টপিকঃ শুরু হলো বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান কসমস: A SpaceTime Odyssey
আজ রাত ৮.৩০ মিনিট হতে(সাউথ এশিয়ার জন্য) শুরু হলো ৮০ দশকের জনক প্রিয় বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান কসমস এর ধারাবাহিকতায় Cosmos: A SpaceTime Odyssey । ১৪ বিলিয়ন বছর আমাদের কাছে হাজির করা হবে ১৩ টি পর্বে। প্রথম পর্বটি গতকাল পর্যন্ত বিভিন্ন দেশে অফিসিয়ালি ৮.৫ মিলিয়ন মানুষ দেখেছেন।
মূলত এই অনুষ্ঠানে বিগ ব্যাং হতে এখন পর্যন্ত(যাকে কসমিক ক্যালেন্ডার বলা হয়) বিজ্ঞানীরা কি কি জানে বা তারা কি ধারণা করে তাই দেখানো হবে এই ডকুমেন্টারি সিরিজে।
টিভিতে প্রথম পর্বটি দেখে ভালই লাগলো ।
ডালো লিংক খুজতে গুগল করতে পারেন
Cosmos A Space Time Odyssey S01E01 720p HDTV 300MB
কার্ল সেগান যিনি ১৯৮০ সালের দিকে এই অনুষ্ঠান শুরু করেছেন তাকে নিয়ে প্রজন্ম ফোরামের তথ্য বহুল টপিকের লিংক http://forum.projanmo.com/topic40100.html
কসমিক ক্যালেন্ডার http://forum.projanmo.com/topic10716.html