টপিকঃ সাদা সিংহ
১৪ই জানুয়ারি ২০১৪, গিয়ে ছিলাম গাজিপুরের বঙ্গবন্ধু সাফারি পার্ক। একটা সাফারি পার্ক যতটা সুন্দর হওয়া উচিত ততোটা না হলেও একেবারে খারাপ বলা চলে না। আমরা শুধু আশা করতে পারি সময়ের সাথে সাথে আর সুন্দর আর গোছানো হয়ে উঠবে।
যাইহোক, মূল সাফারির একটা অংশে রয়েছে সাদা সিংহের আস্থানা, সেখানে দেখেছি তিনটে সাদা সিংহ আয়েসি ভঙ্গিতে শুয়ে আছে। মাত্র ক"হাত সামনে থেকে এই রাজকিয় ভঙ্গির গম্ভীর প্রাণীটিকে দেখে আসলেই অন্যরকম অনুভূতি হয়েছিলো।
১।
২।
৩।
৪।
৫।
৬।