টপিকঃ এক্সপেরিয়া সি এবং মটো জি তুলনা ও পোল
সনির এক্সপেরিয়া সি এবং মটোরোলার মটো জি এর মধ্যে কোনটি ভালো হবে?
কেউ জিজ্ঞেস করবেন না আমি ছবি তুলব নাকি গান শুনব? সেটাতে কনফিউশন বেড়ে যায়।
গত ঈদে একটা স্যামির এন্ডূ কিনেছিলাম। কিছুদিন ইউজও করেছি, সেটা এক ছোট ভাই জুলুম করে বেচতে বাধ্য করেছে ( স্যামি S duos )
আমার কাছে সনি সি এর যেটা ভালো লাগে নাই সেটা হলো ডুয়েল সিম। আমি ডুয়েল সিম প্রায়েরটি দিচ্ছিনা ( না থাকলে খুব ভালো হয় ) এছাড়া ছবি তোলার জন্য ক্যামেরা আছেই তাই একেবারে খুব শার্প ছবি না হলেও চলবে জাস্ট রাস্তায় "স্যাড বাট ট্রুর" কিছু স্নাপ মিস করার জন্য মোবাইলে ক্যামেরা দরকার।
সম্পূর্ন আপনাদের নিজেদের কাছে কোনটা ভালো লাগে সেটা বলেন বা ভোট দিন। কোন ব্যাখ্যার দরকার নেই ( আমি আবারও কুনফিউশনে পড়ে যাব ) আপনি কিনলে কোনটা কিনতেন জানান।
আরেকটা জিনিস কোথায় থেকে কেনা যায় সেটাও জানান ( যেমন গ্যাঁটগ্যাঁট এন্ড গিয়ার, নাকি https://facebook.com/amazon.co.bd নাকি অন্য কোন অথারাইজ শোরুম ...)
এছাড়া আমার বাজেট 22K~23K এর মাঝে কি এরচেয়ে ভালো কনফিগের কোন ফোন পাওয়া যাবে...
হ্যাপি পোলিং ও এডভান্সড ধন্যবাদ