টপিকঃ ল্যাপটপ কিনবো পরামর্শ চাই।
একটা ল্যাপটপ কিনতে হবে। কিন্তু কোনটা কিনব বুঝতে পারছি না। বাজেট ৬৫ হাজার টাকা। কোন ব্রান্ডের কিনলে ভাল হবে। গুরুজনদের একটু পরামর্শ চাই। আর ডেল কেমন একটু জানাবেন প্লিজ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » ল্যাপটপ কিনবো পরামর্শ চাই।
একটা ল্যাপটপ কিনতে হবে। কিন্তু কোনটা কিনব বুঝতে পারছি না। বাজেট ৬৫ হাজার টাকা। কোন ব্রান্ডের কিনলে ভাল হবে। গুরুজনদের একটু পরামর্শ চাই। আর ডেল কেমন একটু জানাবেন প্লিজ।
ডেল, এইচপি ইত্যাদি নিতে পারেন।
Ans to paiyai gelen abar ki. apni HP nen lav hobe.
ভাই আমি মনে করি টাচ স্ক্রীন না কেনাই বেটার..আমি অনেককে সমস্যায় পড়তে দেখেছি। OS অনেক সময় সমস্যা করে..কারন আপনার মডেলে যেহেতু জেনুইন উইনডোজ নেই তাই..আগেই সাবধান করলাম..আমি এইচপি প্রো বুক নিয়ে অনেক সমস্যায় আছি..প্রথমে ডিস্পেতে সাদা দাগ দেখা গেল...warranty থাকায় service এ দিলাম...এখন নতুন সমস্যা noise হচ্ছে.....সারাক্ষন..হালকা তবে বিরক্তিকর..হার্ডডিস্কে না ফ্যানের সমস্যা বুঝছি না..আর 15” কেনায় ভাল ব্যাটারি ব্যাকআপও পাই না..তাছাড়া মনে করেছিলাম..আলাদা গ্রাফিক্স আছে..ফাটাফাটি পারফরমেন্স পাব..সে আশায় গুড়ে বালি..আমি নিয়েছিলাম..HP probook 450 G1...তাই সাবধান..সমস্যা গুলো এড়ানোর চেষ্টা করবেন...আর যেহেতু আপনার বাজেট আরও বেশী(আমার তুলানায়) আমি মনে করি টাচ না নিলে i7 পেতে পারেন..ULV প্রসেসরের ল্যাপটপগুলো ট্রাই মারেন..Asus..এর কতগুলো ভাল নতুন মডেল আছে আমার জানা মতে..আর Fujitsu নিলেও মন্দ হয় না.আর যাই করেন ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন..না হলে আমার মতো পস্তাতে হবে বললাম..
প্রজন্ম ফোরাম » বিবিধ » ল্যাপটপ কিনবো পরামর্শ চাই।
০.০৪০৩৭০৯৪১১৬২১০৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৫.১৯০৫৪১৮১২৩৪১ টি কোয়েরী চলেছে