টপিকঃ অভ্র কিবোর্ড ৫.৫.০ নতুন সংস্করণ প্রকাশ
অভ্র কিবোর্ড ৫.৫.০
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারী ২০১৪ –তে অবমুক্ত হল অভ্র কিবোর্ডের সর্বশেষ ভার্সন ৫.৫.০। উল্লেখযোগ্য কিছু পরিবর্তন ও বাগ ফিক্স নতুন সংস্করণকে আরো প্রাণবন্ত করে তুলেছে। তার কিছু আলোচনা করা হল।
পরিবর্তন ও সংযুক্তিসমূহ
* ভার্সনটি উইন্ডোস ৮.১ এর সাথে কম্পাটিবল (সামঞ্জস্যপূর্ণ) করা হয়েছে।
* নতুন ফনেটিক ইঞ্জিন ডট (.)/ডেসিমেল মার্ককে দাড়িতে রূপান্তর করবে না। (যেমন, ০।৯ এর পরিবর্তিত রূপ ০.৯)
* ইনস্টলেশনের সময় Font fixing বন্ধ করা হয়েছে।
* নতুন ফন্ট
* চারটি নতুন স্কিন
* স্পেল চেকারের সর্টকার্ট কি -এর সমস্যা দূর করা হয়েছে।
* সব ধরণের এক্সিকিটিবলকে ডিজিটাল সাইনে পরিবর্তন করা হয়েছে,
ইত্যাদি।
ডাউনলোড করুন
http://www.omicronlab.com/download/setu … _5.5.0.exe
পড়ে রয় সে বহুদুর মঞ্জিল হতে.......