Re: অভ্র কিবোর্ড ৫.৫.০ নতুন সংস্করণ প্রকাশ
উইণ্ডোজ ৭/৮ (৬৪বিট)-এ কিছুক্ষণ অভ্র ব্যবহার করলে গ্যাঞ্জাম শুরু হতো... অফিস, ব্রাউজার ইত্যাদি সফটওয়্যার অদ্ভুতুড়ে আচরণ করা শুরু করে দিতো - কাজ বাদ দিয়ে ওএস রিবুট করা ছাড়া আর উপায় থাকতো না
আমি যুক্তবর্ণের অসামঞ্জস্যতা দেখে অভ্র ব্যবহার বাদ দিয়েছি। একুশে'র ইউনিজয় আমার প্রিয়। লাইটওয়েট আর ওএসের সাথে ইন্টিগ্রেটেড।
একুশে-র প্রভাত ইনস্টল করে এ সব সমস্যা থেকে মুক্ত!
আলাদা কোনো সফটওয়্যারও রান করতে হয় না; ম্যাক/লিনাক্সের মত উইণ্ডোজেও একটা কীস্ট্রোকেই (Alt+Lt. Shift) সরাসরি বাংলা <-> ইংলিশে শিফট করা যায়!
উবুন্টু ১৩.১০ ভার্সন থেকে Alt+Left Shift কিবোর্ড শর্টকাট ব্যবহার করা যায় না। আমি ibus দিয়ে সেটাপ করেছি এভাবে।
A planet of Lazarus users