টপিকঃ আমরা শোকাহত!
ফোরামের অন্যতম সদস্য, মডারেটর এবং ফোরামের অন্যতম লেখক, উদাসীন ভাইয়ের পিতা সম্প্রতি শেষ নিঃশেষ ত্যাগ করেছেন। প্রাজন্মিক পলাশ মাহমুদ ভাইয়ের সাথে উদাসীন ভাইয়ের আলাপচারিতার সময় জানা গিয়েছে।
উদাসীন ভাইয়ের আব্বার এহেন বিদায়ে প্রজন্ম পরিবার আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
উদাসীন ভাইয়ের জন্য দোয়া রইলো, যেন উদাসীন ভাই ও তার পরিবার এই শোক কাটিয়ে উঠে আসতে পারেন।
--
প্রজন্ম পরিবার।