Re: T-20 বিশ্বকাপ প্রচারণায় ফ্লাশ মব
সুত্রাপুর, গাজীপুর থেকে একটা ফ্লাস মব। ভালই হয়েছে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » T-20 বিশ্বকাপ প্রচারণায় ফ্লাশ মব
সুত্রাপুর, গাজীপুর থেকে একটা ফ্লাস মব। ভালই হয়েছে।
ক্যাম্পাসের ভেতরের গুলো ফ্ল্যাশ মব বলা যায়না। ফ্ল্যাশ মব সবসময় পাবলিক প্লেসে করতে হয়। আপনারা ভার্সিটির সামনে করেননা সমস্যা কি? ভেতরে কেন?
aiub এর পারফোমেন্স ভাল হইসে! কিন্তু আর্কিটেকচার আর এমএমসি ডিপার্টমেন্ট - ক্যাম্পাসের সামনের করছে!
কেন যে ক্যাম্পাস ৭ এর সামনে করছে বুঝলাম না, বনানীর রাস্তায় নেমে গিয়ে করলে আরও ভাল হত। কিন্তু ওভারঅল প্রশংসা পাওয়ারই যোগ্য।
AIUB আসলে ফ্ল্যাশ মব করে নাই। করছে পার্ফরমেন্স। এইটা ওরা ক্লিয়ার কইরা লিখ্যা দিছে। মাথায় ঘিলু আছে নাইলে ফ্ল্যাশমব লিখলে পচানী খাইত। আর বনানী মোড়ে করা টাফ হইয়া যায়। কারন আর প্রাইভেট একটা ইউনির পক্ষে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে আটকানো সোজা কথা না যেটা বুয়েট কিংবা পাবলিক ইউনিগুলা সহজেই করতে পারে। তাছাড়া AIUB স্টুডেন্ট দেরকে এইসব ব্যাপারে সাপোর্ট দেয় না। পারলে আরও আটকায়া রাখে।
IUB এর টা এখনও বানায়ে শেষ করতে পারো নাই ? দেখা হইলে মাইর তো একটাও নীচে পড়বে না!
anyway, কিঞ্চিৎ অফটপিক: ফ্লাশমব কি জিনিস প্রথম টের পেয়েছিলাম এই ভিডিও দেখে, এটার তুলনায় উপরের কয়টা আসলে "ফ্লাশমব" আর কয়টা "মিউজিক ভিডিও" নিজেরাই মনে হয় টের পাবেন।
aiub এর পারফোমেন্স ভাল হইসে! কিন্তু আর্কিটেকচার আর এমএমসি ডিপার্টমেন্ট - ক্যাম্পাসের সামনের করছে!
![]()
স্বাভাবিক ভাবে ক্যাম্পাসের ভেতরে ফ্ল্যাশ মবের ফ্লেভার দেয়া সম্ভব না!
aiub যে এটা করার পারমিশন দিসে এটা দেখেই তো আমি অবাক!পোলাপাইনের অনেক কাঠখোঁড় পুড়াইতে হইসে শিউর!
আপনি দেখি এআইইউবির ভিতরের খবরও জানেন
কোন রিলেশান ছিল / আছে ?
আপনি দেখি এআইইউবির ভিতরের খবরও জানেন
কোন রিলেশান ছিল / আছে ?
এআইইউবির গাছের পাতা তার খবর জানে প্রিন্সিপাল ত বাদ ই দিলাম ।
আজ বসে পুরা মব দেখলাম তার মধ্যে বেস্ট হইছে Chittagong University ,Chittagong Medical , city collage new work
ফানি হইছে বাচ্চা পুলাপান থেকে যেটাকে দূরে থাকতে বলা হয়েছে সেটা
ওভারওল এটাই বেস্ট
প্রখর রুদ্র লিখেছেন:আপনি দেখি এআইইউবির ভিতরের খবরও জানেন
কোন রিলেশান ছিল / আছে ?এআইইউবির গাছের পাতা তার খবর জানে প্রিন্সিপাল ত বাদ ই দিলাম
।
জল আপু কি AIUB এর নাকি?
Jol Kona লিখেছেন:aiub এর পারফোমেন্স ভাল হইসে! কিন্তু আর্কিটেকচার আর এমএমসি ডিপার্টমেন্ট - ক্যাম্পাসের সামনের করছে!
![]()
স্বাভাবিক ভাবে ক্যাম্পাসের ভেতরে ফ্ল্যাশ মবের ফ্লেভার দেয়া সম্ভব না!
aiub যে এটা করার পারমিশন দিসে এটা দেখেই তো আমি অবাক!পোলাপাইনের অনেক কাঠখোঁড় পুড়াইতে হইসে শিউর!
আপনি দেখি এআইইউবির ভিতরের খবরও জানেন
কোন রিলেশান ছিল / আছে ?
জল আপু কি AIUB এর নাকি? thinking
আগে আমারে এটা বলে আপনারা ওই ক্যাম্পাসের কেউ কিনা! মানে
ইস্টুডেন্ট? ফ্যাকাল্টি মেম্বার? এ্যডমিনেস্ট্রেশন লেভেলের কারো চাচা-ভাতিজা!?
না কোন সুন্দ্রি ফ্যাকাল্টির বড়/ছোট ভাই!
নগদে মাইরকে খাবে! আমি তো না!
রাজশাহী ইউনির ফ্ল্যাশ মব দেখলাম, বাকিদের চাইতে একটু আলাদা করছে কিন্তু অই ফ্লেভারটা সে নাই! সেই ক্যাম্পাসের ভেতরে!
প্রখর রুদ্র লিখেছেন:আপনি দেখি এআইইউবির ভিতরের খবরও জানেন
কোন রিলেশান ছিল / আছে ?তাহাসান কাব্য লিখেছেন:জল আপু কি AIUB এর নাকি? thinking
আগে আমারে এটা বলে আপনারা ওই ক্যাম্পাসের কেউ কিনা! মানে
ইস্টুডেন্ট? ফ্যাকাল্টি মেম্বার? এ্যডমিনেস্ট্রেশন লেভেলের কারো চাচা-ভাতিজা!?
![]()
না কোন সুন্দ্রি ফ্যাকাল্টির বড়/ছোট ভাই!![]()
![]()
নগদে মাইরকে খাবে! আমি তো না!
এখন আর কেউ না। সাবেক ইস্টুডেন্ট
কিন্তু কিল্লাইগ্যা?
প্রখর রুদ্র লিখেছেন:আপনি দেখি এআইইউবির ভিতরের খবরও জানেন
কোন রিলেশান ছিল / আছে ?তাহাসান কাব্য লিখেছেন:জল আপু কি AIUB এর নাকি? thinking
আগে আমারে এটা বলে আপনারা ওই ক্যাম্পাসের কেউ কিনা! মানে
ইস্টুডেন্ট? ফ্যাকাল্টি মেম্বার? এ্যডমিনেস্ট্রেশন লেভেলের কারো চাচা-ভাতিজা!?
![]()
না কোন সুন্দ্রি ফ্যাকাল্টির বড়/ছোট ভাই!![]()
![]()
নগদে মাইরকে খাবে! আমি তো না!
রাজশাহী ইউনির ফ্ল্যাশ মব দেখলাম, বাকিদের চাইতে একটু আলাদা করছে কিন্তু অই ফ্লেভারটা সে নাই! সেই ক্যাম্পাসের ভেতরে!
প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, এখনো প্রায়ই যাই ওদিকে।
অবশেষে IUB এর ফ্লাশ মব মিউজিক ভিডিও ...
শ্রাবণ সাহেব ভিডিও প্রাইভেট কিল্লাই
অবশেষে IUB এর ফ্লাশ মব মিউজিক ভিডিও ...
![]()
ফুটেজ এর শর্ট ছিল বলে তো মনে হয় না! ক্লিপ এত কম ইউজ হইসে কেন!
শ্রাবণ ভাইয়ায় এমন হইল কেনু জবাব দেও
সবচেয়ে বেশি চোখে লাগছে ছেলেটা টুপি মাথায় দিল এর পর এর মাঝে একটা ক্লিপ গেল- ক্যামেরা রলিং হইতে হইতে লিফট পর্যন্ত গেল, শেষ। এইখানে ক্লিপ এর মিস-ম্যাচ হইছে! ( গ্রাউনডের ৩৬০ এঙ্গেলের একটা ফুটেজ ভাল মানাইতও! অর অই দিকের কোন একটা!
আর ক্লিপ টু মাচ জারকিং করছে! মানে সাইড চেঞ্জিং গুলো মাত্রাতিক রকম বেশি হইসে! কিন্তু সাইড গুলো ঠিক মত প্লেস হয় নাই! সুইচিং গুলো একটু স্মুথ করলে ভাল হইত না!?
তবে স্টাটিং টা ভালা লাগছে!
মাঝে একটু টুইস্টিং করার চেষ্টা হইসে! কেন জানি ফুটে নাই! মোটরবাইক এর পার্ট এর কথা বলতেছি.!
আর একটা জিনিস মজার ছিল প্রপ ইউজ! পানির মধ্যে!
(বেশি বলে ফেলছি!, স্যরি ) আমি এক্সপেক্ট করছিলাম AIUB কে বিট করতে পারবেন!
ওদের এডিটিং এর জন্য কিন্তু জিনিশটা ভাল লাগছে অনেক! প্রিটি শিউর মুশফিক ভাই আর মনির ভাই এর টাচ আপ আছে!
দুইটাই মিউজিকভিডিও ; এই জন্য এক্সপেক্টেশন একটু হাই হইয়া গেছে!
সামনে আরো ভাল করবেন! বেস্ট অফ লাক!
প্রাক্তন স্টুডেন্ট ছিলাম, এখনো প্রায়ই যাই ওদিকে।
মারে!!! সবাই দেখি প্রাক্তন ছাত্র ; আমি হুদাই ডরাইলাম! আমিও সেই!
তবে...... গেঞ্জাম করে বের হয়ে গেছি আরকি
আপনাদের জন্য একটা কইরা চকলেট >O< >@<
একটা আপনার জন্য, একটা তাহসান ভাইয়ের জন্য ! ক্যাম্পাসের বড়/ছুডু ভাই ব্রেদার বলে কথা!
সমস্যাটা হলো আমাকে এডিটিং এর কাজ করতেই দেয়া হয়নি । আমি শুধু বসে বসে চেয়ে চেয়ে দেখলাম । আমার মাথায় আছে নিজের একটা ভার্সন করে ফেলার , কারন সকল ভিডিও আমার কাছে আছে । ডিরেক্টর যিনি তিনি আর আইইউবিএফসির প্রেসিডেন্ট মিলেই কাজটা করেছে । তারা চেষ্টা করেছে । আমার কোন আক্ষেপ নেই কিন্তু জল কনা আপির মত আমারো দুইটা দ্বিমত ছিল । ভিডিও গুলো সিঙ্ক করেনি ... মাত্রারিক্ত ভিউ চেইঞ্জ , আমি এগুলো সব গুলোই বলেছিলাম । বলেছিলাম কিছু ক্লিপ বাদ দিতে ... হুম ...
আমি ব্যাক্তিগত ভাবেই দেখেছি অনেক ভূল আছে । আমি শুধু ফিডব্যাকের জন্যে অপেক্ষা করছিলাম । দয়া করে সবাই ফিডব্যাক দিন । ... খারাপ ভাল তাতে কোন সমস্যা নেই ।
এখানে সম্ভবত কিছু পরিবর্তন করেছে ... এটা দেখতে পারেন । ক্যামেরা ও ভিডিও এডিটিং এ আমি নেই । অভিজ্ঞতা ছাড়া কাজ করতে চাইনি শুধু ক্যামেরা আর পিসি ছিল আমার
ফিডব্যাক চাই ... ফিডব্যাক ...
.
ফিডব্যাক চাই ... ফিডব্যাক ...
ব্যক্তিগত মতামতঃ ভালো লাগেনি।
পানিতে নাচানাচি সাথে ক্যামেরার নাচানাচি। কি হচ্ছে ঠিক বুঝা যাচ্ছিলো না।
ICC WORLD CUP T20 2014 FLASH MOB from Daffodil Institute of Information Technology ( DIIT)
কেমন লাগলো জানাবেন।
মোটামুটি ভালো।
@ইমরান তুষার মনে হল তোমাকেও শেষের দিকে নাচানাচি করতে দেখলাম!
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » T-20 বিশ্বকাপ প্রচারণায় ফ্লাশ মব
০.০৮৬৫০৮০৩৫৬৫৯৭৯ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮০.৩২৫৫২৭১৩৭২৩১ টি কোয়েরী চলেছে