সর্বশেষ সম্পাদনা করেছেন almas_17 (৩১-০৩-২০১৪ ১০:০২)

টপিকঃ টিভি কার্ড কেনার ব্যাপারে সাহায্য>

এক্সটার্নাল টিভি বক্স (Gadmei XGA TV-box) কিনে নিয়ে, যেখানে ভিজিএ পোর্ট আছে। এরপর ইউএসবি-টু-ভিজিএ কনভার্টার (১৫ পিনের ভিজিএ) দিয়ে সেটাকে দিয়ে টিভি দেখা যাবে কিনা। এক্ষেত্রে নাকি মনিটরে টিভি দেখা যাবে, ওএস এর উপর নির্ভর করবেনা। রিমোট দিয়ে টিভি নিয়ন্ত্রন করা যাবে। আর PIP ফাংশন থাকে রিমোটে, সেটা দিয়ে নাকি টিভি দেখা ও ব্রাউজিং একইসাথে করা সম্ভব। শুধু দেখে নিতে হবে মনিটরের রেজুলেশনের সাথে টিভিবক্সের সাপোর্টেড রেজুলেশন কাছাকাছি মিলে কি না। এভাবে নাকি শুধু মাত্র ল্যাপটপের মনিটরে টিভি চালানো যায়। মানে নাকি আউটপুট হিসাবে ল্যাপটপের মনিটরটা ইউজ হবে। এরকম কি আসলেই সম্ভব? কেউ জানাতে পারবেন কি?

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত