টপিকঃ CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না

sudo aptitude install build-essential

Re: CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না

try this..
#include<stdio.h>
int main()
{
printf("bangladesh");
return 0;
}

Re: CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না

প্রোগ্রাম লিখে F9 চাপুন , কম্পাইল হয়ে রান হওয়ার কথা। আর মেইন ফাংশনের একটা রিটার্ন টাইপ দেয়া লাগে। আমি অবশ্য জানালা ব্যবহারকারী সেখানে বোরল্যান্ড চালাই আমি আপনার মত void main() দিয়ে কাজ করি। রিটার্ণ টাইপ দেই না, সাথে conio.h এর getch() ব্যবহার করি।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না

c++ এর প্রোগ্রাম রান করতে পারছি না। c এর প্রোগ্রাম সহজেই রান করছে। iostream.h হেডার ফাইলটা কি কাজ করেনা এখানে।

সর্বশেষ সম্পাদনা করেছেন ছায়ামানব (০৩-০৪-২০১৪ ২০:১০)

Re: CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না

Re: CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না

g++ ইন্সটল করা আছে তাও এই প্রবলেম হচ্ছে।

Re: CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না

try this..
#include<iostream>
int main()
{
std::cout<<"bangladesh";
return 0;
}

সর্বশেষ সম্পাদনা করেছেন রিং (১৬-০৪-২০১৪ ১২:৪৫)

Re: CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না

সুফিয়ান আহমেদ আপনার কোডে কোন সমস্যা নেই। একেবারেই সঠিক সি কোড। কম্পাইল ও হয়েছে নির্ভুলভাবে। রান বা এক্সিকিউট সমস্যাটার মূল কারন আপনার সিস্টেম xterm নামক অ্যাপ্লিকেশনটা না থাকা। এই সমস্যা সমাধানে টার্মিনালে রান করুন --

sudo apt-get install xterm

আশা করি এরপর আপনি স্বাভাবিকভাবেই কোডব্লকস আইডিই ব্যবহারে সি/সি++ কোডগুলো কম্পাইল শেষে রানও করাতে পারবেন।

রিং'এর ওয়েবসাইট

লেখাটি CC by-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: CodeBlocks 12.11 তে প্রোগ্রাম রান করতে পারছি না

টারমিনালে sudo apt-get install build-essential
এই কমানড দিন।
এরপর application console এ যেয়ে নতুন project ওপেন  করে কাজ করুন।
সেভ করার সময় শেষে .c যোগ করে দিয়েন। আমার সমস্যা এইভাবে সল্ভ হইছিল।