টপিকঃ ফোরামের প্রফাইল পিকচার সংক্রান্ত !
সাইটকে হালকা রাখার জন্য ফোরামে প্রফাইল পিকচার ৩০ কেবি পর্যন্ত রাখার নিয়ম করা হয়েছে, ব্যপারটা অবশ্যই দুর্দান্ত, এবং আমি নিজেও সেটাকে সমর্থন করি। তবে কথা হচ্ছে ৩০ কেবি কি আসলেই কিছুটা কম হয়ে যায়না আমার মনে হয় প্রজন্ম ফোরামের শুরুর দিকে বাংলাদেশের ইন্টারনেট স্পীড যেমনটা ছিলো এখন তার থেকে কিছুটা হলেও বৃদ্ধি পেয়েছে, সেই প্রেক্ষিতে প্রফাইল পিকচারের জন্য আমার মতে ৪৫/৫০ কেবি যায়গা বরাদ্ধ করা উচিত!
অনেক সময়ই আমরা ৩০কেবিতে পছন্দের ছবি প্রফাইল পিকচারে দিতে পারি না, যেমনটা আজকেই আমার সাথে হয়েছে, ছবির কোয়ালিটি ফটোশপে কমাতে কমাতে খারাপ অবস্থা তবুও ১৫০x১৫০ পিক্সেলে সেটা ৩২ কেবি যায়গা দখল করে
এডমিনের দৃষ্টি আকর্ষণ করছি !!
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন