টপিকঃ টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে গেছি আমরা

চট্টগ্রামে  সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দু’ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুটিতেই অল্পের জন্য/ ভাগ্যের দোষে হেরে আইসিসি’র টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে গেছে বাংলাদেশ। বাংলাদেশেকে  হটিয়ে একধাপ উপরে উঠে  এসেছে আফগানিস্তান।
লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯১৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান ছিল দশম । তাদের বিরুদ্ধে ২-০ তে হেরে একধাপ পিছিয়ে ১১ নম্বর অবস্থান করছে টাইগাররা। বাংলাদেশের এই হারের ফলে র‌্যাঙ্কিংয়ে দশম স্থানটি দখল করে নিয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। ইনশাল্লাহ আমরা আবার পুর্বের স্থানে বা তার উপরে উঠবো

Re: টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে গেছি আমরা

দুঃখজনক, তবে অনেক ভালো খেলেই হেরেছে বাংলাদেশ, শুভকামনা রইলো বাংলাদেশ ক্রিকেট দলকে  clap

Re: টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে গেছি আমরা

অবাক হয়েছি বিগত খেলাগুলাতে বড় নাম ওয়ালা সিনিয়র প্লেয়ারদের খেলার ভঙ্গি নিয়ে......আর তাদের কমিটমেন্ট নিয়ে। আউটগুলোর ধরন দেখে বোঝার কোন উপায় ছিলোনা তারা কোন ধরনের ক্রিকেট খেলছে।

টিপসই দিবার চাই....স্বাক্ষর দিতে পারিনা......

Re: টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও পিছিয়ে গেছি আমরা

তবে বাংলাদেশ অনুর্ধ ১৯, আফগানিস্তানকে ১০ উইকেটে পরাজিত করে, তার মনে বাংলাদেশের আগামী দিনের প্লেয়ারা আরো শক্তিশালী