টপিকঃ গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ

আমার সি ড্রাইভে দিন দিন জায়গা কমে যাচ্ছে। যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট করি, কালপ্রিট ভেবে www ফোল্ডার টাকে সরায় দিলাম অন্য ড্রাইভে। ডাউনলোড করা ফাইল ও সি ড্রাইভ থেকে নিয়মিত সরানো হয়, ডিস্ক ক্লিন আপ করা হয়। তাও জায়গা কমে যাওয়ায় TreeSizeFree দিয়ে স্ক্যান দিলাম কীসে এত জায়গা খাচ্ছে বের করতে। এপডাটা। সাড়ে পাঁচ গিগার উপর সাইজ। এর মধ্যে সাড়ে চার গিগাই খেয়ে রেখেছে গিটহাবের ডাটা।

এ ধরনের সমস্যা কি ফোরামে আর কারও হয়েছে?

সর্বশেষ সম্পাদনা করেছেন invarbrass (১১-০৩-২০১৪ ১২:২০)

Re: গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ

Calm... like a bomb.

Re: গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ

সর্বশেষ সম্পাদনা করেছেন সাইফুল_বিডি (১১-০৩-২০১৪ ১৫:১০)

Re: গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ

কেন জানি আমি গিটহাব ব্যবহার করি না, গিটে আমার কেবল একটা প্রজেক্ট আছে, তাও যতদুর মনে পড়ে অন্য একটা প্রজেক্টের ফর্ক। আমার সব প্রজেক্ট আমার পারসোলান ড্রপবক্সে আর ল্যাপটপ + ডেস্কটপে সিঙ্ক করা থাকে। যেহুতু পিএইচপি দিয়ে কাজ করি তাই সোর্সকোড অত বড় হয় না। আমার গিটহাবের এপ ডাটা মাত্র ৯ কেবি। ব্রাশু ভাইয়ের বলা সিস্তেম ফলো করতে পারেন, আর যদি আপনার সব ডাটা ইম্পরটান্ট হয় তবে সেটিং থেকে ডিফল্ট স্টোরেজ চেঞ্জ করে দিন।

এই ব্যাক্তির সকল লেখা কাল্পনিক , জীবিত অথবা মৃত কারো সাথে মিল পাওয়া গেলে তা সম্পুর্ন কাকতালীয়, যদি লেখা জীবিত অথবা মৃত কারো সাথে মিলে যায় তার দায় এই আইডির মালিক কোনক্রমেই বহন করবেন না। এই ব্যক্তির সকল লেখা পাগলের প্রলাপের ন্যায় এই লেখা কোন প্রকার মতপ্রকাশ অথবা রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না।

Re: গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ

মুশকিল। প্রজেক্ট ডিলিট করে ক্লোন করতে সমস্যা নেই। চিন্তা করতেসি এপ ডাটা কীভাবে কমাবো। গুগল করেও কিছু পেলাম না।

Re: গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ

Re: গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ

লেখাটি LGPL এর অধীনে প্রকাশিত

Re: গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ

এপডাটার সবগুলো ফোল্ডার অন্য একটা ড্রাইভে সরিয়ে ফেলেছি। গিট শেলে এখনো কোনো এরর দেখায় নি। কয়েকদিন ব্যবহার করে দেখি, সমস্যা না করলে ফোল্ডারগুলো ডিলিট করে দিবো।

সর্বশেষ সম্পাদনা করেছেন রাব্বি হোসেন (১২-০৩-২০১৪ ১৬:৩৭)

Re: গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ