Re: এশিয়া কাপ ক্রিকেট ২০১৪ নিয়ে আলোচনা
পাকিস্তান ১০৮/৫ ।
শাবাশ আফঘানিস্থান...পাকিস্তানকে গুড়িয়ে দাও
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » এশিয়া কাপ ক্রিকেট ২০১৪ নিয়ে আলোচনা
পাকিস্তান ১০৮/৫ ।
শাবাশ আফঘানিস্থান...পাকিস্তানকে গুড়িয়ে দাও
জয় ভারত জয় কুহলী
আফগানিস্তান সেই রকমের খেলছে বাংলাদেশ A টিমের বিরুদ্ধে
হেরে গেল বাংলাদেশ B টিম ।
আমার নজরে এটা বাংলাদেশ B টিম ছিল। আসল বাংলাদেশ টিম দল এখন হাসপাতালে আর হসপিটাল বক্সে ছিল।
জিয়াউর রহমান টিকে থাকলে বাংলাদেশ জিতে যেত।যাই হোক আশাহত হলাম
পিউর বিনুদুন টুডে
এক কথাইয় চরম একটা খেলা দেখলাম । ভারত জিতলে আরো আনন্দ পেতাম
। কিন্তু তাও বুম বুম আফ্রেদীকে আভিনন্দন এমন একটি খেলা খেলে দলকে জেতানোর জন্য
।
হাহাহাহাহাহাহাহাহা খেলা দেইখা আজকে ব্যাপক মজা পাইসি। দুই দল-ই ভালো খেলসে। দুই টিম আর সাপোর্টারদের অবস্থা দেইখা মজাটা আরো বেশি পাইসি। আফ্রিদির কারণে ম্যাচটা আরো ইন্টারেস্টিং হইসে।
পিওর মজা! জানতাম আগে থেকেই ইন্ডিয়া ১২০ রান করলেও খেলা শেষ ওভারে গড়াবে মজাই হইল! আফ্রিদি লাস্টে জিতায় দিল। অবশ্য প্রথমে মনে করছিলাম আউট হবে
Pure entertainment!
এই মার্চে বাংলাদেশের মাটিতে কিভাবে পাকিস্তানী দল ভারতীয় দলকে প্যাদানী দিলো? বাংলাদেশে বসবাস রত অন্ধ ভারতীয়দের কান্না দেখে কে?
আজ জান প্রান দিয়ে খেলতে হবে। ডেয়ারলি খেলতে হবে। আমাদের হারাবার আর কিছু নেই।
এই স্বাধীনতার মাসে পাকিদের পিটাইতে পারলে সবাই মনে একটু শান্তি পাবে।
আজকে বাংলাদেশ জিতার সম্ভাবনা ৮০% - দলে সাকিব ফিরেছেন
প্রজন্ম ফোরাম » খেলাধূলা » ক্রিকেট » এশিয়া কাপ ক্রিকেট ২০১৪ নিয়ে আলোচনা
০.০৬২২২৬০৫৭০৫২৬১২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.৯৮৪৬০৯০৫৩৮১৩ টি কোয়েরী চলেছে