টপিকঃ T-20 বিশ্বকাপ প্রচারণায় ফ্লাশ মব
সব ভার্সিটি পাবলিকদের মাঝে রাস্তায় করলে আরো ভালো হতো।
Chittagong University এর ফ্লাশ মব
Agricultural University Sylhet এর ফ্লাশ মব
NSU এর ফ্লাশ মব
SEC এর ফ্লাশ মব
UIU এর ফ্লাশ মব
DU
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » T-20 বিশ্বকাপ প্রচারণায় ফ্লাশ মব
সব ভার্সিটি পাবলিকদের মাঝে রাস্তায় করলে আরো ভালো হতো।
Chittagong University এর ফ্লাশ মব
Agricultural University Sylhet এর ফ্লাশ মব
NSU এর ফ্লাশ মব
SEC এর ফ্লাশ মব
UIU এর ফ্লাশ মব
DU
চিটাগং ইউনির ফ্ল্যাশ মবটা দারূন হয়েছে। একদম সব মানুষের চোখে নিখাদ কৌতূহল দেখা যাচ্ছে।
দারুন হইছে। বাট অরিজিনাল মিউসিক ভিডিও তে কিছু ক্রিকেটের সিন দিলে আরও ভাল হত। (আমার পার্সোনাল অপিনিওন)
NSU এর ভিডিওটায় মেয়েটা এসে দাঁড়াতেই ক্যান জানি হাত থেকে শুরু করে ঘাড় পর্যন্ত শরীর এর পশম দাঁড়িয়ে গেছে। কেন সেটা জানিনা। ভিডিওটা আর দেখতে পারিনি।
UIU এখন পর্যন্তো ভোটিং এ সবচেয়ে এগিয়ে আছে। আর মান এর দিক থেকে চিটাগাং এর ভিডিওটা সব দিক থেকে বেটার ছিলো অন্যগুলোর চাইতে। কিন্তু ফ্ল্যাশ মব এর মূল কিছুজিনিস সব জায়গাতেই মিসিং তাই আমার কাছে আলাদাভাবে কোনটাই ভালো লাগেনি।
সবকয়টাই চমৎকার তবে কি জানি মিসিং ছিলো অথবা অতি নাটুকিয়তা করার চেষ্টা হচ্ছিল বলে মনে হচ্ছিলো, যাহোক NSU এরটা বাদে বাকিগুলান বেশ ভালই
পুনশ্চঃ ব্যাক্তিগত ভাবে আমার টি ২০ ওয়ার্ল্ড কাপে এইবার কিছুই তেমন আকর্ষণীয় মনে হচ্ছেনা, দেশকে উপস্থাপন করার কোন চেষ্টাই নাই, দুঃখজনক, ফুয়াদের কম্পোজিশন যথেষ্টই চমৎকার লেগেছে, ভালো লেগেছে এই ফ্ল্যাশ মব তবে দেশরে কি কোনভাবে প্রেজেন্ট করা যেতে পারত না ? তীব্র ধিক্কার আয়োজনকারী সংস্থার এই প্ল্যান প্রোগ্রামকারীদের
আমার নজরে Chittagong Medical কলেজের ফ্লাশ মব সুন্দর হয়েছে। কিন্তু লেট করে পাবলিশ করাতে তারা পিছিয়ে গেছে।
ওয়েট করেন......কালকে আমাদের নিউইয়কর্ সিটি কলেজেরটা আসছে(শুট হচ্ছে) ......... (ভেনু্য টাইমস স্কয়ার...
)
নিউইর্য়কবাসীদের আমন্ত্রন......সন্ধ্যা ৬টায়........।
আমি মনে করি বাংলা সংস্কৃতিতে একটি নতুন একটা ধারা যোগ করলো ফ্লাশ মব। আশা করি কিছু দিনের মধ্যেই প্রথম আলো ফ্লাশ মবের কোন বাংলা নাম দিয়ে দেবে। কিন্তু রাস্তার সিগনাল বন্ধ করে ফ্লাশ মব করা ঠিক না।
আরো কিছু ফ্লাশ মব
Friendship university of Russia
University of Liberal Arts Bangladesh (ULAB).
Stamford University Bangladesh (ফ্লাশ মব প্লাস হোলি খেলা এক সাথে)
UODA
Dhaka Residential Model College
Southeast University
AIUB Performance
[video (unkown provider)]
কিঞ্চিত অফটপিক
বাচ্চা পুলাপান দূরে থাকেন।
এটাই সবচেয়ে ভালো হয়েছে
একটা আসল ফ্ল্যাশ মব করেছে টেক্সাস ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। চমৎকার হয়েছে। এটা সবদিক দিয়েই ফ্ল্যাশ মবের সংজ্ঞার সাথে যায়।
https://www.facebook.com/photo.php?v=67 … mp;theater
ফেবু থেকে শেয়ার করছি
ফেবু থেকে শেয়ার করছি
এই টপিকের ১১ নাম্বার পোস্টে এটা শেয়ার করা হয়েছে
কিঞ্চিত অফটপিক
বাচ্চা পুলাপান দূরে থাকেন।
লুলিয়াস
আইইউবি তে গত ১৬ তারিখে সো কলড ফ্ল্যাশ মব ...
পোস্ট প্রোডাকশনের জন্যে আমার পিসিতে অপেক্ষা করছে :p
কেমন হবে কোন গ্যারেন্টি দিতে পারছি না । ক্যামেরার দায়িত্বে আমি ছিলাম না । ১২ টা ডিএসএলআর দিয়ে শুট করা হয়েছে ।
এর মধ্যে একটা ৭০ডি , ৩ টা ৬০ডি ছিল ...
মেম্বারদের মধ্যে সমন্বতার অভাব পরিলক্ষিত । অনেকেই আছে এই ইভেন্টের মাধ্যমেই একে অপরের সাথে পরিচিত হয়েছে ।
তবে ... তবে সব কিছু ছাপিয়ে আইইউবি ফিল্ম ক্লাব ইজ ব্যাক ইন দ্যা গেইম ।
আশা করি আপনাদের সবাইকে ভাল কিছু উপহার দিয়ে যাব । সোমবারে অনলাইনে আপলোড করা হতে পারে । উৎলেক্ষ যে , এটা একটি ফ্ল্যাশ মব নয় । বলতে পারেন মিউজিক ভিডিও ।
ভাল লাগল সবগুলোই
aiub এর পারফোমেন্স ভাল হইসে! কিন্তু আর্কিটেকচার আর এমএমসি ডিপার্টমেন্ট - ক্যাম্পাসের সামনের করছে!
স্বাভাবিক ভাবে ক্যাম্পাসের ভেতরে ফ্ল্যাশ মবের ফ্লেভার দেয়া সম্ভব না!
aiub যে এটা করার পারমিশন দিসে এটা দেখেই তো আমি অবাক! পোলাপাইনের অনেক কাঠখোঁড় পুড়াইতে হইসে শিউর!
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির উন্মাদনা দেশের সীমানা ছাড়িয়ে ছুঁয়েছে বিদেশেও। ক্রিকেট জনপ্রিয় নয় এমন দেশেও হয়ে গেছে টি-টোয়েন্টি থিম সং নিয়ে ফ্ল্যাশ মব। নিউ ইয়র্ক ও মস্কোতে বাংলাদেশি ছাত্র ছাত্রীরা আয়োজন করেছিলেন ফ্ল্যাশ মবের। এবারে তারই এক ঝলক।
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » T-20 বিশ্বকাপ প্রচারণায় ফ্লাশ মব
০.০৮৫৭০৬৯৪৯২৩৪০০৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৬.৯২০৫৪৭১৬৬৬১ টি কোয়েরী চলেছে