Re: আইসিসি ওয়ার্ল্ড টি২০ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
বোলিং ভালোই হয়েছে। ফিল্ডিং ভালো হলে ১৪০ এর বেশী রান হতো না
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » আইসিসি ওয়ার্ল্ড টি২০ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
বোলিং ভালোই হয়েছে। ফিল্ডিং ভালো হলে ১৪০ এর বেশী রান হতো না
West Indies 171/7 (20/20 ov)
Bangladesh 58/6 (10.3/20 ov)
৫৭ বলে ১১৪ রান দরকার আর হাতে উইকেট ৪ টা
West Indies 171/7 (20/20 ov)
Bangladesh 74/8 (14.5/20 ov)
৩১ বলে ৯৮ ২ উইকেটে
টাইগাররা আঙ্গুলে ঘি ঢাইলা নামছে
পরাজয়ে ডরে না বীর।
আমি অবশ্য বাংলাদেশের খেলা দেখিনা। হার্টের সমস্যা হতে পারে এই ভয়ে।
আবার হারছে
এইগুলা মরার আগেই মরে থাকে।
সব ভালো তার শেষ ভালো যার , ইনশাল্লাহ আমরা অস্ট্রেলিয়াকে হারাবো
এইবার ইংল্যান্ড ৮৮ রানে অল আউট
এই বিশ্বকাপে বাংলাদেশের তুলনায় কম রানে অলআউট হবার রেকর্ড অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নেদারল্যান্ড, হং কং, আফগানিস্তান এর আছে, সুতরাং আমরা এখনো খুব একটা খারাপ খেলছি না
পুনশ্চঃ মনকে স্বান্তনা দেবার এক ব্যর্থ প্রচেষ্টা
ইংল্যান্ডের মত টিম ন্যাদারল্যান্ডের কাছে এভাবে হারতে পারেনা বলে মনে হয়না, বিশেষত তাদের গত ২/৩ ম্যাচ তা বলেনা
এইবার নিউজিল্যান্ড ৬০ রানে অলআউট
বাংলাদেশ যথেষ্ট ভালো অবস্থানে আছে তাও :p
আমি অবাক হয়েছি ইংল্যান্ডের খেলা দেখে - এটা কিভাবে সম্ভব?
আমারা আজ শেষ খেলায়ও জিততে জিততে হেরে গেছি
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ১৫ ওভারে যা রান করেছিল - শেষ পাঁচ ওভারে প্রায় তার সমান রান করলো। পুরাই চার-ছক্কা হই হই
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » আইসিসি ওয়ার্ল্ড টি২০ সংক্রান্ত সকল আলাপ আলোচনা
০.২১১২৮৮২১৩৭২৯৮৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৫.৬২১৫৩৫৮৮০৪৪৩ টি কোয়েরী চলেছে