টপিকঃ ওএস বুট হচ্ছে না, হার্ডড্রাইভ পার্টিশন হচ্ছে না...
গতকাল অফিসে ওয়াইফাই দিয়ে পিসি এবং নেটবুকে ''হোম নেটওয়ার্ক'' তৈরি করে পিসি থেকে নেটবুকে ফাইল ট্রান্সফার করছিলাম। প্রথমবার ভালভাবেই কাজ সম্পন্ন হল। কিন্তু পরে যখন আরও কিছু ফাইল ট্রান্সফার করতে যাব ঠিক সেই সময়েই নেটবুট হঠাৎ করে রিস্টার্ট নিল। বুটিং এর সময় ম্যাসেজ দেখাল ''অপারেটিং সিস্টেম নট ফাউন্ড''। পাওয়ার অফ করে অবার চালু করলাম। চালু হল। এবারও ফাইল ট্রান্সফার করতে গিয়ে হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। এবার বুটিং এর সময় এই ম্যাসেজটা দেখিয়ে আবার নিজ থেকেই রিস্টার্ট নিল। এবার ওয়ানিং ম্যাসেজ দেখাল- Immediately back-up your data and replace your hard disk drive. A failure may be imminent.
Press F1 to continue.
কন্টিনিউ করে চালু করলাম হল না। ভাবলাম অপারেটিং সিস্টেম আবার দেব। দিলাম। কিন্তু হার্ডড্রাইভ পর্যন্ত শো করে । সামনে আর এগুয় না। কয়েকবার ট্রাই করার পর টোটালি বিরক্ত হয়ে পুরো হার্ডড্রাইভ পার্টিশন ভেঙ্গে নতুন করে দেওয়ার মনস্থির করলাম। হার্ডড্রাইভ পার্টিশন ভাঙ্গল কিন্তু পরে আর পার্টিশন বানানো গেল না। পরে যখন আবারও উইন্ডোজ দিয়ে ট্রাই করলাম তখন মাঝে-মধ্যে হার্ডড্রাইভ শো করে, মাঝে-মধ্যে করে না।
বায়োসে হার্ডড্রাইভ শো করে সবসময়। হিরেন বুট সিডি দিয়ে সিডি থেকে ''প্যারাগন পার্টিশন ম্যানেজারসহ'' বেশ কয়েকটি টুল দিয়ে ট্রাই করলাম। সেখানে হার্ডড্রাইভ শো করে। হার্ডড্রাইভ বানানো যায়, ভাঙ্গা যায়। কিন্তু পরে আবার ওএস দিতে গেলে নেয় না। তবে হিরেন বুট সিডি দিয়ে দেখলাম- পার্টিশন বানাতে গেলে যেমন c, d, e ইত্যাদি সিরিয়ালভাবে ড্রাইভ হয় সেখানে তেমনটি দেখায় না। শুধু 100 এমবি c ড্রাইভে রেখে বাকি ড্রাইভগুলোর d, e ইত্যাদির পাশে স্টার চিহ্ন দেখায়। অথচ আমি তো সি ড্রাইভ ক্রিয়েট করেছি 50 এমবি দিয়ে!!!
কি বিরক্তিকর অবস্থায় যে আছি ভাই। কি করব? একটা সলিউশন চাই প্লিজ....