Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
আসলেই বিশ্বকাপ এ একটা উৎসব উৎসব ভাব সারা দেশে। খুব উপভোগ করছি সেইটা। আর আমেরিকায় ও যে এই আনন্দের ছিটেফোঁটা কিঞ্চিত আছে দেখে ভালই লাগছে ।
█░▀░█ █▄▄█ ▀▀█ █░░█ █░▀░█ ▄▀░
▀░░░▀ ▀░░▀ ▀▀▀ ░▀▀▀ ▀░░░▀ ▀▀▀
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
ভিডিও অনেক কেঁপে গেছে কোনো কারণে
৪ ১৬-০৩-২০১৪ ০২:১৫ সর্বশেষ সম্পাদনা করেছেন পরিবেশ প্রকৌশলী (১৬-০৩-২০১৪ ০২:১৭)
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
যাই বলুন ... ঢাকাকে ছাড়িয়ে চিটাগাং অনেক উপরে ...
টাইম স্কয়ারেরটা কিছুক্ষন আগেই দেখলাম । ভাল করেছে ।
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
জোস হইসে।
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
চিটাগং মেডিকেল, ভার্সিটি আর নিউইয়র্ক ছাড়া একটাও মনেহয় ফ্ল্যাশমব ক্যাটাগরীতে পড়ে না।
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
বেশ সুন্দর হয়েছে! টাইমস স্কয়ারের মত জায়গায় এরকম কিছু করা সহজ না। উদ্যোগীদের প্রাণ থেকে ধন্যবাদ দেশের নাম উঁচু করার জন্য।
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
সেই হইসে!
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
যখন পতাকাটা নিয়া দৌড় দিল...কেমন যেন একটা ফিলিংস লাগল..
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
অনেক ন্যাচারল মনে হল, ভিডিও এডিটিং একেবারে যুতসই হয়েছে
Re: এবার সিটি কলেজ অফ নিউইয়কর্ের ফ্লাস মব......(টাইমস স্কয়ার)
সবাইকে ধন্যবাদ......আসলে অনেক গুলো বিপত্তি ছিলো এটা করতে। সবচেয়ে বেশি হলো সবার সময় নিয়ে। শুক্রবার সপ্তাহের সবচেয়ে বিজি ডে, তাই আমি সহ অনেকেই যেতে পারিনি। টাইমস্ স্কায়ারের টপ ভিউ নেওয়ার দ্বায়িত্ব ছিলো আমার প্রজেক্ট মেম্বারের, কিন্তু সব কিছু নিয়ে সে রেডি থাকলেও, ঠিক ওই সময়ে অফিসের এক কাজে আটকে যায়।
আবার ওই টাইমস স্কয়ারে অনুমতি পাওয়া গিয়েছিলো মোটে ১৫ মিনিটের, তাই প্রথম চেষ্টায় যা হয়েছে, তাই সই......এতোকিছুর পরেও উটকো সিকিউরিটি এসে ঝামেলা করতে চেয়েছিলো, যা ভিডিওর প্রথমেই দেখা গেছে।