টপিকঃ বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

আমার কিন্তু ssc এর রেজাল্ট ভাল না। আমি এইবার hsc পরিক্ষা দিচ্ছি। ভাবতেছি যেহুতু পড়াশুনা ভাল না তাই hsc পরিক্ষার পরে সেনাবাহিনী তে যোগ দিব।
1.কিন্তু কীভাবে যোগ দিতে হয়?
2.আর কেমন বেতন হবে?
3.আর সেনাবাহিনী তে থাকাকালীন কি পড়াশোনা চালিয়ে যেতে পারব?
4.পড়শোনা যদি চালিয়ে যাই আর চাকুরির মেয়াদ বাড়তে থাকে তাহলে কি আরো একটু উপড় পদে উঠতে পারব?
5.আর 6 মাস ট্রেনিং তে নাকি প্রচুর খাটুনি করায়? ওরে বাবারে তাইলে তো মরেই যাব।
6. সেনাবাহিনী ক্যাম্পের খাবার দাবার কেমন?
7. ক্যাম্পে কি জিম করার ব্যাবস্থা আছে?
8. আর বিয়ে করতে পারব কত বছর থাকার পরে?
9. বিয়ের পরে নাকি রেসম পায় আর বাচ্চা কাচ্চার স্কুলের বেতন নাকি দিয়ে দেয়?
10. কত মাস পরে পরে ছুটি পাব আর কত দিন করে ছুটে দিবে??

প্লিজ কেউ বলুন। আমার উচ্চতা 5.10 আর ওজব 52Kg আমার শরিরে মনে হয় না কোন সমস্যা আছে। তবে নাকে মাংশ বাড়লে নাকি চাকুরি হয় না? কিন্তু আমার নাক টা একটু ব্যাকা তার কারন হল আমার নাকের দুই সাইডের হার সমান না এক সাইডে একটু বেশী আর অন্য সাইডে কম কিন্তু এতে আমার একটুও প্রবলেম হয় না।

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

1.কিন্তু কীভাবে যোগ দিতে হয়?
অনলাইনে এপ্লিকেশন করে।

2.আর কেমন বেতন হবে?
বেতন যা পাবেন ওটা দিয়ে কোনো রকম চলে যাবে।

3.আর সেনাবাহিনী তে থাকাকালীন কি পড়াশোনা চালিয়ে যেতে পারব?
ওরাই পড়াবে।

4.পড়শোনা যদি চালিয়ে যাই আর চাকুরির মেয়াদ বাড়তে থাকে তাহলে কি আরো একটু উপড় পদে উঠতে পারব?
হা। তবে অনেক দেরিতে দেরিতে।

5.আর 6 মাস ট্রেনিং তে নাকি প্রচুর খাটুনি করায়? ওরে বাবারে তাইলে তো মরেই যাব।
৬ মাস বুট ক্যাম্পিং হয়। আপনি না পারলে আপনি নিজেই বাপ বাপ করে কেটে পড়বেন।

6. সেনাবাহিনী ক্যাম্পের খাবার দাবার কেমন?
ভালো। সাস্থ্যসম্মত।


7. ক্যাম্পে কি জিম করার ব্যাবস্থা আছে?
দৈনিক আপনাকে ট্রেনিং করতে হয়। জীম তো আছেই।


8. আর বিয়ে করতে পারব কত বছর থাকার পরে?
আপনার বয়স ২১ বছর হলে।

9. বিয়ের পরে নাকি রেসন পায় আর বাচ্চা কাচ্চার স্কুলের বেতন নাকি দিয়ে দেয়?
হুম রেশন দেয়। বাচ্চা কাচ্চার স্কুলের বেতনের ব্যাপারে জানিনা।

10. কত মাস পরে পরে ছুটি পাব আর কত দিন করে ছুটে দিবে??
আইডিয়া নাই।

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

সর্বশেষ সম্পাদনা করেছেন দুষ্টু পিঁপড়া (২৬-০৪-২০১৪ ১৭:৪৩)

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

সেনাবাহিনী তো খুব ভাল। দেশের জন্য

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

নিনজা, আপনি সেনাবাহিনীতে যোগ দিয়েন না। আপনি কিছুদিন আগে সমকামিতা নিষেধ কেনো এটা জানতে টপিক খুলেছিলেন। সেনাবাহিনী ক্যাম্প হচ্ছে সমকামিতার আখড়া। মাসের পর মাস বউ ছাড়া থাকার ফলে এরা নিজেরাই নিজেদের দিয়ে ঐসব করে। মানুষতো। বুঝেনই তো।  নিনজা ভাই, আপনি সেনাবাহিনীতে যোগ দিয়েন না।

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

বিএমএ শর্ট  কোর্স এর মাধ্যমে অফিসার পদে যাবার ব্যাপারে বিস্তারিত তথ্য জানা গেলে ভালো হত। বিশেষ করে আর্টস থেকে যাওয়া যায় কিনা।

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

সর্বশেষ সম্পাদনা করেছেন নিনজা (২৬-০৪-২০১৪ ১৮:৪০)

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

আচ্ছা, সেকেন্ড লেফটেন্যান্ট পদের জন্য যে মৌখিক পরীক্ষা, তাতে কি ধরণের প্রশ্ন করা হয়?

১০

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

এখনও শিখছি। আরো শিখতে চাই। পরে নাহয় শেখানো যাবে। আপাতত শেয়ার করতে পারি

১১

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

১২ সর্বশেষ সম্পাদনা করেছেন নিনজা (২৭-০৪-২০১৪ ০৫:১৫)

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

আমার স্কুল সার্টিফিকেটে জন্ম তারিখ দেওয়া ০১/০১/১৯৯৭ তাহলে কি আমি যোগ দিতে পারব? নাকি আরো কিছুদিন অপেক্ষা করে ১৮ বছর পুর্ন হলে যোগ দিতে পারব?
মনে করেন হনার্স শেষ করে যদি আমি আর্মিতে ঢুকি তাহলে প্রথম অবস্থাতেই কি উন্নত পদে চাকুরি হবে? আসলে কি আমি নিচু পদে চাকুরি করতে ইচ্ছুক নই।

আমার এক বন্ধুর ভাই আর্মিতে চাকরি করে সে কিছু লোককে নিয়ন্ত্রন করে আর ওর বেতন মাসে ২২ হাজার টাকা। উনি তাহলে কোন পদে আছেন?

১৩

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

১৪

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

১৫

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

পোস্টটি অনেক তথ্যবহুল ... অনেক কিছু জানতে পারলাম সেনাবাহিনী সম্পর্কে। ধন্যবাদ...  clap

Kazi Nishat

১৬

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

১৭ সর্বশেষ সম্পাদনা করেছেন এস,এম,ও,রাজু (২৮-০৪-২০১৪ ০৭:০৫)

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

১৮

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

১৯

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

২০

Re: বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?