টপিকঃ গিটহাব এপ ডাটা (উইন্ডোজ ৭) সাইজ
আমার সি ড্রাইভে দিন দিন জায়গা কমে যাচ্ছে। যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট করি, কালপ্রিট ভেবে www ফোল্ডার টাকে সরায় দিলাম অন্য ড্রাইভে। ডাউনলোড করা ফাইল ও সি ড্রাইভ থেকে নিয়মিত সরানো হয়, ডিস্ক ক্লিন আপ করা হয়। তাও জায়গা কমে যাওয়ায় TreeSizeFree দিয়ে স্ক্যান দিলাম কীসে এত জায়গা খাচ্ছে বের করতে। এপডাটা। সাড়ে পাঁচ গিগার উপর সাইজ। এর মধ্যে সাড়ে চার গিগাই খেয়ে রেখেছে গিটহাবের ডাটা।
এ ধরনের সমস্যা কি ফোরামে আর কারও হয়েছে?