টপিকঃ বাংলাদেশিরা সবসময়ই ভারতে আশ্রয় পাবেনঃ মমতা বন্দোপাধ্যায়
মমতার বাংলাদেশ প্রেম দেখে চোখে পানি চলে এলো।
After Narendra Modi said illegal Bangladeshi immigrants would be deported if he came to power, a furious Mamata Banerjee today retorted that the "people of Bengal will throw him out".
If on Bengal's soil he says Bangladeshis will have to pack their bags and go, people of Bengal will throw him out.
http://www.ndtv.com/elections/article/e … jee-515253
নরেন্দ্র মোদির ওপর ক্ষেপেছেন মমতা
বাংলাদেশি অভিবাসীদের ভারতছাড়া করতে ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদির ঘোষণার বিরুদ্ধে ক্ষেপেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক নিবাচনী সভায় মমতা বলেন, মোদি বাঙালি অবাঙালি ভাগ করে দেয়ার কে? কত বড় বুকের পাটা যে বাঙালি অবাঙালি ভেদাভেদ তৈরি করে মোদি। ভেদাভেদ তৈরি করার তুমি কোন হরিদাস পাল হে?
মোদির ওপর ক্ষিপ্ত হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, নরেন্দ্র মোদি যদি ভারতের প্রধানমন্ত্রী হন তবে তা হবে ভারতের কালো অধ্যায়।
উল্লেখ্য, রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ির সমর্থনে এক জনসভায় মোদি ঘোষণা দেন, ১৬ মের পর বাংলাদেশিদের ভারতছাড়া করা হবে। বিজেপি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ ও আসামে ২ কোটি মানুষ বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে বলে অভিযোগ করে আসছে। সভায় মোদি বলেন, বহু রাজ্যেই বলা হয়, বিহারীরা অতিথি। কিন্তু রাজধানী দিল্লিসহ ভারতের বহু রাজ্যে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী রয়েছে। পশ্চিমবঙ্গেও রয়েছে। তারা ভারতের অন্য প্রদেশের মানুষের রুজি, রোজগারে বাধা হয়ে দাঁড়াচ্ছে। মমতা ব্যানার্জির উদ্দেশে তিনি বলেন, উড়িষ্যা, বিহার, উত্তরপ্রদেশের মানুষদের উনি অতিথি বলছেন। কিন্তু বাংলাদেশিদের প্রশ্রয় দিচ্ছেন। ১৬ মের পর এদের ভারত থেকে তাড়ানো হবে। বিহারীরা আমার ভাই। তাদের আমি বুকে আগলে রক্ষা করব।
http://www.jugantor.com/international/2 … qPRlY.dpuf
বাংলাদেশের বিপদগ্রস্তরা সবসময়ই ভারতে আশ্রয় পাবেন : মমতা
কলকাতা : বাংলাদেশের বিপদগ্রস্তরা সবসময়ই ভারতে আশ্রয় পাবেন এমন মন্তব্য করেছেন দেশটির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
সোমবার মুখ্যমন্ত্রীর কার্যালয় নবান্নে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীর রোববারের বক্তব্যের প্রতিবাদে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, প্রত্যেকেই সুবিধা-অসুবিধায় পড়ে অন্য জায়গায় আশ্রয় নেন। তা গুজরাট হোক, আসাম হোক বা বাংলাদেশ। আমাদের প্রতিবেশি দেশ বাংলাদেশকে আমরা যথেষ্ট ভালোবাসি। তারা যদি কোনো বিপদে পড়েন তাহলে আমরা তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারিনা। যারা ৭১-এর সময়ে ভারতে এসেছেন তাদের অধিকার ও যারা এখনও বিপদে পড়ে আসবেন তারাও ভারতের বাঙালি বলে গণ্য হবেন।
বিজেপির বক্তব্যে ক্ষুব্ধ মমতা আরো বলেন, যারা বাংলায় (পশ্চিমবঙ্গে) এসে বাঙালি-অবাঙালি ভাগ করে দিচ্ছে, বাংলায় বিদ্বেষ ছড়াচ্ছে। যে বিভাজনের রাজনীতি, জাতপাতের রাজনীতি করছেন মোদী, সেই মোদী ভারতের ইতিহাস জানেন না।
তিনি আরো বলেন, আমরা কখনও জাতপাতের রাজনীতি করিনা, প্রেসিডেন্সির উপাচার্য মারোয়াড়ী, রাজ্যের ডিজি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা।
তিনি গুজরাটের দুর্ভাগ্যের কথা টেনে বলেন, মোদী ভারতের প্রধানমন্ত্রী হলে কি পরিণতি হতে পারে, সেই সম্পর্কে তিনি কালো দিনের উদাহরণ দিয়েছেন। পাশাপাশি মমতা বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদীকে শয়তান ও দাঙ্গাবাজ বলেও কটাক্ষ করেছেন।
এদিকে, তৃণমুলের সাধারণ সম্পাদক মুকুল রায় মোদীর সারদাকা-ের অভিযোগ প্রসঙ্গে বলেন, মমতার ছবি ১ কোটি ৮০ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এই অভিযোগের হয় তারা প্রমাণ করুক নয় নিঃশর্ত ক্ষমা চাক না হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে।
অন্যদিকে, সারদার মালিক সুদীপ্ত সেনও বলেন, “মুখ্যমন্ত্রীর কোন ছবি কিনিনি”।
উল্লেখ্য, বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) ক্ষমতায় এলে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিতাড়িত করা হবে বলে রোববার হুমকি দিয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদী। সোমবার তারই সে বক্তব্যের প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
http://www.sorejominbarta.com/internati … 1-OvaKnu1s
এদিকে বিজেপির ১১টি ওয়েবসাইট হ্যাক করেছে বাংলাদেশি হ্যাকাররা।
বাংলাদেশ বিরোধী মন্তব্যের প্রতিবাদে নরেন্দ্র মোদির ওয়েবসাইট হ্যাকড