বোরহান লিখেছেন:দয়া করে এ্যাটাকিং মন্তব্য করবেন না, lets talk like a gentleman...
খেয়াল করে দেখুন এ্যান্ড্রয়েড একটি লিনাক্সভিত্তিক মোবাইল OS যার পপুলারিটি দুনিয়াজোড়া, ঠিক এ কারণেই হয়ত এতে ভেরিয়াস সিকিউরিটি এক্সপ্লোয়েট হচ্ছে লাইক ভাইরাস্, ম্যালওয়্যার ইত্যাদি। এখানে আপনি বলছেন দেখেশুনে সাবধানে ব্যবহার করার জন্য, আর সেইম কেইস উইন্ডোজের ক্ষেত্রে ঘটছে দেখে বলছেন ওটা ফালতু os 
ভাই আমি বিগত পাঁচ বছরেরও বেশী সময় ধরে অ্যান্ড্রয়েড চালিত মুঠোফোন ব্যবহার করি। শুধুমাত্র বেছে বেছে, সচেতনতার সাথে দেখে-শুনে-বুঝে ব্যবহার করি বলেই আজো আমার ব্যবহৃত কোন মুঠোফোন সেটগুলোর কোনটাতেই কোনরূপ ম্যালওয়্যারের আক্রমন ঘটেনি। আমার ব্যক্তিগত তথ্য আমার অজান্তে কোথাও পাচার হয়নি। আমার অবস্থান ট্র্যাক করা যথাসম্ভব প্রতিহত করতে পেরেছি।
উদাহরন স্বরূপ বলতে পারি ফেসবুক অ্যাপ বা গুগলের অ্যাকাউন্ট সিন্ক চালাইনি বলে আমার পরিচিতি আর আমার মুঠোফোনের ক্যামেরায় তোলা ছবির তথ্যগুলো আমার বিনা অনুমতিতেই অন্তর্জালের জগতের কোথাও আপলোডেড হয়ে যায়নি। অ্যান্ড্রয়েড এর সিস্টেম বা প্যাকেজ আপডেট করার পরপর সিস্টেম সংক্রান্ত জটিলতায় পড়িনি বা কোনরূপ ম্যালফাংশনিং ঘটেনি। সর্বোপরি আমি আমার স্মার্টফোনের নিয়ন্ত্রনে চলে যাইনি বরংচ আমার স্মার্টফোনকেই আমার নিয়ন্ত্রনে নিয়ে প্রযুক্তির পথ চলেছি, চলছি। আগামীতেও সেটা বজায় রাখতে পারবো সে ভরসা অটুট। ব্যক্তিগত তথ্য সুরক্ষার আদর্শ মুঠোফোন হিসেবে ফায়ারফক্স চালিত মুঠোফোন আর স্মার্ট ডিভাইসের পদযাত্রায় জোয়ার আসন্ন যে।
আর হ্যাঁ মুঠোফোন কিংবা ডেক্সটপ, লিনাক্স ডিস্ট্রোর কোনটাতেই আজো অবদি (এক যুগের অধিক সময় তো কাটালাম) ভাইরাস জনিত সমস্যায় পড়িনি।
যদিও একটা মুঠোফোন ওএস আর একটা ডেক্সটপ ওএস এর তুলনা করা অযৌক্তিক তবুও আপনার কথার জবাবেই যেনো আপনার কিছু ভুল ভাঙ্গে সেজন্যেই বলবো যে উপরের কাজগুলো চাইলেই আপনি মাইক্রোসফটের ওএসএ করতে পারবেন না। ছোট্ট একটা উদাহরন দিয়ে বলি মাইক্রোসফটের এক্সপির সার্ভিস প্যাক আপডেট করার পরপর অনেক সময়েই অনেক সিস্টেম ধীরগতির হয়েছে। না চাইতেই অটোরান করে যায় বলে স্বাধীনভাবে/নিজ ইচ্ছে মতো মিডিয়ায় নথিপত্র আদান-প্রদানের ক্ষেত্রে "খিড়কী" সিস্টেমগুলোয় যে ভাইরাস আক্রমনের ঘটনা ঘটে সেটা কিন্তু অ্যান্টিভাইরাস দিয়েও অনেক ক্ষেত্রেই ঠেকাতে পারবেন না।
শুধুমাত্র কর্তায় ইচ্ছেয় কর্ম ঘটে বলেই মুক্তপ্রযুক্তির এতএত গুনগান গাই রে ভাই। আবদ্ধ প্রযুক্তির ন্যায় কর্মই কর্তাকে নাচিয়ে নিয়ে বেড়ায় না।
পাগল-ছাগল মানুষ তো, বুঝি কম। তাই আপনাদের সাথে মাঝে মাঝেই বিতর্ক করতে সচেষ্ট হই, শিখতে চাই-জানতে চাই-বুঝতে চাই। তবে মজার বিষয়টা হলো যে, অনেকেই এসব বিতর্ককে সুস্থ বির্তক হিসেবে না নিয়ে ব্যক্তিগত পর্যায়ের ঝগড়ায়/আক্রমনে ঘুরিয়ে দিতে/নিতে ভালোবাসেন। সংশ্লিষ্ট বিষয়টাতে জানেন কিবা না জানেন, বোঝেন কিবা না বোঝেন দুমদাম স্বীয় ভারিক্কীতা দেখাতে উঠে পড়ে লাগেন। অনেকেই আবার মিথ্যাকে সরাসরি মিথ্যা না বলে "অসত্য" হিসেবে উল্লেখ করতে ভালোবাসেন। আবার এই টপিকে কারোর কারোর মন্তব্য দেখে তো সচলায়তনের এই লেখাটার কথা বারংবার মনে আসছিলো। মূল টপিক থেকে আলোচনাকে কোনখানে টেনে নিয়ে যাচ্ছেন তাঁরা সেইটাও বোধহয় আর তেমন গুরুত্বপূর্ণ নয়। 
বোরহান লিখেছেন:তাহলে দেখা যাচ্ছে অযথা হুমকি ধামকি তো আপনিই দিচ্ছেন 
আশা করি উপরের বক্তব্যে মোটামুটি স্পষ্ট হয়েছে যে আমি কতটা হুমকি দিয়েছি আর কতটা বাস্তব কথা বলেছি। তারপরেও বিশ্বাস না হলে হাতে কলমে প্রমাণাদি সহ দেখতে সরাসরি সাক্ষাৎ করতে পারেন।
বোরহান লিখেছেন:আরেকটা কথা- Windows কে বিকৃত করে/ট্রান্সলেশন যাই হোক না কেন বলছেন "খিড়কী", আপনার নাম রিং না ডেকে "আংটি" বলে ডাকলে কেমন শুনাবে?
আপনি চাইলে ডাকতেই পারেন। এটা একান্তই আপনার ব্যক্তিগত মতামত/আচরন।
বোরহান লিখেছেন:আবারো বলছি , অযথা মাথা গরম অন্যের কাছে প্রকাশ করবেন না। 
ভাইরে মানুষ নিজের মনের ভাব অন্যের কাছেই প্রকাশ করে। এটার কিছু ব্যতিক্রম অবশ্য আছে, তাঁদের মানসিক প্রতিবন্ধী বলে।
আশিফ শাহো লিখেছেন:সাক্ষী নাকি প্রমান কোনটা হলে চলবে? দশবারোজন এক্সপার্ট শুধু আমার ওএসটাই ক্রাস করাতে পারলো ড্রাইভার আর ইনষ্টল হল না।
যদিও অফটপিক হয়ে যাচ্ছে তবুও এখানেই বলছি -- তোমার ঐ হার্ডওয়্যারজনিত সমস্যাটার কোন সাপোর্ট কি কোন অনলাইন ফোরাম/সাইট/ব্লগে পাওনি? হয়তোবা আমি তোমার ঐ দশবারো জন অভিজ্ঞজনের মতো কেউ না, সামান্য একজন ব্যবহারকারী মাত্র তবুও তোমার কোন আপত্তি না থাকলে ঐ সমস্যাটার সমাধানে আমি একটু পরিশ্রম করতে চাই। সম্ভব হলে তোমার সমস্যাটা বিস্তারিত জানিয়ে আমাকে মেইল দিয়ো।
আর হ্যাঁ কোন বিষয়ে সাপোর্ট দিতে না পারলে যদি কোন ডিস্ট্রো বা ওএস পিছিয়ে পড়ে থাকে তবে সেক্ষেত্রে এমন হাজারো সমস্যা আছে এমএস এর ওএসগুলোতে।