টপিকঃ ব্যাগের লকার খোলা প্রসঙ্গে সহায়তা প্রয়োজন
আমার প্রেসিডেন্সি ব্যাগের লকারের তিন ডিজিটের নম্বরটা ভুলে গেছি। ফলে লকারটা কোনো কাজে আসছে না। লকার বলতে ব্যাগের একপাশে ছোট একটি লকার থাকে যেখানে চেইনের খাপটি আটকানো হয় এবং নির্দিষ্ট তিন ডিজিটের নম্বর দিয়ে লকারটি আটকানো যায়। ওই তিন ডিজিটের নম্বরটি মেলানো ছাড়া কোনোভাবেই লকার খোলা সম্ভব না।
এর আগেও এরকম একটা সমস্যা হয়েছিল। তখন ঢাকার শাহবাগে একটি দোকানে নিয়ে যেতে দু মিনিটের মধ্যেই কীভাবে যেন লকারের কোড রিসেট করে দিল, টাকা নিল ২০ টাকা। আজকে আমি এখন যেখানে থাকি, সেখানে এক দোকানো নিয়ে গিয়েছিলাম, এটুকু কাজের জন্য চাইল ২০০ টাকা। ফলে ব্যাগ বাসায় ফেরত নিয়ে এসেছি। ধারণা ছিল, ০০০ থেকে ৯৯৯ পর্যন্ত একটার পর একটা ট্রাই করতে থাকলে নিশ্চয়ই কোনোটা না কোনোটা মিলবে। কিন্তু এই তরিকা কাজে লাগলো না।
এখন কী করি? কেউ কি কোনো বুদ্ধি বাতলাতে পারেন প্লিজ?