টপিকঃ Skrill এড্রেস ভেরিফিকেশন
প্রায় এক বছর আগে স্ক্রিলে একাউন্ট খুলেছিলাম আশিফ শাহো ভাইয়ের পোস্ট পড়ে। এড্রেস ভেরিফিকেশনের জন্য যে চিঠি দিয়েছে সেটা আসেনি (বিগ সারপ্রাইজ, তাই না )। সাপোর্টে মেইল দিলাম, বললো আমার নাম আর এড্রেস প্রিন্ট করা আছে এমন কিছু পাঠাতে। আইএসপির ইনভয়েস স্ক্যান করে পাঠালাম, বলে হবেনা। তারপর ন্যাশনাল আইডি স্ক্যান করে পাঠালাম। এখন আর কোনো খবর নাই। পাঠিয়েছি ২ মাসের উপর হয়ে গেছে। এরপর আরও দুবার মেইল দিয়েছি টিকেট নাম্বার উল্লেখ করে। কোনো খবর ই নাই। কাজ হোক না হোক একটা রিপ্লাই তো দিতে পারতো। চিন্তা করতেসি একাউন্ট পড়ে থাকুক, একসময় ডিএকটিভ্যাট হয়ে যাবে। ওদের লাখ লাখ গ্রাহক। আমার মত কিছু গ্রাহক হারালে কিছুই আসবে যাবেনা।