টপিকঃ গ্রাফিক্স ডিজাইন এর উপর পড়াশুনা করতে চাই।
আমি এবার এইচএসসি দিচ্ছি। সামাজিক নিয়ম ঐতিহ্য রক্ষার জন্য পাবলিক ইম্বাচিটিতে ভর্তির চেষ্টা করব। কিন্তু আমার গ্রাফিক্স ডিজাইন এর উপর চরম আগ্রহ ।এনিমেটেড মুভি দেখলে হাঁ করে তাকিয়ে থাকি । কিন্তু আমি ছবি টবি আঁকতে পারি না
। http://www.projuktiteam.com/1436/mtca/ লেখাটা পড়ে বিষয় টা নিয়ে নতুন করে আগ্রহ বাড়ল
। সর্বপ্রথম এই বিষয় টা ক্যারিয়ার এ প্রতিষ্ঠিত হতে কতটা সাহায্য করবে? আমি কমার্সের ছাত্র , তাহলে এই বিষয় টা আমার জন্য কত টা উপযোগী? যেহেতু মোটেও ডিজাইন পারি না কিন্তু আগ্রহ আছে, তাহলে কতটা টিকতে পারবে ?
বিষয়ের বাহিরে প্রশ্নঃ
বিজনেস এর ছাত্রদের জন্য ঐতিহ্যগত ভাবে চলে আসা, (যেমনঃ বিবিএ) সাবজেক্ট ছাড়া ভিন্ন কোন সাবজেক্ট এ উচ্চতর শিক্ষা নেওয়ার আদৌ সুযোগ আছে?