টপিকঃ কর্পোরেট দেশপ্রেম এবং আমরা
আমি বিশ্বাস করি দেশপ্রেম লোক দেখানোর কিছু নয়, এর আগে কর্পোরেট দেশ প্রেম হিসেবে পতাকা উত্তোলনকে বর্জন করেছি, এইবার ৫০ কোটি টাকার (হয়তো এরকম কোন পরিমান) বিনিময়ে দেশপ্রেম দেখাইতে জাতীয় সংগীত গাওয়াকেও বর্জন করছি, আমাদের দেশের সকল প্রেম যদি পথের ধারে পরে থাকা ক্ষুদা যন্ত্রণায় কাতরাতে থাকা শিশুটিকে দেয়া হতো অথবা ভাঙ্গা চোরা সরকারি হাসপাতাল বা মাঠে ক্লাস করা সেই শিশুদের স্কুলের জন্য দেখানো হতো তখন আমি সম্মান জানাতাম এই দেশপ্রেমকে, আমি ভালবাসি বাংলা, আমি ভালবাসি বাংলাদেশকে, আমি ভালবাসি আমার দেশের সকল মানুষকে এবং আমি আমার এই ভালবাসাকে কর্পোরেট ভালবাসায় পরিণত হতে দিতে চাইনা !!
৫০ কোটি টাকায় কতোগুলো সরকারী হাসপাতাল গঠন করা সম্ভব ছিলো ?
৫০ কোটি টাকায় কতোগুলো পথশিশুর জীবন বদলে দেয়া যেত ?
৫০ কোটি টাকায় কতোগুলো উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব ছিলো ?
আরো অনেক কিছুই হয়তো বলে ফেলা সম্ভব ছিলো ! আমাদের সবচেয়ে বড় দোষ আমরা বড্ড ইমোশনাল জাতি, সবাই যেদিকে লাফাবে আমরা সেদিকেই ছুটে যাই, আমাদের মেরুদন্ড দুর্বল হয়ে যাচ্ছে, যে কোন সময় এই রেকর্ড ভেঙ্গে যেতে পারে এইরকম কিছুর জন্য এত্তোগুলো পয়সা খরচের কি কোন মানে হয় ?
আমার এখনো বিশ্বাস এই পয়সাগুলোর এর থেকেও অনেক বেশি ভালো ব্যবহার হতে পারতো !!
█ দেশ, দশ, দুনিয়া তথা বিশ্ব ব্রম্মান্ড হইতে নহে ষাইফ ঋাষেল আপাতত ফেসবুক হইতে আনা গাইয়েবুন