Re: ফোরামিকদের একটি স্প্রিং ব্রেকের ছবি নিয়ে তোলপাড় ও আমাদের ভাবনা
লেখা অনেক মজার হইছে
ধন্যবাদ
এতগুলা প্রশ্নবোধক চিহ্ন দিলেন কেন!
আমি মনে করে ছিলাম বাক্য গঠন ঠিক হয় নাই।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ফোরামিকদের একটি স্প্রিং ব্রেকের ছবি নিয়ে তোলপাড় ও আমাদের ভাবনা
লেখা অনেক মজার হইছে
ধন্যবাদ
এতগুলা প্রশ্নবোধক চিহ্ন দিলেন কেন!
আমি মনে করে ছিলাম বাক্য গঠন ঠিক হয় নাই।
ছড়াবাজ:
"যদি পেতাম একটি ছুটি
দিলাম এক ছুটগরীবের ক্যামেরা দিয়ে - বিকিনি পড়ুয়া ললনাদের
তুলতাম ছবি ফটাফটবয়স তো হলো মোটে চল্লিশ
লুলামির শুরু হবে এখনি - এখন নয় তো কখন? "
দলছুট হয়ে মনু যায় কোথা আহারে,
ডেডু মিয়া লোল ফেলে দেখ কি ও বাহারে,
ছবি তোলা মু্জ্জিটা কত কিছু দেয় নাই,
গেঞ্জী'র বালকের ডান হাত ভালা পাই।
আপনার টপিকগুলোতে আমার এক ধরনের প্রবলেম হয়। আর তা হচ্ছে কি মন্তব্য করবো তা খুজে পাই না। এখনো বুঝতে পারছি না কি মন্তব্য করবো। তবে টপিকটি ভালো লেগেছে। তাই সম্মাননা গ্রহন করুন
শুধু একটি-দুটি শব্দে "পড়লাম" বা "ভালো লেগেছে" বা "আজাইড়া হয়েছে" রিপ্লাই দিলেও টপিক দাতা খুশী হয়। তাই আশা করি সামনের বার শব্দের মার প্যাচে পরবেন না। আর বেশী সমস্যা হলে আমাকে জানিয়েন তবে আপনাকে ডিকশনারি গিফট করবো নে।
দলছুট হয়ে মনু যায় কোথা আহারে,
ডেডু মিয়া লোল ফেলে দেখ কি ও বাহারে,
ছবি তোলা মু্জ্জিটা কত কিছু দেয় নাই,
গেঞ্জী'র বালকের ডান হাত ভালা পাই।
লোল।
এই লিখাটি কে মুখোশ সিরিজের প্রথম পর্ব হিসেবে আমি চিন্তিত করলাম। মোট ১০ পর্বের সিরিজ হবে। পর্ব-২ অলরেডি অন্য সিক্রেট স্থানে প্রকাশ করেছি। তা ফোরামে দেবার মতো না কারণ সেই প্রকারের লুল লেখা। যেগুলো একটু কম লুল হবে সেগুলো ফোরামে শেয়ার করতে পারি।
সেই সিক্রেট স্থানে ফোরামের অনেক সিনিয়র ম্যাচিউরড সদস্য আছেন। সিক্রেট স্থানের লিংক আমার কাছে চেয়ে লাভ নাই।
যদি আপনার ফেবু থাকে ও নিজেকে ম্যাচিউরড মনে করেন তবেই কেবল উদা দাদার সাথে গোপন আলাপ করতে পারেন।
যার ফডু দিয়া ট্রল হেতেই ত নাই , হোয়ার ইজ মুজ্জি ও
শুধু একটি-দুটি শব্দে "পড়লাম" বা "ভালো লেগেছে" বা "আজাইড়া হয়েছে" রিপ্লাই দিলেও টপিক দাতা খুশী হয়।
এতে টপিক দাদা খুশি হলেও এতো সর্ট লেখা লিখলে লেখক দাতা (আইমিন আমি) খুশি হতে পারে না
যান তবুও আপনার কথাই মেনে নিলাম - সর্ট উত্তর দিলাম নিচে
পড়লাম
প্রজন্ম ফোরাম » বিবিধ » হাসির বাক্স » ফোরামিকদের একটি স্প্রিং ব্রেকের ছবি নিয়ে তোলপাড় ও আমাদের ভাবনা
০.০৫৮৯৪১১২৫৮৬৯৭৫১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৯.৬৩৩৭২৩৬৩৫৫১১ টি কোয়েরী চলেছে