Re: সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
@amilee.2008
এই টপিকে অপ-টপিক করার কোন মানে নাই। প্রয়োজনে আলাদা টপিক করে এই প্রশ্ন করুন।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
@amilee.2008
এই টপিকে অপ-টপিক করার কোন মানে নাই। প্রয়োজনে আলাদা টপিক করে এই প্রশ্ন করুন।
@amilee.2008
এই টপিকে অপ-টপিক করার কোন মানে নাই। প্রয়োজনে আলাদা টপিক করে এই প্রশ্ন করুন।
খুব দুঃখিত ভাই,
কিছুটা দ্বিধা নিয়ে পোষ্ট টি সাবমিট করেছিলাম।
সে জন্যই আগের পোষ্টে লিখেছিলাম জানি না প্রশ্নগুলোকে এই ডাইসে ফেলা যাবে কিনা, তবে রিলেটেড হতে পারে...।
যেহেতু এই টপিক টির টাইটেল- সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
এই নিষেধ কেন? এর ২-৪ টে এক্সটেশান আমি দিয়েছিলাম...
কারন সেগুলিও নিষেধের under এ পড়ছে।।
এর পরেও যদি মডুদের মনে হয় এটা অফ-টপিক, তাহলে আপনারা ডিলিট করে দিতে পারেন, বা
কোথায়, মানে কোন টপিকে প্রশ্ন গুলি রাখা যায়, তার সাজেশান যদি দেন তাহলে উপকার হয়।
ইসলাম নিয়েই কেনো এত গা জ্বালা? সমকামিতা খ্রিষ্ট ও ইহুদি ধর্মে ইসলামের চাইতেও আরো কঠোরভাবে নিষিদ্ধ। মাথা ফেঁটে রক্ত , মগজ বের হওয়ার আগ পর্যন্ত শাস্তির বিধান খ্রিষ্ট ধর্মে তবে এর প্রয়োগ এখন নেই।
প্রতিটি মানুষই একটু আধটু সমকামী। কারো মাত্রা ৯ আর কারো মাত্রা ২ । একে বলে ল্যাটেন্ট হোমোসেকচুয়ালীটি।
Latent homosexuality is an erotic inclination toward members of the same sex that is not consciously experienced or expressed in overt action. This may mean a hidden inclination or potential for interest in homosexual relationships, which is either suppressed or not recognized, and which has not yet been explored, or may never be explored.
Links to environment
Others have suggested that latent homosexuality is a result of one's environment. Living in a homophobic culture, not being exposed to homosexuality, and being surrounded by members of both genders may encourage latent homosexuality.
Conversely, situational homosexuality may be due to exposure to a single-gender environment, such as a single-sex school, prison, or military service.
http://en.wikipedia.org/wiki/Latent_homosexuality
এটা মানসিক রোগ হয় তখন যখন মানুষ বিপরীত লিঙ্গের প্রতি বিন্দুমাত্র কোনো আকর্ষনবোধ করে না। ছোট বেলায় পারিবারিকভাবে এমনভাবে বেড়ে উঠে কেউ কেউ যেখানে পরিবেশটাই থাকে গে ফ্রেন্ডলি। মেয়েদের সাথে মেলামেশা কম হওয়ার কারনে আকর্ষন কমে যায়। তখন গিয়ে মানসিক রোগ দেখা দেয়। পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা ও নৈতিক শিক্ষা নিয়ে বেড়ে উঠলে স্বাভাবিক যৌনতা নিয়ে বেড়ে উঠার সম্ভাবনা ৯০ ভাগ। বাকি ১০ ভাগ অন্য পথে যাওয়ার পেছনে সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ অনেকটা দায়ী।
যাই হোক, যার যার সেকচুয়ালিটি নিয়ে সে থাকুক। আখিরাতে বিচারের দিন আল্লাহ ব্যাপারটা দেখবেন কে কোন কারনে হোমো হয়েছে।
আজো কিছু প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর পাই না,তাই প্রশ্নের পাকদন্ডীতেই পাক খাই।
![]()
এই মুহুর্তে ২-৪ টে প্রশ্ন মনে পড়ছে...।
জানি না প্রশ্নগুলোকে এই ডাইসে ফেলা যাবে কিনা, তবে রিলেটেড হতে পারে...।১) ছবি আকা নিষেধ? ঘরে কোনো জন্তুর ছবি রাখা যাবে না, কিন্তু গাছের ছবিতে কোনো প্রকার বারন নেই।
![]()
।
২) কবিতা লেখাও নাকি নিষেধ।(শুনেছি, আমি সিওর নই, এমন কিছু আছে কিনা)
৩) দাবা খেলা নিষেধ,
![]()
হায় হায় এত ভালো একটা বুদ্ধির খেলা,তাও...
![]()
৪) মিউজিক যুক্ত গান শোনা,গাওয়া, নিষেধ। (প্রশ্নটা আগেও একবার করেছিলাম অন্য এক টপিকে, সেখানে প্রায় আমার ব্যান খাওয়ার উপক্রম হয়েছিল
![]()
)।
দেখুন সব কটিতেই ক্রিয়েটিভিটি এবং রিক্রিয়েশান প্রকাশ পায়, সেখানেই নিষেধএর সিলমোহর মেরে দেওয়া হলো।
![]()
তাই মনে মনে প্রশ্ন জাগ্রত হয়,
দিল দরিয়া ঈশ্বর কি এতই নিষ্ঠুর,
নাকি এখানে অন্য কারো হাতের কারসাজি আছে??
এমন কিছু প্রশ্ন আমারও আছে।
যেমন, জয়-পরাজয়মূলক খেলাধুলা বৈধ নয় কেন ?
[ একটা আলাদা টপিক করলে ভালো হত। এরকম বেশ কিছু প্রশ্ন সবার মনেই আছে।]
প্রশ্ন ১--> হোমোসেক্সুয়ালিটি বা সমকামিতা নিয়ে ইসলাম কী বলে? যারা হোমোসেক্সুয়াল তাদের শাস্তি কী ইসলামে?
উত্তরঃ
অবশ্যই ইসলামে homosexuality সম্পূর্ণ হারাম। এবং স্বাভাবিক ব্যভিচারের চেয়েও খারাপ।
লুত (আ) এর কওমকে (Sodom আর Gomorrah নগরী) আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন যেসব কারণে এর মধ্যে সমকামিতা ছিল একটি।
আমি এখানে কুরআনের আয়াত আর হাদিসগুলো উল্লেখ করছি।
* "এবং আমি লূতকে প্রেরণ করেছি। যখন সে স্বীয় সম্প্রদায়কে বললঃ তোমরা কি এমন অশ্লীল কাজ করছ, যা তোমাদের পূর্বে সারা বিশ্বের কেউ করেনি ? তোমরা তো কামবশতঃ পুরুষদের কাছে গমন কর নারীদেরকে ছেড়ে। বরং তোমরা সীমা অতিক্রম করেছ।" (আরাফ ৭:৮১-৮২)
* "সারা জাহানের মানুষের মধ্যে তোমরাই কি পুরূষদের সাথে কুকর্ম কর?
এবং তোমাদের পালনকর্তা তোমাদের জন্য সঙ্গিনী হিসেবে যাদের সৃষ্টি করেছেন, তাদেরকে বর্জন কর? বরং তোমরা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়।" (শুয়ারা ২৬:১৬৫-১৬৬)
* "স্মরণ কর লূতের কথা, তিনি তাঁর কওমকে বলেছিলেন, তোমরা কেন অশ্লীল কাজ করছ? অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছ! তোমরা কি কামতৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে? তোমরা তো এক বর্বর সম্প্রদায়। উত্তরে তাঁর কওম শুধু এ কথাটিই বললো, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা শুধু পাকপবিত্র সাজতে চায়। অতঃপর তাঁকে ও তাঁর পরিবারবর্গকে উদ্ধার করলাম তাঁর স্ত্রী ছাড়া। কেননা, তার জন্যে ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম।" (কুরআন 27:54-57)
* "আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ নিয়ে ইব্রাহীমের কাছে আগমন করল, তখন তারা বলল, আমরা লুতের জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। নিশ্চয় এর অধিবাসীরা অপরাধী।" (২৯:৩১)
দুর্ভাগ্য আমাদের, Al-Fatiha Foundation নামে একটা "মুসলিম" foundation আছে... যেটা মুসলিম গে, লেজবিয়ানদের প্রতিনিধিত্ব করে!!!! কুরআনের স্পষ্ট আয়াত থাকা সত্ত্বেও কীভাবে তারা এটা করতে পারে??
{ http://en.wikipedia.org/wiki/Al-Fatiha_Foundation }
এবার হাদিস দেখুনঃ
# "ইবনে আব্বাস বলেন, রাসুল (স) বলেছেন, তোমরা যদি কাউকে পাও যে লুতের সম্প্রদায় যা করত তা করছে, তবে হত্যা কর যে করছে তাঁকে আর যাকে করা হচ্ছে তাকেও।" (আবু দাউদ 38:4447)
# "আবু সাইদ আল খুদ্রি বলেন, রাসুল (স) বলেছেন, একজন পুরুষ আরেক পুরুষের যৌনাঙ্গ দেখবে না। এক নারী আরেক নারীর যৌনাঙ্গ দেখবে না। এক পুরুষ আরেক পুরুষের সাথে অন্তত undergarment না পরে একই চাদরের নিচে ঘুমাবে না। এক নারী আরেক নারীর সাথে কখনও অন্তত undergarment না পরে একই চাদরের নিচে ঘুমাবে না।" (আবু দাউদ, 31:4007)
# "আবু হুরাইরা (রা) থেকে বর্ণিত, রাসুল (স) বলেন, এক পুরুষ আরেক পুরুষের সাথে বা এক নারী আরেক নারীর সাথে ঘুমাতে পারবে না লজ্জাস্থান ঢাকা ব্যতীত। তবে ব্যতিক্রম করা যাবে, শিশু আর পিতার ক্ষেত্রে... রাসুল (স) ৩য় আরেকজনের কথা বলেছিলেন কিন্তু আমি ভুলে গিয়েছি।" (আবু দাউদ, 31:4008)
# "জাবির (রা) থেকে বর্ণিত, রাসুল (স) বলেছেন, আমি আমার কওমের জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা আশঙ্কা করি সেটা হল লুতের কওম যা করত সেটা যদি কেউ করে... " (তিরমিজি, 1457)
এবার আসুন সমকামীদের শাস্তি কী সেটা দেখা যাক। হাদিস আমাদের জানাচ্ছেঃ
# "ইবনে আব্বাস বলেন, অবিবাহিত কাউকে যদি সমকামিতায় পাওয়া যায় তাহলে তাঁকে পাথর মেরে হত্যা করতে হবে।" (আবু দাউদ, 38:4448 )
# "যে কাউকে লুতের কওমের মতো করতে দেখলে যে দিচ্ছে আর যে পাচ্ছে দুজনকেই হত্যা কর।" (তিরমিজি 1:152)
# মুয়াত্তা শরীফের 41 41.111 নাম্বার হাদিসে এর শাস্তি বলা আছে পাথর মেরে হত্যা।
# "ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত, রাসুল (স) বলেছেন, অভিশপ্ত সে যে কিনা কোন পশুর সাথে সেক্স করে, আর অভিশপ্ত সে যে কিনা সেটা করে যা লুতের সম্প্রদায় করত।" (Ahmad:1878)
# "ইবনে আব্বাস (রা) বলেন, আলী (রা) তাঁর সময়ে ২ জন সমকামীকে পুড়িয়ে দেন। আর আবু বকর(রা) তাদের উপর দেয়াল ধ্বসিয়ে দেন।" (মিশকাত, খণ্ড ১, পৃষ্ঠা ৭৬৫, প্রস্তাবিত শাস্তি)
আচ্ছা তো আল্লাহ কেনো সমকামীদের তৈরী করলো?
তারা কি সারাজীবন বিয়ে না করেই থাকবে তাহলে?
সমকামীতা জন্য অনেক আগে ধংশ হয়েছে গোড়া জাতি ।
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
০.০৭৪৩৮০১৫৯৩৭৮০৫২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৬০০৯৯৮৮৫৫৬৭ টি কোয়েরী চলেছে