টপিকঃ আনন্দময় হোক ভালোবাসা দিবস!
আজ 14 ই ফেব্রুয়ারি ভালোবাসা প্রকাশের বিশেষ দিন রূপে চিহ্নিত, আসুন আমরা সবাই পরস্পরের প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করি।
ENJOY AS U LIKE IT
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » আনন্দময় হোক ভালোবাসা দিবস!
আজ 14 ই ফেব্রুয়ারি ভালোবাসা প্রকাশের বিশেষ দিন রূপে চিহ্নিত, আসুন আমরা সবাই পরস্পরের প্রতি আন্তরিক ভালোবাসা প্রকাশ করি।
আজকের এই দিন বয়ে আনুক সবার জীবনে ভালোবাসা আর ভালোবাসা, যা অটুট রাখবে বছরের বাকী ৩৬৪ দিনও
অরিহন্তদা , আপনাকেও ভালোবাসা দিবসের অনেক শুভেচ্ছা তবে পরষ্পরের প্রতি ভালোবাসা প্রকাশে আমি নাই। সেটার জন্য বন্ধু দিবস আছে। আজকের দিনটা শুধুই কাপলদের।
আমাকে যদি কেউ আজকের দিনে নিচের ছবির স্টাইলে ভালোবাসা প্রকাশ করতো তবে নিজেকে পুরা শপে দিতাম।
দিনটিকি শুধুই কাপলদের জন্য? দিনটি হোক মানুষের জন্য মাণুষের ভালোবাসার দিন
২৬৯ সালে ইতালির রোম নগরীতে সেন্ট ভ্যালেইটাইন'স নামে একজন খৃষ্টান পাদ্রী ও চিকিৎসক ছিলেন। ধর্ম প্রচার-অভিযোগে তৎকালীন রোমান সম্রাট দ্বিতীয় ক্রাডিয়াস তাঁকে বন্দী করেন। কারণ তখন রোমান সাম্রাজ্যে খৃষ্টান ধর্ম প্রচার নিষিদ্ধ ছিল। বন্দী অবস্থায় তিনি জনৈক কারারক্ষীর দৃষ্টহীন মেয়েকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তোলেন। এতে সেন্ট ভ্যালেইটাইনের জনপ্রিয়তার প্রতি ঈর্ষান্বিত হয়ে রাজা তাকে মৃত্যুদণ্ড দেন। সেই দিন ১৪ই ফেব্রুয়ারি ছিল। অতঃপর ৪৯৬ সালে পোপ সেন্ট জেলাসিউও ১ম জুলিয়াস ভ্যালেইটাইন'স স্মরণে ১৪ই ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন' দিবস ঘোষণা করেন।
আমি অনেক আগে এই দিনের ইতিহাস পড়েছিলাম। পরে ভুলেও গিয়েছিলাম। আউল ভাইকে ধন্যবাদ এই বিষয়টা লেখার জন্য।
সবাইকে ভালোবাসাময় শুভেচ্ছা
সবাইকে শুভেচ্ছা
আচ্ছা
ভালোবাসার আরও গল্প এবং টিপস পেতে এখানে দেখতে পারেন
প্রজন্ম ফোরাম » রোমাঞ্চ » আনন্দময় হোক ভালোবাসা দিবস!
০.০৫৮৭১২৯৫৯২৮৯৫৫১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৪.৮৪১৫০৬৭০০২৩৬ টি কোয়েরী চলেছে