টপিকঃ "'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস "টপিক লক করার তীব্র প্রতিবাদ করছি
প্রজন্ম ফোরামের একটি অসাধারণ জ্ঞানে ভরপুর টপিক "'ঈশ্বর ও ধর্ম' এবং আপনার বিশ্বাস " । শুধু ধর্ম নয় বিজ্ঞান ও ইতিহাস নিয়ে অসাধারণ তথ্য বহুল টপিক এটি। শুধু মাত্র দুইজন সদস্যের কারণের এমন একটি তথ্য বহুল টপিক লক করার কোন মানে দেখি না। প্রয়োজনে amilee.2008 ও মাহমুদ রাব্বির শেষ দিকের কিছু পোস্ট মুছে ফেলা যেত কিন্তু তা না করে প্রজন্ম ফোমারের সেরা টপিক কে এই ভাবে লক তীব্র নিন্দা জানাচ্ছি
।
টপিক টিতে ধর্মের চেয়ে বেশী আলোচনা করা হয়েছে বিজ্ঞান ও ইতিহাস নিয়ে তাই এটা কে কোন ভাবেই ধর্মীয় টপিক বলা যায় না। শুধু মাত্র কিছু দিন ধরে amilee.2008 ও মাহমুদ রাব্বি স্পর্শকাতর ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা শুরু করেছেন যা এই টপিকের মূল থীমের সাথেও মিল খায় না।
দয়া করে এই মেগা টপিক খুলে দিন।
আর আমি জোর দাবী জানাবো, অশ্লীল প্রশ্ন করার জন্য ও ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য amilee.2008 কে ৭ দিন । এবং মডারেটরের কড়া সতর্ক করার পরেও সেই টপিকে পোস্ট করার জন্য মাহমুদ রাব্বি কে ২৪ ঘন্টার জন্য ব্যান করা হোক ।