টপিকঃ হয়ে গেল রেসলম্যানিয়া ৩০... আন্ডারটেকারের স্ট্রিক শেষ !!!
গতকাল New Orleans এ হয়ে গেল রেসলম্যানিয়া ৩০। এতে প্রায় ৭৫০০০ মানুষ প্রেসেন্ট ছিল।
শো স্টার্ট করেন হাল্ক হগান, স্টোন কোল্ড স্টিভ অস্টিন আর দ্যা রক
বাকি ম্যাচ গুলোর কথা তেমন বলছিনা। আমি শুধু একটা ম্যাচ এর কথাই বলছি। সেই ছোট বেলা থেকে আমি যে আন্ডারটেকার কে কখনো রেসলমেনিয়া তে হারতে দেখিনি তার ২০ বছরের স্ট্রিক ভেঙ্গে দিয়েছে ব্রক লেস্নার।
আন্ডারটেকার হারায় ফ্যান রিএকসন
আর WWE World Heavyweight Champion হলেন ড্যানিয়েল ব্রায়ান
ট্রিপল এইচ এর এন্ট্রি
█░▀░█ █▄▄█ ▀▀█ █░░█ █░▀░█ ▄▀░
▀░░░▀ ▀░░▀ ▀▀▀ ░▀▀▀ ▀░░░▀ ▀▀▀