আশিফ শাহো লিখেছেন:গুপ্তচরবৃত্তির জন্য বিখ্যাত সেটা মানতে আপত্তি নাই বাট এগুলা যে রাবিশ টেকনোলজী এটা বলা ক্রোধের বহি:প্রকাশ ছাড়া আর কিছুই না,
আমাকে যেটা দেবার কথা এবং সেটার জন্য পয়সাও কড়ায়-গন্ডায় আদায় করে নেয়া হলো এবং বিনিময়ে শুধুই প্রতারণা ধরিয়ে দেয়া হলো। আর এসবের জন্যে যদি আমার রাগের বহিঃপ্রকাশ ঘটে সেটা তো অবশ্যই দোষের তাই না?
আবারো বোধদয় হলো যে দেশ সত্যিই এগিয়ে যাচ্ছে।
আশিফ শাহো লিখেছেন:আপনাকে এখনো এটা মানতেই হবে যে লিনাক্স ডিস্ট্রোগুলো (যেমন উবন্তু) এখনো চরম আনস্টেবল এবং সাধারন ইউজারদের ব্যাবহার অনুপোযোগী।
মানতে পারছি না বিধায় আন্তরিকভাবেই দুঃখিত।
আশিফ শাহো লিখেছেন:এবং আমার দেখামতে সবথেকে বেশি আনস্টেবল জিনিসপত্রই রিপোগুলোতে থাকে।
প্রিয় শাহো তোমার বোধহয় ডেবিয়ান সম্পর্কে কোন ধারনা নেই কিংবা সেই রকসলিড ডিস্ট্রোটা সম্পর্কে তুমি জেনে বুঝে তথ্য গোপন করে একপেশে মতপ্রকাশ করে গেলে।
আমি নিজেই লিনাক্স মিন্ট ব্যবহার করে যাচ্ছি বিগত প্রায় অর্ধযুগকাল আর এটার প্রচার এবং আমজনতার মাঝে ছড়িয়ে যাচ্ছি প্রায় সিকি যুগকাল। আনস্টেবলিটি সংক্রান্ত কোন রিপোর্ট এই ডিস্ট্রো নিয়ে খুব বেশী একটা আজ অবদি পাইনি। তোমার অভিজ্ঞতা অবশ্য আমার চাইতে আলাদা হতেই পারে।
আশিফ শাহো লিখেছেন:এটা হতে পারে যে উইন্ডোজ বা ম্যাকের সাপোর্টের জন্য বড় বড় কম্পানি ইনভেস্ট করে, আমার পয়েন্ট সেটা না স্টীল লিনাক্স পিছিয়ে।
আমার এই টপিকের উদ্দেশ্য কোনক্রমেই কে এগিয়ে বা কে পিছিয়ে সেই বিষয়ে ছিলো না। লিনাক্স ডিস্ট্রোকে "খিড়কী" সিস্টেমের সাম্প্রতিকতম সংস্করন হিসেবে চালিয়ে দেবার অপপ্রয়াস সম্পর্কে জানাতে করা ছিলো। সেখানে কেউ একজন আমাকে বলে বসেন যে এই সব তথ্যবিকৃতি কোন বিষয়ই না এবং হৈ চৈ না করলেও চলে। এবং সেখানেই "খিড়কী"নামে কেন ব্যঙ্গ করেছি সেই বিষয়ে জানতে চান। আর সেই পরিপ্রেক্ষিতেই আমার কিছু মতামত উপস্থাপন করেছিলাম।
আশিফ শাহো লিখেছেন:বিল গেটস একজন ব্যাবসায়ী, বিল গেটসকে তুলোধোনা করে স্টিভ জবসকে অনেকে দেবতা বানাতে চায়, তাদের দেখলে হাসিই পায়, মুদ্রার এপিঠ ওপিঠ ছাড়া এ দুজন কিছুই না। এদিক দিয়ে লিনাক্সের প্রতিষ্ঠাতারা অনেক ভাল। যে যে কারনে ভাল সেটা বলতে কি সমস্যা বুঝি না।
তুল্য আর তুলনার বিষয়ে আমি কিন্তু সরাসরিই বলেছিলাম এই টপিকে আমার বিগত পোষ্টটাতে, যদি খেয়াল করে না থাকো তবে খেয়াল করে নিতে পারো।
ভালোবাসার কোড লিখেছেন:এনএসএ-র কোড শুধু উইন্ডোজে না আমার বাচ্চা যে আংরিবার্ড খেলে সেখানেও আছে। আর নিরাপত্তাজনিত ত্রুটি, দেখুন আন্ড্রয়েড কি বলেঃ http://www.prothom-alo.com/technology/a … 7%E0%A6%A1 
যাই হোক, ফুটবল খেলায় আমি ব্রাজিল আর্জেন্টিনা দুই দলেরই ভক্ত। ঠিক তেমনি, উইন্ডোজ, আন্ড্রয়েড, আইওস সবগুলোর ভক্ত।
আপনাকে ধন্যবাদ।
প্রযুক্তির ত্রুটি এবং ব্যক্তিতথ্যের নিরাপত্তাজনিত সমস্যা বিষয়ে জ্ঞানের অপর্যাপ্ততাই এই ধরনের ভক্তির মূলে। সময়ের সাথে অভিজ্ঞতার ঝুলি বেড়ে উঠলে তখন এটাই বদলে আমাদের মানে মুক্তপ্রযুক্তি আন্দোলনের সাথে তাল মেলাবে। অপেক্ষায় রইলাম।
invarbrass লিখেছেন:রিংদা আসলে বুঝতে ভুল করেছেন। ওই পেইজটির ব্যাকগ্রাউণ্ডের ব্যাপারস্যাপারগুলো পর্যবেক্ষণ করলে মূল ব্যাপারটি বেরিয়ে আসবে।
ইউজার কি অপারেটিং সিস্টেম চালাচ্ছে তা আঁচ করা যায় দুই পদ্ধতিতে -
...............
................
......................
ওই উইণ্ডোজ-স্পেসিফিক সাইটের জন্য অপটিমাল সলিউশন হতে পারে যেসব ওএস সেখানে relevant শুধু সেগুলোই ডিটেক্ট করা।
ব্রাসুদা, বেশ মানলাম! আমারই বোঝার ভুল।
invarbrass লিখেছেন:রিংদার সাথে সহমত - যেসব ওএস তাদের windows-specific pre-defined UA pattern look-up table ম্যাচ করছেনা সেগুলোকে "unknown os" দেখানো উচিৎ ছিলো।
তারমানে আমার বোঝার ভুল ছিলো না বরংচ যেখানে আমি কান দেখাতে সোজা কানে আঙ্গুল ঠেকিয়েছিলাম সেখানটাতে আপনারাও আঙ্গুল ঠেকালেন তবে সেটা পুরো মাথা এবং মুখমন্ডল পেঁচিয়ে এনে। বেশ সেটাও মেনে নিলাম, আমার উদ্দেশ্য ছিলো কান দেখানো সেটা অন্তত কেউ একজন বুঝতে পারলেন তো!
invarbrass লিখেছেন:যাকগে, এখানে গূঢ় দুরভিসন্ধীর খোঁজ করা একটু বাড়াবাড়ি হয়ে যাবে - বড়জোর sloppy coding-এর অভিযোগ তোলা যেতে পারে। PS: আমার OS X+Safari-কেও Windows 8.1 দেখাচ্ছে 
বানিজ্যিকভাবে বিপননকৃত কোন প্রতিষ্ঠানের সফটওয়্যারে/ওয়েবসাইটে এই ধরনের মারাত্মক ভুলকে আপনি স্লপিকোডিং বলে ধরে নিতেই পারেন তবে প্রযুক্তি জগতে আমার অভিজ্ঞতা আর জ্ঞান আগামীর জন্য এক অশনি সংকেত দিচ্ছে।
ঘর পোড়া গরু যে সিঁদুরে মেঘ দেখলে ডরায় তা তো বেশ জানেন নিশ্চয়।
মাইক্রোসফটের যাত্রা শুরুর ওএসএর আউটলুক বা চেহারা ছিলো অ্যাপল থেকে ঝেড়ে দেয়া। ওঁর নিজের কোন ব্রাউজার প্রযুক্তি না থাকায় সেটা ঝেড়েছিলো একদল তুখোড় প্রোগ্রামারদের প্রজেক্ট থেকে। নিজের কার্নেল প্রযুক্তি বলে যে এনটি বা নিউটেকনোলজি নিয়ে এত্ত বড়াই করে খিড়কী সিস্টেমের প্রস্তুতকারক প্রতিষ্ঠান সেটাও কিন্তু পরের থেকে ঝেড়ে দেয়া মাল। সাম্প্রতিক সময়ের খিড়কীর সংস্করনগুলোর চেহারা সুরতও উবুন্টুর ড্যাশ থেকেই কপি করে নেয়া এবং তারপরেই নিজেদের সাইটে নিজেদের চলমান ওএস সহ প্রচলিত অন্যান্য সকল ওএসকে এককাতারে খিড়কী সিস্টেমের সাম্প্রতিকতম সংস্করন বলে চালিয়ে দেয়া। বিষয়গুলো কেমন যেনো অবহেলা করতে চাইলেও পারছি না।
কেননা এডওয়ার্ড স্নোডেন হাতেনাতে প্রমাণ ধরিয়ে দেবার অনেক আগে থেকেই এনএসএ কী বিষয়ে বাংলাদেশের প্রযুক্তি সচেতন জনতাকে জানাতে লিখেছি, বলেছি এবং কিছু কিছু সময়ে সরাসরি ডেমো দিয়েও দেখিয়েছি কিছু কিছু আয়োজনে। আবার সেই সব আয়োজন থেকে আমার মুঠোফোন নম্বর সংগ্রহকারীরা অনেকেই পরবর্তীতে আলাপচারিতায় কখনো মতামত কখনো প্রশ্নকরে বুঝতে চেয়েছেন লিনাক্স ডিস্ট্রো মানে এটা আরেকধরনের উইন্ডোজ বা খিড়কী সিস্টেম কি না?
দেশের কম্পিউটার ব্যবহারকারীদের ৯০শতাংশই যেখানে বোঝেন না যে ফাইলসিস্টেম আর এর তথ্য নিরাপত্তা বলয় কিভাবে তৈরী করা হয় এবং নিশ্চিত করা যায় সেখানে ওএস তো বিশাল ব্যাপার। আর সেখানে যদি মাইক্রোসফট এই ধরনের তথ্যবিকৃতির প্রয়াস চালায় তবে বিষয়গুলো কোন কোন জায়গায়, কতটা ভয়াবহভাবে গুলাবে সেটা কি প্রযুক্তি বিষয়ে সচেতন কেউ বুঝতে চেষ্টা করলেন?
আমার ভাষাজ্ঞান কিংবা বোঝার জ্ঞান দুটোই খারাপ এবং প্রচন্ড রকমের বাজে মেনে নিলাম। তবুও বলবো সচেতন হোন। জেগে জেগে যদি ঘুমাতে থাকেন তবে সেই ঘুম ভাঙ্গানোর সাধ্য আমার নেই। তবে এটা ঠিক যে আগামী দিনের প্রযুক্তি সচেতনদের জন্য আর কিছু না হোক সর্তকবার্তার ধ্বনিটুকু তো উচ্চারন করে দিলাম। সেটাকে নিনাদে পরিনত করবার সামর্থ্য, অধিকার এবং দায় প্রযুক্তি ব্যবহারকারীদের।
আমার এই টপিকের বক্তব্য একটাই অপব্যাখ্যা/তথ্যবিকৃতি/তথ্যজালিয়াতি বিষয়ে আপনাদেরকে জানানো এবং আপনাদের মধ্য থেকে যাঁরা বিষয়টা নজরে আনতে পারছেন তাঁদের মাধ্যমে অন্য সবাইকে সচেতন করে তোলা।
এখনো অবদি একমাত্র ব্রাসুদার পোষ্টেই তাঁর নিজের বিব্রতকর অভিজ্ঞতাটুকু সবাই জানতে পেরেছেন। আমি ধরে নিচ্ছি এটুকুই আমার সাফল্য, বাকীটা ভগাই জানে। 