টপিকঃ WordPress Class Extend !
আমি উ কমার্সের একটা ক্লাস এক্সটেন্ড করার চেস্টা করছি , সে উদ্দেশ্যে আমি মূল ক্লাস এডিট করে তাতে একটা সিম্পল পাবলিক ফাংশন এড করেছি। আর একটা প্লাগিন দিয়ে তাকে রিপ্লেস করার চেস্টা করছি। কোডঃ
require_once '/woocommerce/woocommerce.php';
class WC_Emart extends WC_Order {
public function saiful() {
return "TestTwo's foo.";
}
}
function showSaiful(){
$display = new WC_Order();
echo $display->saiful();
}
এক্ষেত্রে ফাংশনটা কাজ করছে না। মানে নতুন saiful() কাজ করছে না, কিন্তু যখন আমি WC_Emart ক্লাস ব্যবহার করি তখন কাজ করছে। এমন কোন উপায় আছে কি যার মাধ্যমে আমি মেইন WC_Order এর আন্ডারে নিউ saiful() কে নিতে পারি ?