Re: সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
গে, লেসবিয়ান এসব কি?
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
আমার মনে হয় একটা প্রকৃতিগত অপরটি অপ্রকৃতিগত।
প্রাণীদের বুদ্ধিবৃত্তি নিম্নস্তরের ,তাই মানুষকে এদের ফলো করতে হবে এমন কোন কথা নেই।
প্রকৃতিগতভাবেই একজন পুরুষ এবং নারীর মধ্যে সম্পর্ক যুক্তিযুক্ত এবং অঙ্গপ্রতঙ্গও সেভাবেই প্রস্তুত হয়।
কিন্তু এর বিপরীত আমার কাছে বিকৃত রুচি ছাড়া কিছুই নয়।
তবে ব্যাপারটা আপেক্ষিক। যেমন আমি আমি যদি পাপ বলে কিছু মানি তাহলে আমার জন্য পূণ্য আছে। রাত বলে কালোময়তা দেখি বলে আমার কাছে দিন আছে তেমনি পৃথিবীতে প্রকৃতিগত একটা রুচির স্টান্টার্ড আছে বলেই আমার কাছে এর অন্যথা বিকৃত রুচি।
ফোরামের কেউ একজন বলেছিলেন ,পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে বলে এর আবহাওয়া আমাদের জন্য স্ট্যান্টার্ড ,অক্সিজেন , পানি আমাদের কাছে অতি প্রয়োজনীয় ঠিক তেমনি হয়তো অন্য কোন গ্রহে নাইট্রোজেন গ্যাস আর পানিহীন গ্রহে কোন জীবন সৃষ্টি হয়েছে ,সেখানকার আবহাওয়া তাদের জন্য স্ট্যান্টার্ড !
ব্যাপারটা আমার কাছে অনেকটাই এরকম মনে হয় ।
সর্বশেষ একটা কথাই বলব , কিছু কিছু মানুষতো পাগলও হয় ,তবে কেন তাদের পাগলাগারদে রাখা হয় ?
মানবাধিকারের নামে যারা এসব বিকৃতিমনাদের স্বীকৃতি দেয় তাদেরকে প্রথমে পাগলাগারদের পাগলদের মুক্তি দিতে হবে ,তাদের বিভিন্ন উচ্চপদে সমাসীন করতে হবে।
আমি ডিসকভারিতে একটা অনুষ্ঠানে দেখলাম আগেকার লোকজন সমকামীতা করলে তাদের কীভাবে শাস্তি দিয়ে মারা হত। তাই আমি আমার এক বন্ধুকে বললাম জানিস আগেকার লোকজন প্রচন্ড খারাপ ছিল কোন অন্যায় করলে তো অনেক কষ্টকর শাস্তি দিত আর সমকামীতা করলে কষ্টজনক মৃতু দিত। তখন ও বলে কি ঠিক করতো ড্যাশ দের. আমি বললাম কেন ঠিক করত? তখন ও বলে কি সমকামীতা করবে কেন। এই বিষয়ে অনেক তর্ক হয় ওর সাথে।
তাহলে দেখুন এভাবে যদি সবাই সমকামিদের ঘৃনার চোখে দেখে তাহলে ওরা কি করবে?
আমার বাড়ীর পাশের এক ভাগীনা সে মেয়েলী টাইপের সমকামি। তার সম্পর্কে যে লোকজন কত বাজে কথা বলে যে বলার মত না এবং আমিও বলতাম। যখন দেখলাম এটা কোন খারাপ কাজ নয় এটা সব প্রানীর মধ্যেই আছে তখন থেকে আমি ওকে ভাল চোখে দেখি। ওই ছেলেটা সব সময় সাকিব খান খান করে বেড়ায় হা হা শুনলে বড়ই হাসি আসে।
আমার মনে হয় আপনি মিথ্যে বলছেন
"নিনজা" আপনি সমকামী....
সিউরিটি দিলে ৮০% দেব।
আর সমকামী হওয়ার আপনার ইচ্ছের
সিউরিটি % টা দেব ১০০%.
আল্লাহ হারাম করেছেন এ টুকুই কী যথেষ্ট নয় ,আরো জানার ইচ্ছে থাকলে কুরআন হাদীস পরুন।
কুভই দুক্ষজনক ... সমকামীরা যে মেয়েলী হয় এই অদ্ভূত তথ্য আপনি কোথা থেকে পেয়েছেন ?
আগে মেয়েবন্ধুর সাথে ছেলে থাকলে ইর্ষা অনুভব করতাম , এখন মেয়ে থাকলেও করতে হয়। এই জগতে সব কিছুই সম্ভব।
আজো কিছু প্রশ্নের যুক্তিযুক্ত উত্তর পাই না,তাই প্রশ্নের পাকদন্ডীতেই পাক খাই।
এই মুহুর্তে ২-৪ টে প্রশ্ন মনে পড়ছে...।
জানি না প্রশ্নগুলোকে এই ডাইসে ফেলা যাবে কিনা, তবে রিলেটেড হতে পারে...।
১) ছবি আকা নিষেধ? ঘরে কোনো জন্তুর ছবি রাখা যাবে না, কিন্তু গাছের ছবিতে কোনো প্রকার বারন নেই।
।
২) কবিতা লেখাও নাকি নিষেধ।(শুনেছি, আমি সিওর নই, এমন কিছু আছে কিনা)
৩) দাবা খেলা নিষেধ,
হায় হায় এত ভালো একটা বুদ্ধির খেলা,তাও...
৪) মিউজিক যুক্ত গান শোনা,গাওয়া, নিষেধ। (প্রশ্নটা আগেও একবার করেছিলাম অন্য এক টপিকে, সেখানে প্রায় আমার ব্যান খাওয়ার উপক্রম হয়েছিল
)।
দেখুন সব কটিতেই ক্রিয়েটিভিটি এবং রিক্রিয়েশান প্রকাশ পায়, সেখানেই নিষেধএর সিলমোহর মেরে দেওয়া হলো।
তাই মনে মনে প্রশ্ন জাগ্রত হয়,
দিল দরিয়া ঈশ্বর কি এতই নিষ্ঠুর,
নাকি এখানে অন্য কারো হাতের কারসাজি আছে??
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » সমকামীতা ইসলামে সম্পূর্ণ নিষেধ কেন?
০.০৬৯৪৬১৮২২৫০৯৭৬৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭০.৬১৬৯৫২৯৩৫৩৬২ টি কোয়েরী চলেছে