনিত কারণে হতে পারে।

Re: মাউস ও কিবোর্ড অটোমেটিক অফ হয়ে যাচ্ছে

Re: মাউস ও কিবোর্ড অটোমেটিক অফ হয়ে যাচ্ছে

সর্বশেষ সম্পাদনা করেছেন মোঃজাবেদ হোসেন (৩০-০৪-২০১৪ ২১:২১)

Re: মাউস ও কিবোর্ড অটোমেটিক অফ হয়ে যাচ্ছে