টপিকঃ বাংলাদেশ সেনাবাহিনী তে যোগ দিব কীভাবে আর বেতন কত হবে?
আমার কিন্তু ssc এর রেজাল্ট ভাল না। আমি এইবার hsc পরিক্ষা দিচ্ছি। ভাবতেছি যেহুতু পড়াশুনা ভাল না তাই hsc পরিক্ষার পরে সেনাবাহিনী তে যোগ দিব।
1.কিন্তু কীভাবে যোগ দিতে হয়?
2.আর কেমন বেতন হবে?
3.আর সেনাবাহিনী তে থাকাকালীন কি পড়াশোনা চালিয়ে যেতে পারব?
4.পড়শোনা যদি চালিয়ে যাই আর চাকুরির মেয়াদ বাড়তে থাকে তাহলে কি আরো একটু উপড় পদে উঠতে পারব?
5.আর 6 মাস ট্রেনিং তে নাকি প্রচুর খাটুনি করায়? ওরে বাবারে তাইলে তো মরেই যাব।
6. সেনাবাহিনী ক্যাম্পের খাবার দাবার কেমন?
7. ক্যাম্পে কি জিম করার ব্যাবস্থা আছে?
8. আর বিয়ে করতে পারব কত বছর থাকার পরে?
9. বিয়ের পরে নাকি রেসম পায় আর বাচ্চা কাচ্চার স্কুলের বেতন নাকি দিয়ে দেয়?
10. কত মাস পরে পরে ছুটি পাব আর কত দিন করে ছুটে দিবে??
প্লিজ কেউ বলুন। আমার উচ্চতা 5.10 আর ওজব 52Kg আমার শরিরে মনে হয় না কোন সমস্যা আছে। তবে নাকে মাংশ বাড়লে নাকি চাকুরি হয় না? কিন্তু আমার নাক টা একটু ব্যাকা তার কারন হল আমার নাকের দুই সাইডের হার সমান না এক সাইডে একটু বেশী আর অন্য সাইডে কম কিন্তু এতে আমার একটুও প্রবলেম হয় না।