Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
না জানলে জেনে রাখুন এ্যাপল, মাইক্রসফট দোষ করলেও সেটা দোষের পর্যায়ে পড়ে না। সব দোষ ওপেন সোর্স ওয়ালারা করে
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
ছবি তো একেবারে ছোট। কিছুই দেখা যায়না
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
ছবিটা দেখা যায়না।
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
তাইলে শেষ পর্যন্ত ওরাও কি পরক্ষ ভাবে লিনাক্স এর দিকে ঝুঁকছে?
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
এলস ব্লকে হয়ত "উইন্ডোজ ৮.১" দিয়ে রেখেছে। কিংবা এই রকম কিছু একটা হবে।
উইন্ডোজ ব্যবহার না করেও উইন্ডোজের সাপোর্ট পেইজে গিয়ে কোন উইন্ডোজ ব্যবহার করছেন জানতে চাইলে সেটার উত্তরে "উইন্ডোজ ৮.১" দেখতে পাওয়া অস্বাভাবিক কিছু না। এখানে "বিটলামি" – এর কিছু নেই। আর এটা নিয়ে এত তোলপাড় সৃষ্টি বা ক্যাম্পিং করার মত কিছু হয়নি। তবে হ্যাঁ, তারা অবশ্যই এই রেজাল্ট ইম্প্রুভ করতে পারত।
মূল পোস্টের শব্দ চয়ন বরং আমার কাছে বেশি দৃষ্টিকটু মনে হয়েছে। এছাড়াও উইন্ডোজকে "খিড়কী" এক রকম হেয় করেই কী বলা হচ্ছে না?
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
আমি তো মনে করেছিলাম লিনাক্স প্রেমিরা/ইউজাররা সাধু সন্নাসির পর্যায়ে চলে গিয়েছে (উনাদের মন্তব্য দেখলেই মনে হয়)। সাধু সন্নাসির এ কি রকম ভাষা চয়ন আজীব দুনিয়া , সাধু সন্নাসির মুখের ভাষা খুব একটা সুবিধা জনক না
আফসোস, বিরাট আফসোস।
যাই হোক রিং ভাই আপনি মাইক্রোসফটের নতুন বিটলামি ধরেছেন এ জন্য আপনাকে জানাচ্ছি প্রান ঢালা শুভেচ্ছা
১০ ২৯-০৩-২০১৪ ২৩:২৭ সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (২৯-০৩-২০১৪ ২৩:৩০)
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
লিনাক্স, উইন্ডোজ বা ম্যাক প্রত্যেকেরই আলাদা কিছু স্বকীয়তা আছে এবং এজন্যই টিকে আছে।
একটা বাজে পণ্য এত বছর মার্কেট দখল করে রাখে কিভাবে? একটা ব্যাপার হতে পারে যে, এটা অন্য গুলোর চেয়ে কম বাজে।
ছোট সফটওয়্যারে বাগ কম থাকে অথবা থাকেনা কিন্তু সফটওয়্যার যত বড় হতে থাকে বাগের সম্ভাবনা তত বাড়তে থাকে। আর সফটওয়্যার যখন হার্ডওয়্যার নিয়ন্ত্রক হয় তখন কিছু বাগ ধরা ছোঁয়ার বাহিরে থাকতে পারে এবং এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য।
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
বিল কাগু বলেন আর আমাদের জব্বার কাগু বলেন.....তাহারা চরম মুনাফালোভী এবং হারামী তাতে কোন সন্দেহ নাই.......। কিন্তু বিল কাগুর উইন্ডোজের বদৌলতেই ৯৫% লোক কম্পুকে ধরতে শিখেছে....আর জব্বার কাগুর জন্য বাংলা শিখেছি......। তাই তারা যতোই খারাপ হোন না কেন........তাদের অবদানটার দিকে আমরা যেন তাকাতে ভুলে না যাই।
১৩ ৩০-০৩-২০১৪ ০৯:৩৯ সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (৩০-০৩-২০১৪ ০৯:৫৬)
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
http://www.useragentstring.com/Chrome32.0.1667.0_id_19732.php
http://www.useragentstring.com/Firefox25.0_id_19710.php
http://www.useragentstring.com/Firefox21.0_id_19694.php
১৪ ৩০-০৩-২০১৪ ১১:৫৬ সর্বশেষ সম্পাদনা করেছেন ভালোবাসার কোড (৩০-০৩-২০১৪ ১১:৫৮)
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
Re: মাইক্রোসফটের নতুন বিটলামি -- পরের ধনে পোদ্দারি
আমি উইন্ডোজ এইট চালাচ্ছি এবং আমারটা ঠিক এইট ই দেখাচ্ছে। সুতরাং সমস্যাটা নন-উইন্ডোজ সিস্টেমের জন্য। যাহোক, কমার্শিয়াল প্রোডাক্টের এরকম বাজে সমস্যা একটু জোর গলায় জানান দেওয়ার অসুবিধা দেখিনা।