Re: প্রজন্মের নতুন মডারেটর
অভিনন্দন ইলিয়াস ভাই। আশা করি তেড়িবেড়ী করলে ব্যান করবেন না
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মের নতুন মডারেটর
অভিনন্দন ইলিয়াস ভাই। আশা করি তেড়িবেড়ী করলে ব্যান করবেন না
অভিনন্দন বড় ভাই!!
বাপজানকে মডু বানাইছে
দুইন্নার সবচেয়ে অলস ব্যক্তি
অভিনন্দন ইলিয়াস ভাই
ইলিয়াস ভাইকে অভিনন্দন। খাওয়া পাওনা থাকলো কিন্তু!
অভিনন্দন ইলিয়াস ভাই।
এরকম একটা নিউজ পাবো ভাবতেই পারিনি, যাহোক পালিয়ে থেকে লাভ নাই বাড়ি চলে আসবো কিন্তু
এনিয়য়ে অভিনন্দন
প্রজন্মের নতুন মডারেটর হিসেবে ইলিয়াস দাদাকে অনেক অনেক অভিন্দন ও শুভেচ্ছা।
অভিনন্দন অভিনন্দন ইলিয়াস ভাই
আমার উপর অর্পিত দায়িত্ব সুচারু রুপে পালন করতে আপনাদের দোআ ও সহযোগিতা একান্ত কাম্য। বিশেষ করে সিনিয়র সদস্যদের সহযোগিতা ছাড়া এ গুরু দায়িত্ব পালন করা সম্ভব না। আশাকরি এক্ষেত্রে সিনিয়র সদস্যরা আমাকে বিমুখ করবেন না।
ইলিয়াস ভাইকে কে আমার কিছু উড়া-ধুড়া উপদেশ
আপনার উড়াধুরা পরামর্শ আমার চলার পথের পাথেয় হিসেবে বিবেচিত হবে।
ধর্মীয় টপিকে আমাকে ক্যান ?
এছাড়া আর পথ কি ! আমি ধর্মীয় টপিকে মডারেশন করতে গেলে কুরুক্ষেত্র বেধে যাবার সম্ভাবনা প্রবল।
পরিশেষে সবাইকে ধন্যবাদ।
ইলিয়াস ভাইকে অভিনন্দন। আসা করি তিনি তার কাজ ভাল ভাবে পালন করবেন
দোআ
ইলিয়াস ভাই বানান ভুল
বাংলার বুকে গর্বিত নাগরিক ইলিয়াস ভাইকে পেয়ে আমরা আজ ধন্য। আপনার মতো মডারেটর যে আমরা পাবো তা স্বপ্নেও কল্পনা করি নাই। আপনার মতো মডারেটর প্রতিটি ফোরামে ফোরামে থাকলে বাংলার ফোরাম যে কোথায় থাকতো তা আল্লাহই জানে। আপনি সবার জান-প্রান। দোয়া করি মডারেটর হিসাবে রাখবেন আমাদের জাতির মান-সম্মান।
অভিনন্দন ইলিয়াস ভাই
ইলিয়াস ভাইকে অভিনন্দন
অভিনন্দন বড় ভাই!!
![]()
ক্লাসিক ভিডিও শেয়ার দিছেন তো!
পুরান কথা মনে পইড়া গেল। জীবনে একটাই মিটাপে গেছি এবং সেটা প্রজন্মের মিটাপ! ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স ছিল!
ইলিয়াস ভাইকে অভিনন্দন! আশা করি উপভোগ করবেন!
ইলিয়াস লিখেছেন:দোআ
ইলিয়াস ভাই বানান ভুল
![]()
বাংলার বুকে গর্বিত নাগরিক ইলিয়াস ভাইকে পেয়ে আমরা আজ ধন্য। আপনার মতো মডারেটর যে আমরা পাবো তা স্বপ্নেও কল্পনা করি নাই। আপনার মতো মডারেটর প্রতিটি ফোরামে ফোরামে থাকলে বাংলার ফোরাম যে কোথায় থাকতো তা আল্লাহই জানে। আপনি সবার জান-প্রান। দোয়া করি মডারেটর হিসাবে রাখবেন আমাদের জাতির মান-সম্মান।
অভিনন্দন ইলিয়াস ভাই।
প্রজন্ম ফোরাম » নোটিসবোর্ড » প্রজন্মের নতুন মডারেটর
০.০৯৯৫৭১৯৪৩২৮৩০৮১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৭.৬৩৭০৭৯৬৮৯২০২ টি কোয়েরী চলেছে