টপিকঃ সব শর্টকাট হয়ে যায়......
আমি উইন্ডোজ ৭ ব্যাবহার করি।এখন সমস্যা হল আমি আমার পিসিতে পেনড্রাইভ লাগালে পেনড্রাইভে যা থাকে সব শর্টকাট হয়ে যায়।অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান দিছি কিন্তু কাজের কাজ কিছুই হল না।কি করতে পারি জানালে অনেক উপকৃত হতাম।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » সব শর্টকাট হয়ে যায়......
আমি উইন্ডোজ ৭ ব্যাবহার করি।এখন সমস্যা হল আমি আমার পিসিতে পেনড্রাইভ লাগালে পেনড্রাইভে যা থাকে সব শর্টকাট হয়ে যায়।অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান দিছি কিন্তু কাজের কাজ কিছুই হল না।কি করতে পারি জানালে অনেক উপকৃত হতাম।
আপনার পিসিতে একটা vbs স্ক্রিপ্ট রান করছে যা এই কাজ করছে, টাস্ক ম্যানেজার থেকে vbs স্ক্রিপ্ট টা কিল করুন , এরপর এভ্রিথিং দিয়ে আপনার পেন্ড্রাইবে থাকা vbs ফাইলের নাম লিখে সার্চ দিন এবং ডিলেট করুন।
সার্চ দিয়ে পেন্ড্রাইবের lnk ফাইল গুলো ডিলেট করুন। এরপর কমান্ড প্রম্পটে পেন্ড্রাইভে নেভিগেট করে কমান লিখুন নিচের মত করে।
Attrib -s -h /s /d *.*
আপনার পিসিতে একটা vbs স্ক্রিপ্ট রান করছে যা এই কাজ করছে, টাস্ক ম্যানেজার থেকে vbs স্ক্রিপ্ট টা কিল করুন , এরপর এভ্রিথিং দিয়ে আপনার পেন্ড্রাইবে থাকা vbs ফাইলের নাম লিখে সার্চ দিন এবং ডিলেট করুন।
সার্চ দিয়ে পেন্ড্রাইবের lnk ফাইল গুলো ডিলেট করুন। এরপর কমান্ড প্রম্পটে পেন্ড্রাইভে নেভিগেট করে কমান লিখুন নিচের মত করে।Attrib -s -h /s /d *.*
ধন্যবাদ ভাই।কিন্তু পিসি থেকে এই ঝামেলা শেষ করার কি কোন উপায় আছে?
উইন্ডোজ দিয়ে হিডেন ফোল্ডার শো করে দিন...দেন ডিলিট করেন...তাইলে ওকে হবে আসা করা জায়......
ধন্যবাদ ভাই।কিন্তু পিসি থেকে এই ঝামেলা শেষ করার কি কোন উপায় আছে?
আটোরান অফ করে দিন।
Run > gpedit.msc
ছবিটা ফলো করুন
আমারওতো একই সমস্যা
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ট্রাবলশুটিং » সব শর্টকাট হয়ে যায়......
০.০৫১২৬০৯৪৮১৮১১৫২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৫৯৩৭৪৮৬৫৫৮৩৯ টি কোয়েরী চলেছে